![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নামঃ শঙ্কর দেবনাথ\nপ্রকাশিত গ্রন্থ -\nকবিতার বই- আত্মহনন অথবা মৈথুন,\nশিয়রে নীলাভ জ্বর।\nছড়ার বই- দুধমাখা ভাত,\nফাটকা কথার টাটকা ছড়া,\nটক ঝাল তেতো কড়া।\nসম্পাদিত পত্রিকা- ছোটদের ভোরের পাখি।
সকল জীবন ধকলবিহীন
নকলবিহীন সুখে-
শান্তিতে থাক, ক্লান্তিবিহীন
ভ্রান্তিবিহীন বুকে।
ফুল ফুটুক আর ডাকুক পাখি,
মাখুক আঁখি আলো,
ঘৃণার ঘরে বীণার স্বরে
মুছুক মনের কালো।
কেউ না যেন দুঃখে থাকে,
রুক্ষে থাকে একা,
ইচ্ছে ছড়াই ছড়ায় ছড়ায়
গন্ধে জড়াই লেখা।
★ আমি সামহোয়্যার - এর নতুন ব্লগার। নতুন বছরের শুরুতেই আমার পথচলা শুরু এই ব্লগে। সকল সহ ব্লগার, পাঠক পাঠিকা ও ব্লগের নেপথ্য কর্তাদের জনাই নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা। সবাই ভালোয় এবং আলোয় থাকুন।
শঙ্কর দেবনাথ
২/১/১৫
২| ০২ রা জানুয়ারি, ২০১৫ সকাল ৮:৪৭
যোগী বলেছেন:
নতুন বছরে এই প্রথম কিছু একটা পড়ে মজা পেলাম।
পথ চলুন মনে হচ্ছে সামনে সেটা আপনার জন্য মসৃন হবে।
৩| ০২ রা জানুয়ারি, ২০১৫ সকাল ৯:০৪
রাফা বলেছেন: চমৎকার লিখেছেন , খুব ভালো লাগলো।
নতুন বছরে নতুন ব্লগার হিসেবে আপনাকে আমাদের এই ব্লগ ভুবনে স্বাগতম।
শুভ ২০১৫ ও অনাগত বছর গুলো,ধন্যবাদ -শন্কর দেবনাথ।
৪| ০২ রা জানুয়ারি, ২০১৫ সকাল ১০:২৯
তুষার কাব্য বলেছেন: ব্লগ ভুবনে স্বাগতম। শুভ হোক আপনার পথচলা ...নতুন বছরের শুভেচ্ছা...
৫| ০২ রা জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:১১
প্রামানিক বলেছেন: ভাল লাগল। ধন্যবাদ
৬| ০২ রা জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:২৬
বাংলার নেতা বলেছেন: কম খারাপ না!
৭| ০২ রা জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:২৯
আমিনুর রহমান বলেছেন:
স্বাগতম। ব্লগে এই পথ চলা শুভ হউক।
৮| ০২ রা জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৩৫
ডানাভাঙ্গা চিল বলেছেন: ব্লগে স্বাগতম। ছড়া মজার।
৯| ০৩ রা জানুয়ারি, ২০১৫ সকাল ৮:৫৯
শঙ্কর দেবনাথ বলেছেন: সবাইকেই ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
০২ রা জানুয়ারি, ২০১৫ সকাল ৮:২১
খেলাঘর বলেছেন:
স্বাগতম,
লিখুন, পড়ুন, বলুন।