![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নামঃ শঙ্কর দেবনাথ\nপ্রকাশিত গ্রন্থ -\nকবিতার বই- আত্মহনন অথবা মৈথুন,\nশিয়রে নীলাভ জ্বর।\nছড়ার বই- দুধমাখা ভাত,\nফাটকা কথার টাটকা ছড়া,\nটক ঝাল তেতো কড়া।\nসম্পাদিত পত্রিকা- ছোটদের ভোরের পাখি।
জ্বলছে আগুন মনে বনে
টলছে প্রাণীকুল,
কীসের পাপে সৌরতাপে
ফোটায় বিষের হুল।
ভোরেই জেগে গিন্নি রেগে
আগুন হয়ে ওঠেন,
সেই আগুনেই কিচেনরুমে
চায়ের জলটা ফোটে।
হাট বাজারের সাথে সাথেই
জ্বলছে আগুন পেটে,
নেতার কথায় আগুন জ্বলে
মিছিল সভা গেটে।
তুষের আগুন বুকের মাঝে
সুখের ঘরে খাঁ খাঁ,
পোড়ার জন্যে পিপিলীকার
গজায় তবু পাখা।
২| ১০ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:২৬
দিশেহারা রাজপুত্র বলেছেন: "তুষের আগুন বুকের মাঝে
সুখের ঘরে খাঁ খাঁ,
পোড়ার জন্যে পিপিলীকার
গজায় তবু পাখা।"
অসাধারণ।
+++
৩| ১০ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৩৭
রাইসুল সাগর বলেছেন: বাহ বেশ ভালোলেগেছে। শুভকামনা নিরন্তর।
৪| ১১ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৫০
শঙ্কর দেবনাথ বলেছেন: ছন্দের সমস্যা কোথায়, বললে উপকৃত হব, নাজিয়া আপা। ওঠেন > ফোটে= এটা কিন্তু আধুনিক ছড়া কবিতার একটা আকর্ষণীয় এবং রিদমেটিক অন্তমিল।
৫| ১২ ই জানুয়ারি, ২০১৫ রাত ১০:০০
কলমের কালি শেষ বলেছেন: মজার ছড়া ।
©somewhere in net ltd.
১|
১০ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১:২১
নাজিয়া ফেরদৌস বলেছেন: ভালো লেগেছে তবে ছন্দের প্রতি আরএকটু যত্নবান হলে আরো ভালো লাগবে ।