![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নামঃ শঙ্কর দেবনাথ\nপ্রকাশিত গ্রন্থ -\nকবিতার বই- আত্মহনন অথবা মৈথুন,\nশিয়রে নীলাভ জ্বর।\nছড়ার বই- দুধমাখা ভাত,\nফাটকা কথার টাটকা ছড়া,\nটক ঝাল তেতো কড়া।\nসম্পাদিত পত্রিকা- ছোটদের ভোরের পাখি।
এক
****
ভীষণ রেগে বললে দাদা-
আস্ত গাধা তুই,
এক অংক এত করেও
বুঝলি নে কিচ্ছুই।
ব্যাঁ ব্যাঁ করে- খানিক জোরে
বলল শেষে রাধা-
গাধারা কি অংক বোঝে?
আমার সোনা দাদা!
দুই
*****
মিথ্যে বলা ভীষণ খারাপ
বলেন বাবা- শোনো,
মিথ্যে দিয়ে হয়না ভালো
কিচ্ছুটি কক্খনো।
বললে ছেলে- সেদিন তুমি
বসেই ঘরের মাঝে,
মিথ্যে কেন বললে ফোনে-
দিল্লি গেছো কাজে?
©somewhere in net ltd.