![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নামঃ শঙ্কর দেবনাথ\nপ্রকাশিত গ্রন্থ -\nকবিতার বই- আত্মহনন অথবা মৈথুন,\nশিয়রে নীলাভ জ্বর।\nছড়ার বই- দুধমাখা ভাত,\nফাটকা কথার টাটকা ছড়া,\nটক ঝাল তেতো কড়া।\nসম্পাদিত পত্রিকা- ছোটদের ভোরের পাখি।
১/
নদী ছোটে 'যদি' সুখে ফেলে রেখে চর-
ঘর থাকে একা ঘরে - মন যাযাবর।
২/
রাতের ঘুমের ঘরে গাঢ় হয় রাত-
ঘুমটুকু খেতে চায় মাংসাশী দাঁত।
৩/
পাখিটির বুকে আছে যতটুকু নীড়-
তারও চেয়ে বেশি নাচে পরিযায়ী ভিড়।
৪/
রাতের শরীর থেকে টুপটাপ প্রেম ঝরে-
ভিজতে ভিজতে বুক চুপচাপ ঘাস হয়।
৫/
গৃহস্থ নিরুদ্দেশ - গৃহিণীর জ্বর
চৌকাঠে সারারাত বসে থাকে ঘর।
২| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:০৬
মাসুম মুনাওয়ার বলেছেন: ভালো লেগেচে
৩| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:৫৬
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: দারুন লাগলো ----মুগ্ধ হয়ে গেলাম
৪| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:৫৮
তুষার কাব্য বলেছেন: নদী ছোটে 'যদি' সুখে ফেলে রেখে চর-
ঘর থাকে একা ঘরে - মন যাযাবর।
বাহ্...
৫| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:৫২
শঙ্কর দেবনাথ বলেছেন: সবাইকেই ধন্যবাদ। শুভেচ্ছা।
©somewhere in net ltd.
১|
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:৫৪
নিলু বলেছেন: লিখে যান