![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নামঃ শঙ্কর দেবনাথ\nপ্রকাশিত গ্রন্থ -\nকবিতার বই- আত্মহনন অথবা মৈথুন,\nশিয়রে নীলাভ জ্বর।\nছড়ার বই- দুধমাখা ভাত,\nফাটকা কথার টাটকা ছড়া,\nটক ঝাল তেতো কড়া।\nসম্পাদিত পত্রিকা- ছোটদের ভোরের পাখি।
কথা
কইতে গেলে দোষ
সাপের
বিষাক্ত ফোঁস ফোঁস
আমার
একলা ঘরের ফাঁক-ফোকড়ে
পাল্টে রাখে খো'স।
সারা
ঘর কাঁপিয়ে দাপিয়ে বেড়ায়
শিংঅলা এক মোষ।
তাই
মুখ বুঁজে সই সব
পোড়ে
দুরন্ত শৈশব
আমার
মায়ের শাড়ির নকসিকাঁথা
কবিতার বই সব।
ভয়ে
ঘরের কাঠেই আগুন জ্বেলে
আপোসে হই শব।
©somewhere in net ltd.