![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জাহাজগুলোকে চলে যেতে বল
এই জগতের ঔপনিবেশিক পাথরঘাটা থেকে
মাস্তুলের বিকীরণগুলো চোখে জ্বালা ধরাচ্ছে খুব
উপকূলে উপকূলে কি সুন্দর লাশেদের বিণুনী
ফুলে ফেঁপে এক একটা ক্লাউন যেন
হাত ধরাধরি গা জড়াজড়ি
গাছে ঝুলে থাকা, মাটিতে গেঁথে থাকা
সিডরের শিল্পকর্ম
চোখগুলো তবুও খুলে রাখতে পারছি না আমি
এখানে সেখানে কতনা বাতিঘর
রাতদিন ছড়িয়ে দিচ্ছে মানবিক আলোকবর্তিকা
আর বড় বড় শহরের বড়বড় হৃদয়ের মানুষেরা
মুঠো মুঠো আলো হাতে ছুটে যাচ্ছে অন্ধ ক্লাউনগুলোর কাছে
যদিও এদের আলোর দরকার নেই
যদিও এদের উড়োফড়িং আর যুদ্ধ-জাহাজের দরকার নেই
তবুও জাতীয় দৈনিকের মত নৃশংস মানবতায় তারা ছুটে যাচ্ছে
ভাঙ্গা মাটি আর ভাঙ্গা নদীর কাছে
আর বিমানবিক মহানগরের কুঠুরিতে বসে বিলাপ করছে
প্রাজ্ঞ প্রান্তিক, বুক ভরা অভিমানে
আর নিশ:ব্দ গণমৃত্যুর ততধিক নিশ্চুপ সংখ্যা গণনায়
এক লক্ষ এক সহস্র লক্ষ এক লক্ষ কোটি লক্ষ........
অথচ পল্লীতে পল্লীতে পঁচা লাশের গন্ধে বিভোর পূর্ণিমা
তুমি আমি নির্বিকারে মুরগীর ঠ্যাং চিবাই
যদিও মাংস ঢোকেনা ভিতরে
আমরা সবাই ভয়ের রেসিপি খাই
এতো জানা কথাই, আর কদিন পরেই
দূর্বল বা সবল নগরে
উপচে পড়বে ক্লাউনের ভীর
এতো জানা কথাই, বুদ্ধিমান কর্মীরা ব্যবসা ফেঁদে
কামিয়ে নেবে অর্থ খ্যাতি, অথবা ক্ষমতার ন্যুনতম গেট পাশ
এতো জানা কথাই অনেক সরল তরুন তরুনী
অশ্রু চোখে মাটি চাপা দেবে অগণিত ক্লাউনের লাশ
তবুও কি দারূন আত্মবিশ্বাসে আলোকবর্তিকা ছড়ায় তার আলো
জাগ্রত থাকে মানবতা, দীপ্ত থাকে যা কিছু ভালো
শুধু মড়কে, স্যানিটেশনে আর ধরা অ-ধরা জগতে
মাথা তোলে নতুন নতুন মাস্তুল
ক্লাউনদের কোথাও যাবার নেই
তাই ছুটে যাবে তারা আলোর দিকেই
তবুও পুড়ে ছাই হবার আগে ভাঙ্গবে না তাদের ভুল
২| ২৯ শে নভেম্বর, ২০০৭ দুপুর ১:১২
শরৎ চৌধুরী বলেছেন: আছি ভালোই । আপনি কেমন আছেন? সিডিগুলোর জন্য আমাদের আর একটু অপেক্ষা করতে হবে, এর পরই অপর বাস্তব ২ এর বাকী কাজগুলো সম্পন্ন হবে। আপনি প্রস্তুত হন।
৩| ২৯ শে নভেম্বর, ২০০৭ দুপুর ১:১৮
আইরিন সুলতানা বলেছেন: একটা ঝড়ের পর শুরু হয় আরেক ঝড়; বেঁচে থাকার
অনেক লাশ পার করে আবারও শুরু হয় জীবনের পথ চলা; বেঁচে থাকার
৪| ২৯ শে নভেম্বর, ২০০৭ দুপুর ১:২৮
সামী মিয়াদাদ বলেছেন: জাইগা আছি......ডাক দিলেই বান্দা হাজির...
৫| ২৯ শে নভেম্বর, ২০০৭ দুপুর ১:৪০
শরৎ চৌধুরী বলেছেন: আইরিন ভালো বলেছেন।
৬| ২৯ শে নভেম্বর, ২০০৭ দুপুর ১:৫৭
মাছরাঙ্গা বলেছেন: খুব বেশি রকম ভাল। অন্য লেখাগুলো থেকে স্পষ্ট ব্যতিক্রম।
৭| ২৯ শে নভেম্বর, ২০০৭ দুপুর ২:০৯
ফরহাদ উিদ্দন স্বপন বলেছেন: মারাত্বক ভালো।
৮| ২৯ শে নভেম্বর, ২০০৭ দুপুর ২:২৭
কৌশিক আহমেদ বলেছেন: শূণ্য দশকের শ্রেষ্ঠ কবির কবিতা বলে কথা।
৯| ০৩ রা ডিসেম্বর, ২০০৭ দুপুর ২:০২
বাকী বিল্লাহ বলেছেন: আমি এত বড়ই অভাগা যে কবিতাটা এত পরে দেখলাম। কোন বিশেষণ হয় না।
১০| ০৪ ঠা ডিসেম্বর, ২০০৭ সকাল ৯:৪৭
তপেশ্বর বলেছেন: মৌলিক, সুপাঠ্য, তেজী। আদাব দাদা।
১১| ০৬ ই ডিসেম্বর, ২০০৭ বিকাল ৫:০৫
শরৎ চৌধুরী বলেছেন: আদাব তপেশ্বর।
১২| ০৭ ই ডিসেম্বর, ২০০৭ দুপুর ১:১৪
সারিয়া তাসনিম বলেছেন: তোর লেখা আমি কখনই বুঝি না , বোঝার মত পদার্থ মাথায় নেই বলে ।
এবার কিন্তু বুঝেছি !
১৩| ১২ ই ডিসেম্বর, ২০০৭ সকাল ১০:২৯
জামাল ভাস্কর বলেছেন: এই কবিতাটা পইড়া একটু তব্ধা খাইলাম...ভাইস্তার কবিতাতো ভালোই পাল্টাইছে!
আরাম পাইছি...
১৪| ১২ ই ডিসেম্বর, ২০০৭ সকাল ১০:৩৩
কৌশিক আহমেদ বলেছেন: কবিতাটা নিলাম প্রকাশের জন্য।
১৫| ১২ ই ডিসেম্বর, ২০০৭ সন্ধ্যা ৬:৪২
শরৎ চৌধুরী বলেছেন: ভাষ্কর: যাউগ্গা চাচার আরাম আমার আরাম
কৌশিক: কোথায় প্রকাশ করবা?
©somewhere in net ltd.
১|
২৯ শে নভেম্বর, ২০০৭ দুপুর ১:০৮
সামী মিয়াদাদ বলেছেন: দারুন.....৫
শরতদা আছেন কেমন?