|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
Anonymous শব্দের অর্থ নামহীন, অপ্রকাশিত, যে পত্রে লেখকের নাম 

ছবিসূত্র:   
নেই ইত্যাদি। সামাজিক যোগাযোগে এর অর্থ দাড়ায় নিক, বা এমন পরিচয় যা দিয়ে তার সামাজিক প্রথাগত পরিচয় নিশ্চিত করা যায় না। অথবা আমার নাম শরৎ হলেও আমি ব্লগে পরিচয় দিতে পারি অনন্ত জলিল নামে। যদিও আমি অনন্ত জলিল নই।
আপনাদের কাছে কয়েকটা প্রশ্ন করছি এই Anonymous বিষয়ক।
১.আপনি কি সামাজিক মাধ্যমে Anonymous থাকতে চান?
২. কেন চান? 
৩. কেন চান না?
৪. অন্য যে কোন উত্তর
দয়া করে কমেন্টের মধ্যে উত্তর দিয়ে বাধিত করুন। অগ্রীম শুভেচ্ছা আর কৃতজ্ঞতা।
আপনাদের উত্তর আমি প্রেজেন্ট করতে চাই। ইন্টারনেট ও বাকস্বাধীনতা বিষয়ক তৃতীয় সাউথ এশিয়া মিটিং এর দ্বিতীয় দিনে। মানে আগামীকাল। অধিকাংশ ক্ষেত্রে এইসব সভাসমিতিতে আপনাদের চিন্তাভাবনা খুব একটা প্রতিফলিত হতে দেখিনা। ফলে এই সুযোগে আপনাদের মতামত আমি এই মিটিং এ উপস্থাপন করতে চাই।
 ১০৯ টি
    	১০৯ টি    	 +৭/-০
    	+৭/-০  ১৪ ই জানুয়ারি, ২০১৩  রাত ৮:০৫
১৪ ই জানুয়ারি, ২০১৩  রাত ৮:০৫
শরৎ চৌধুরী বলেছেন: আপনার উত্তর মূল্যবান অনেক। শুভেচ্ছা আর কৃতজ্ঞতা। আপনাদের উত্তর আমি প্রেজেন্ট করতে চাই। ইন্টারনেট ও বাকস্বাধীনতা বিষয়ক তৃতীয় সাউথ এশিয়া মিটিং এর দ্বিতীয় দিনে। মানে আগামীকাল। অধিকাংশ ক্ষেত্রে এইসব সভাসমিতিতে আপনাদের চিন্তাভাবনা খুব একটা প্রতিফলিত হতে দেখিনা। ফলে এই সুযোগে আপনাদের মতামত আমি এই মিটিং এ উপস্থাপন করতে চাই।
২|  ১৪ ই জানুয়ারি, ২০১৩  সন্ধ্যা  ৭:৫২
১৪ ই জানুয়ারি, ২০১৩  সন্ধ্যা  ৭:৫২
সপ্নাতুর আহসান বলেছেন: না।
  ১৪ ই জানুয়ারি, ২০১৩  রাত ৮:০৫
১৪ ই জানুয়ারি, ২০১৩  রাত ৮:০৫
শরৎ চৌধুরী বলেছেন: আপনার উত্তর মূল্যবান অনেক। শুভেচ্ছা আর কৃতজ্ঞতা। আপনাদের উত্তর আমি প্রেজেন্ট করতে চাই। ইন্টারনেট ও বাকস্বাধীনতা বিষয়ক তৃতীয় সাউথ এশিয়া মিটিং এর দ্বিতীয় দিনে। মানে আগামীকাল। অধিকাংশ ক্ষেত্রে এইসব সভাসমিতিতে আপনাদের চিন্তাভাবনা খুব একটা প্রতিফলিত হতে দেখিনা। ফলে এই সুযোগে আপনাদের মতামত আমি এই মিটিং এ উপস্থাপন করতে চাই।
৩|  ১৪ ই জানুয়ারি, ২০১৩  সন্ধ্যা  ৭:৫৪
১৪ ই জানুয়ারি, ২০১৩  সন্ধ্যা  ৭:৫৪
দহন আহমেদ বলেছেন:   
   
   
 
  ১৪ ই জানুয়ারি, ২০১৩  রাত ৮:০৫
১৪ ই জানুয়ারি, ২০১৩  রাত ৮:০৫
শরৎ চৌধুরী বলেছেন: আপনার উত্তর মূল্যবান অনেক। শুভেচ্ছা আর কৃতজ্ঞতা। আপনাদের উত্তর আমি প্রেজেন্ট করতে চাই। ইন্টারনেট ও বাকস্বাধীনতা বিষয়ক তৃতীয় সাউথ এশিয়া মিটিং এর দ্বিতীয় দিনে। মানে আগামীকাল। অধিকাংশ ক্ষেত্রে এইসব সভাসমিতিতে আপনাদের চিন্তাভাবনা খুব একটা প্রতিফলিত হতে দেখিনা। ফলে এই সুযোগে আপনাদের মতামত আমি এই মিটিং এ উপস্থাপন করতে চাই।
৪|  ১৪ ই জানুয়ারি, ২০১৩  সন্ধ্যা  ৭:৫৪
১৪ ই জানুয়ারি, ২০১৩  সন্ধ্যা  ৭:৫৪
সান্তনু অাহেমদ বলেছেন: .আপনি কি সামাজিক মাধ্যমে Anonymous থাকতে চান? - জ্বি, চাই।
২. কেন চান? - বিশ্বাস করি ও জানি - এতে করে অযাচিত ঝামেলা আসে জীবনে বিভিন্ন দিক থেকে বিভিন্নভাবে।
 
৩. কেন চান না?- বিশ্বাস করি ও জানি - এতে করে অযাচিত ঝামেলা আসে জীবনে বিভিন্ন দিক থেকে বিভিন্নভাবে।
৪. অন্য যে কোন উত্তর - নাই।
হঠাৎ মডু সাহেবের এমন কৌতুহলের হেতু কি ভাই!! ভালো কিছু হলে স্বাগতম জানাই।
শুভ কামনা।
  ১৪ ই জানুয়ারি, ২০১৩  রাত ৮:০৬
১৪ ই জানুয়ারি, ২০১৩  রাত ৮:০৬
শরৎ চৌধুরী বলেছেন: আপনার উত্তর মূল্যবান অনেক। শুভেচ্ছা আর কৃতজ্ঞতা। আপনাদের উত্তর আমি প্রেজেন্ট করতে চাই। ইন্টারনেট ও বাকস্বাধীনতা বিষয়ক তৃতীয় সাউথ এশিয়া মিটিং এর দ্বিতীয় দিনে। মানে আগামীকাল। অধিকাংশ ক্ষেত্রে এইসব সভাসমিতিতে আপনাদের চিন্তাভাবনা খুব একটা প্রতিফলিত হতে দেখিনা। ফলে এই সুযোগে আপনাদের মতামত আমি এই মিটিং এ উপস্থাপন করতে চাই।
৫|  ১৪ ই জানুয়ারি, ২০১৩  সন্ধ্যা  ৭:৫৫
১৪ ই জানুয়ারি, ২০১৩  সন্ধ্যা  ৭:৫৫
থার্ড-আই-নেটওয়ার্ক বলেছেন: আরে ব্যাটা , আর যাই হোক এই সামহোয়ারইন ব্লগে নিজের নাম প্রকাশ করা ঠিক নয় কারন এখানে নোংরাদের সংখ্যা অনেক বেশি আর কতৃপক্ষ তাদের রক্ষা করে
  ১৪ ই জানুয়ারি, ২০১৩  রাত ৮:০৬
১৪ ই জানুয়ারি, ২০১৩  রাত ৮:০৬
শরৎ চৌধুরী বলেছেন: আপনার উত্তর মূল্যবান অনেক। শুভেচ্ছা আর কৃতজ্ঞতা। আপনাদের উত্তর আমি প্রেজেন্ট করতে চাই। ইন্টারনেট ও বাকস্বাধীনতা বিষয়ক তৃতীয় সাউথ এশিয়া মিটিং এর দ্বিতীয় দিনে। মানে আগামীকাল। অধিকাংশ ক্ষেত্রে এইসব সভাসমিতিতে আপনাদের চিন্তাভাবনা খুব একটা প্রতিফলিত হতে দেখিনা। ফলে এই সুযোগে আপনাদের মতামত আমি এই মিটিং এ উপস্থাপন করতে চাই।
৬|  ১৪ ই জানুয়ারি, ২০১৩  সন্ধ্যা  ৭:৫৭
১৪ ই জানুয়ারি, ২০১৩  সন্ধ্যা  ৭:৫৭
পরিবেশ বন্ধু বলেছেন: ১, অবশ্যই , যেমন নাম আমার মাসুদ রানা কিন্তু অন্য অনেকেই একই নাম 
ভিন্ন উপায়ে ব্যবহার করে , মাসুদ করিম , মাসুদ আলম , প্রভৃতি যার জন্য 
এই বিকল্প বা ছদ্দ নাম । 
২, যেমন , লেখকদের জীবনীতে পাওয়া যায় অনেকেই নিজেকে সেইভ রাখার জন্য এ উপায় অবলম্ভন করতেন । 
৩, জসিমুদ্দিন উপাধি পল্লী কবি , নজরুল , বিদ্রোহী , জিবনান্দ রূপসী বাংলার কবি , এমন অনেকেই তার নিজ প্রতিভার আলোকে তার নামের সঙ্গে উপাধির বিশেষন কে মূল্যায়ন স্বরূপ আমরা দেখতে পাই ।
৪। আমি বাংলাদেশের শত ভাল সংঘটনের সাথে জড়িত এবং ভাল যে কোণ কাজের ডাকে নিজেকে সম্পৃক্ত করতে ভাল লাগে , আসলে আমি সব 
পরিবেশের সাথে মানান সই কিনা এজন্য নামটি পরিবেশ বন্ধু হিসাবে বেচে 
নিলাম , আপনাকে অসংখ্য ধন্যবাদ । 
  ১৪ ই জানুয়ারি, ২০১৩  রাত ৮:০৬
১৪ ই জানুয়ারি, ২০১৩  রাত ৮:০৬
শরৎ চৌধুরী বলেছেন: আপনার উত্তর মূল্যবান অনেক। শুভেচ্ছা আর কৃতজ্ঞতা। আপনাদের উত্তর আমি প্রেজেন্ট করতে চাই। ইন্টারনেট ও বাকস্বাধীনতা বিষয়ক তৃতীয় সাউথ এশিয়া মিটিং এর দ্বিতীয় দিনে। মানে আগামীকাল। অধিকাংশ ক্ষেত্রে এইসব সভাসমিতিতে আপনাদের চিন্তাভাবনা খুব একটা প্রতিফলিত হতে দেখিনা। ফলে এই সুযোগে আপনাদের মতামত আমি এই মিটিং এ উপস্থাপন করতে চাই।
৭|  ১৪ ই জানুয়ারি, ২০১৩  সন্ধ্যা  ৭:৫৮
১৪ ই জানুয়ারি, ২০১৩  সন্ধ্যা  ৭:৫৮
সীমান্ত উন্মাদ বলেছেন: ১ নং উত্তরঃ আমি নামহীন থাকতে চাই না।
৩নং উত্তরঃ কারন কষ্ট কইরা লিখবো, কিংবা কোন ডাটা কালেকশন কইরা সবার সাথে শেয়ার করবো আর সবাইরে থ্যাংকস দেওয়ার সুযোগ দিবো না এই কেমনে হয় বলেন।
এইটা আমার অপ্রধান কারন বললাম এইবার প্রধান কারন বলি । আমি যদি বলি সামাজিকতা মানে আমার কাছে একে অন্যের সাথে নিজ পরিচয়ে পরিচিত হওয়া । যখন কিছু মানুষ একিউদ্যেশ্য নিয়ে একি প্লাটফর্মে থাকে তখন একে অন্যের সাথে যদি সত্যকে প্রকাশ করতে হয় তবে নিজ পরিচয়ের বিকল্প থাকে না। থাকে কি??
আর আমার কাছে মনে হয় প্রত্যেকটা মানুষের চিন্তা চেতনা সব খানে এক থাকা উচিৎ সেটা রিয়েল লাইফেই হোক আর র্ভাচুয়াল লাইফেই হোক, যদি কেউ বিশ্বাস করে আমার চিন্তা সব পরিস্থিতিতে এক তবে আমার মতে সামাজিক মাধ্যমে নামহীন থাকার দরকার কি, নিজ পরিচয়ে থাকাই ভালো ।অনেকই হয়তো ভাববেন আমার এই নিকতো আমার অরিজিনাল নামে না তা ঠিক আছে,কিন্তু আমি যদি আমার এই সামাজিক ব্লগ প্লাটফর্মে কারো সাথে দেখা হয় তবে আমি তাকে আমার নাম সীমান্ত উন্মাদই বলবো, কারন আমি র্ভাচুয়ালি এই নামেই পরিচিত।
বিঃদ্রঃ ভাই আমি উন্মাদ মানুষ জানিনা আমার উত্তর প্রাসঙ্গিক হইছে না, না হলে ক্ষমা কইরা দিয়েন, জানেনতো পাগলে কিনা বলে।
শুভকামনা, ভালো থাকবেন সব সময়।  
 
  ১৪ ই জানুয়ারি, ২০১৩  রাত ৮:০৬
১৪ ই জানুয়ারি, ২০১৩  রাত ৮:০৬
শরৎ চৌধুরী বলেছেন: আপনার উত্তর মূল্যবান অনেক। শুভেচ্ছা আর কৃতজ্ঞতা। আপনাদের উত্তর আমি প্রেজেন্ট করতে চাই। ইন্টারনেট ও বাকস্বাধীনতা বিষয়ক তৃতীয় সাউথ এশিয়া মিটিং এর দ্বিতীয় দিনে। মানে আগামীকাল। অধিকাংশ ক্ষেত্রে এইসব সভাসমিতিতে আপনাদের চিন্তাভাবনা খুব একটা প্রতিফলিত হতে দেখিনা। ফলে এই সুযোগে আপনাদের মতামত আমি এই মিটিং এ উপস্থাপন করতে চাই।
৮|  ১৪ ই জানুয়ারি, ২০১৩  রাত ৮:০০
১৪ ই জানুয়ারি, ২০১৩  রাত ৮:০০
সীমান্ত উন্মাদ বলেছেন: ভাই একটা বেফার বুঝলাম না, আপনি দেখি অগ্রিম শুভকামনা দিয়া দিছেন, কমেন্ট এর উত্তর দিবেন না নাকি?  
 
  ১৪ ই জানুয়ারি, ২০১৩  রাত ৮:০৭
১৪ ই জানুয়ারি, ২০১৩  রাত ৮:০৭
শরৎ চৌধুরী বলেছেন: আপনার উত্তর মূল্যবান অনেক। শুভেচ্ছা আর কৃতজ্ঞতা। আপনাদের উত্তর আমি প্রেজেন্ট করতে চাই। ইন্টারনেট ও বাকস্বাধীনতা বিষয়ক তৃতীয় সাউথ এশিয়া মিটিং এর দ্বিতীয় দিনে। মানে আগামীকাল। অধিকাংশ ক্ষেত্রে এইসব সভাসমিতিতে আপনাদের চিন্তাভাবনা খুব একটা প্রতিফলিত হতে দেখিনা। ফলে এই সুযোগে আপনাদের মতামত আমি এই মিটিং এ উপস্থাপন করতে চাই।
৯|  ১৪ ই জানুয়ারি, ২০১৩  রাত ৮:০০
১৪ ই জানুয়ারি, ২০১৩  রাত ৮:০০
শরৎ চৌধুরী বলেছেন: আপনারা সবাই উত্তরে দিয়ে আমাকে সাহায্য করছেন অনেক। অসংখ্য ধন্যবাদ।
১০|  ১৪ ই জানুয়ারি, ২০১৩  রাত ৮:০০
১৪ ই জানুয়ারি, ২০১৩  রাত ৮:০০
থার্ড-আই-নেটওয়ার্ক বলেছেন: Click This Link 
Click This Link 
তোরে সবাই মডু মডু বলে তুই প্রতিবাদ করিস না , মানে তুই মডু, ওরে  দিনকানা শত শত নোংরা পোষ্ট তোদের ব্লগে দিনের পর দিন টিকে থাকে কিভাবে ? উপরের দুইটা পোষ্ট তোর মডারেশনের ব্লগে টিকে থাকে কেমনে থার্ডক্লাসের বাচ্ছা 
  ১৪ ই জানুয়ারি, ২০১৩  রাত ৮:১৩
১৪ ই জানুয়ারি, ২০১৩  রাত ৮:১৩
শরৎ চৌধুরী বলেছেন: এই হল আপনার যোগাযোগের ভাষা। বাহ।
১১|  ১৪ ই জানুয়ারি, ২০১৩  রাত ৮:০২
১৪ ই জানুয়ারি, ২০১৩  রাত ৮:০২
ওঙ্কার বলেছেন: আমার তো মনে হয় ব্লগারদের প্রত্যেকের ব্যক্তিগত পরিচয় ভেরিফাইড হওয়া উচিত। 
ছদ্মনিকের দৌড়াত্ম্যে এতো ভালো একটা প্ল্যাটফর্ম ছাগু অধ্যূষিত হয়ে পড়েছে, তার পেছনে এই 'এনোনিমাস' দায়ী। 
অতীতে বেশিরভাগ স্ট্যামপিডের পেছনে ছাগুদের নিক ব্যাংক ভুমিকা রেখেছে, আমার স্বনামের প্রফাইল ব্যন হয়ে যাবার পেছনে এদের কুকর্ম রয়েছে। 
এরা অন্ধকারের জীব। এদের নিয়ন্ত্রন করা উচিত। 
  ১৪ ই জানুয়ারি, ২০১৩  রাত ৮:০৭
১৪ ই জানুয়ারি, ২০১৩  রাত ৮:০৭
শরৎ চৌধুরী বলেছেন: আপনার উত্তর মূল্যবান অনেক। শুভেচ্ছা আর কৃতজ্ঞতা। আপনাদের উত্তর আমি প্রেজেন্ট করতে চাই। ইন্টারনেট ও বাকস্বাধীনতা বিষয়ক তৃতীয় সাউথ এশিয়া মিটিং এর দ্বিতীয় দিনে। মানে আগামীকাল। অধিকাংশ ক্ষেত্রে এইসব সভাসমিতিতে আপনাদের চিন্তাভাবনা খুব একটা প্রতিফলিত হতে দেখিনা। ফলে এই সুযোগে আপনাদের মতামত আমি এই মিটিং এ উপস্থাপন করতে চাই।
১২|  ১৪ ই জানুয়ারি, ২০১৩  রাত ৮:০৭
১৪ ই জানুয়ারি, ২০১৩  রাত ৮:০৭
আশীষ কুমার বলেছেন: আমি আগে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে খুব এক্টিভ ছিলাম। এখন নিজেকে গুটিয়ে নিচ্ছি। আমার চাকরি আমাকে তাই করতে বাধ্য করছে।
  ১৪ ই জানুয়ারি, ২০১৩  রাত ৮:০৭
১৪ ই জানুয়ারি, ২০১৩  রাত ৮:০৭
শরৎ চৌধুরী বলেছেন: আপনার উত্তর মূল্যবান অনেক। শুভেচ্ছা আর কৃতজ্ঞতা। আপনাদের উত্তর আমি প্রেজেন্ট করতে চাই। ইন্টারনেট ও বাকস্বাধীনতা বিষয়ক তৃতীয় সাউথ এশিয়া মিটিং এর দ্বিতীয় দিনে। মানে আগামীকাল। অধিকাংশ ক্ষেত্রে এইসব সভাসমিতিতে আপনাদের চিন্তাভাবনা খুব একটা প্রতিফলিত হতে দেখিনা। ফলে এই সুযোগে আপনাদের মতামত আমি এই মিটিং এ উপস্থাপন করতে চাই।
১৩|  ১৪ ই জানুয়ারি, ২০১৩  রাত ৮:০৭
১৪ ই জানুয়ারি, ২০১৩  রাত ৮:০৭
সিডির দোকান বলেছেন: (১)
সামাজিক যোগাযোগ এর মাধ্যমগুলোতে নিজের আসল নাম দিয়েই পরিচিত কেন হতে হবে? উত্তর চাই। 
(২)
অন্য নাম বা ছদ্মনাম দিয়ে কী একজন ব্যাক্তি তার অস্তিত্ব প্রকাশ করতে পারবেন না? বাংলাদেশের অনেক কবি সাহিত্যিক রয়েছেন যারা শুরুতে ছদ্মনাম ব্যবহার করেই অনেক খ্যাতি অর্জন করেছেন। ছদ্মনামের জন্য মানুষই কিন্তু জানতে উদ্বুদ্ধ হয়েছে যে, ব্যাক্তিটি আসলে কে? কী তার পরিচয়?  
(৩)
সবকিছুতেই এত ফর্মালিটি মেইনটেন করার কোন প্রয়োজন আছে বলে আমি মনে করি না। এটা আমার ব্যাক্তিগত অভিমত। কেননা আমি ব্যাক্তি জীবনে এত ফর্মালিটি পছন্দ করি না। আর এজন্যই একজন ব্যাক্তিকে ফোন দিয়েই সালাম/আদাব, আপনি কি ভাল আছেন, ধন্যবাদ এসব বাক্য আমি ব্যবহার করি না। আমি মনে করি কথা প্রসঙ্গে এসব আসবেই। শুধু শুধু ফর্মালিটি মেইনটেন করে কথা অশ্রুতিমধুর করতে চাই না। আর এজন্যই বেনামে নিক চালাই  ।
 ।
(৪)
বাংলা ব্যাকরণ বইয়ে একটি ভাবসম্প্রসারণ আমরা পড়েছি সেটি হল- জন্ম হোক যথা তথা কর্মহোক ভাল আমি মনে করি উক্ত প্রবাদবাক্যটি ভুল। বলা উচিত- কর্ম হোক যথা তথা জন্ম হোক ভাল। কেননা জন্ম ভাল জায়গায় না হলে তার কাছ থেকে ভাল  আচরণ কতটুকু পাওয়া যাবে, তা সহজেই অনুমেয়। একটি বস্তি এলাকার পরিবেশ থেকে কখনোই একজন সুস্থ্য মস্তিষ্কে মানুষ বেড়ে উঠবে না- এটাই স্বাভাবিক।
এই কথাগুলো বললাম এজন্য যে এই ব্লগে স্বনামে অনেকেই আছেন যারা অন্য ব্লগারদের সাথে বাজে বিহেভ করেন। সো নাম দিয়ে কাম কী  ?
 ?
পরিশেষে বলতে চাই পোস্টের টপিক- ভালা অইছে রে....
  ১৪ ই জানুয়ারি, ২০১৩  রাত ৮:২০
১৪ ই জানুয়ারি, ২০১৩  রাত ৮:২০
শরৎ চৌধুরী বলেছেন: আপনি আমাকে প্রশ্ন করছেন কেন? আমি তো বলি নাই কোনটা ভাল আর কোনটা মন্দ। আপনার তো উত্তর দেবার কথা তাইনা?
১৪|  ১৪ ই জানুয়ারি, ২০১৩  রাত ৮:১২
১৪ ই জানুয়ারি, ২০১৩  রাত ৮:১২
সবুজ মহান বলেছেন:   
   
 
১৫|  ১৪ ই জানুয়ারি, ২০১৩  রাত ৮:১৪
১৪ ই জানুয়ারি, ২০১৩  রাত ৮:১৪
হাসান মাহবুব বলেছেন: আমার নিক'ই তো আপনার প্রশ্নের উত্তর! তবে আরেকটু বিস্তৃতভাবে বলি, হাসান মাহবুব নামেই সবার সাথে পরিচিত হতে চাই, সেইসাথে ভার্চুয়াল এবং রিয়াল লাইফের মধ্যে একটা প্রভেদ ও রাখতে চাই।
  ১৪ ই জানুয়ারি, ২০১৩  রাত ৮:২১
১৪ ই জানুয়ারি, ২০১৩  রাত ৮:২১
শরৎ চৌধুরী বলেছেন: আপনার উত্তর মূল্যবান অনেক। শুভেচ্ছা আর কৃতজ্ঞতা। আপনাদের উত্তর আমি প্রেজেন্ট করতে চাই। ইন্টারনেট ও বাকস্বাধীনতা বিষয়ক তৃতীয় সাউথ এশিয়া মিটিং এর দ্বিতীয় দিনে। মানে আগামীকাল। অধিকাংশ ক্ষেত্রে এইসব সভাসমিতিতে আপনাদের চিন্তাভাবনা খুব একটা প্রতিফলিত হতে দেখিনা। ফলে এই সুযোগে আপনাদের মতামত আমি এই মিটিং এ উপস্থাপন করতে চাই।
১৬|  ১৪ ই জানুয়ারি, ২০১৩  রাত ৮:১৬
১৪ ই জানুয়ারি, ২০১৩  রাত ৮:১৬
ইনকগনিটো বলেছেন: আপনি কি সামাজিক মাধ্যমে Anonymous থাকতে চান?
উত্তরঃ না।
কেন চান?
উত্তরঃ চাই না।
কেন চান না?
উত্তরঃ সামাজিক মাধ্যমে চাইলেই নিজের ব্যক্তিপরিচয় গোপন করা যায়। যদি কেউ নিরাপত্তার জন্য Anonymous অপশন কে সমর্থন করেন, তবে আমি বলবো সেটা Anonymous না থেকেও রক্ষা করে সামাজিক মাধ্যমে যোগাযোগ করছে, এমন মানুষের সংখ্যা অনেক। তাছাড়া গঠনমূলক আলোচনা কিংবা যে কোন ধরনের উন্নয়নশীল কার্যক্রম অথবা প্রতিবাদ, কোন ক্ষেত্রেই সবার কাছে Anonymous থাআর কোন প্রয়োজন নেই। তার চেয়ে কোন একটা আইডি নিয়ে নিজস্ব মতামত প্রকাশ করলে আমার মনে হয় সেটার গুরুত্ব বেশি দেওয়া হয়। তাছাড়া মানুষ Anonymous অপশনটি ভালো দিকের চেয়ে মন্দ দিকে বেশি ব্যবহার করেন বলে আমার ধারনা।
অন্য যে কোন উত্তর।
নেই। 
ধন্যবাদ।
  ১৪ ই জানুয়ারি, ২০১৩  রাত ৮:২১
১৪ ই জানুয়ারি, ২০১৩  রাত ৮:২১
শরৎ চৌধুরী বলেছেন: আপনার উত্তর মূল্যবান অনেক। শুভেচ্ছা আর কৃতজ্ঞতা। আপনাদের উত্তর আমি প্রেজেন্ট করতে চাই। ইন্টারনেট ও বাকস্বাধীনতা বিষয়ক তৃতীয় সাউথ এশিয়া মিটিং এর দ্বিতীয় দিনে। মানে আগামীকাল। অধিকাংশ ক্ষেত্রে এইসব সভাসমিতিতে আপনাদের চিন্তাভাবনা খুব একটা প্রতিফলিত হতে দেখিনা। ফলে এই সুযোগে আপনাদের মতামত আমি এই মিটিং এ উপস্থাপন করতে চাই।
১৭|  ১৪ ই জানুয়ারি, ২০১৩  রাত ৮:১৭
১৪ ই জানুয়ারি, ২০১৩  রাত ৮:১৭
লোনলিফাইটার বলেছেন: যেহেতু আমি দেশ সামজের কোনো ক্ষতি করছি না তাই নিজের নাম প্রকাশ করতেও ভয় পাইনা।ব্লগে আমাকে সবাই আমার নামেই চিনে।যদিও আপনারা আমার এক নিকের পর আরেক নিক খাইয়া দেন।  
   
   
 
  ১৪ ই জানুয়ারি, ২০১৩  রাত ৮:২২
১৪ ই জানুয়ারি, ২০১৩  রাত ৮:২২
শরৎ চৌধুরী বলেছেন: যদি একটু গুছিয়ে উত্তর দিতেন প্রশ্নের সাপেক্ষে খুব ভালো হত।
১৮|  ১৪ ই জানুয়ারি, ২০১৩  রাত ৮:১৯
১৪ ই জানুয়ারি, ২০১৩  রাত ৮:১৯
দূর্যোধন বলেছেন: ইতিমধ্যে দূর্যোধন বা ফিউশন ফাইভ ছাড়াও এমন আরো অনেক নিক রয়েছেন যারা অ্যানোনিমাস থাকতে চান । 
ব্যক্তিগতভাবে আমি অ্যানোনিমাস থাকতেই চাই । এই নিকের শেষপর্যন্তই ।
কারন অনেকগুলো । বর্তমানে অনলাইনে বিরুদ্ধমতের বিরুদ্ধে কাদা ছোঁড়াছুঁড়ি প্রমান করে আপনি একটি মত যখন প্রকাশ করবেন,তখন বিরুদ্ধমতের মানুষরা শুধু মত প্রকাশ করেই আপনাকে থামানোর চেষ্টা করবেনা , প্রয়োজনে তা ব্যক্তিগত বা পারিবারিক দিকেও চলে আসে । 
আপনি সরকার অথবা বিরোধীদল-যার সমর্থনেই দাঁড়ান না কেন -তা যতই যৌক্তিক হোক না কেন , একটি শ্রেনী আপনার পরিবারকেও টেনে আনবে ।অ্যানোনিমাস হবার কারনে আপনি বলিষ্ঠভাবে নিজের বক্তব্য রাখতে পারেন ,এই দিক দিয়ে আপনি নিরাপদ ।
তাছাড়া দেখুন , কখনো কখনো ক্ষমতাসীনরা খুবই প্রতিক্রিয়াশীল আচরন করে ,আপনি যতই তাদের ত্রুটি ধরিয়ে দেবেন আপনার জেলে যাবার সম্ভাবনাও চলে আসে । আপনার ব্যক্তিগত তথ্যাদি জানা থাকলে আপনার উপর চড়াও হতে সময় নেবে না । একই বিষয় বিরোধীদলের বিরুদ্ধাচরন করার ক্ষেত্রেও খাটে । আজ আপনি বিরোধীদলের বিরুদ্ধে বলবেন,কাল তারা ক্ষমতায় আসলে প্রতিশোধপরায়ন হবার সম্ভাবনা উড়িয়ে দিতে পারবেন না ।
তাছাড়া আপনি ব্যক্তিগত জীবনে এমন পেশায় থাকতে পারেন যেখানে এমন কিছু তথ্য আসছে,যা জানা জনসাধরনের প্রয়োজন কিন্তু আপনার কর্তৃপক্ষের জন্য আপনি নিজ নামে জানাতে পারছেন না । (উইকিলিক্সের ডকুমেন্ট সেন্ডারদের অনেকেই সরকারী কর্মকর্তা ) । সামাজিক কিছু কাজ এগিয়ে নিয়ে যাওয়া প্রয়োজন, কিন্তু বিভিন্ন মহলের স্বার্থ জড়িত থাকায় কাজগুলো রিস্কি থাকায় আপনাকে পরিচয় গোপন করতেই হয় । 
প্রসঙ্গত উল্লেখ করা যায় গ্রুপ অ্যানোনিমাসের কথা , যারা সব সময়ই সোচ্চার হয়েছে বিভিন্ন অপকর্মের বিরুদ্ধে । এর জন্য তাদের দরকারে সাইট ডাউন করতে হয়েছে অনেক শক্তশালী প্রতিষ্ঠানের সাইট যা নিজ পরিচয়ে করতে গেলে সদস্যদের কি পরিনাম হতো,তা অনুমান করা যায় । কিন্তু তাই বলে তো চুপ করে থাকাও সমিচীন নয় ! অর্থাৎ স্বাধীনভাবে মত প্রকাশ করাটা অনেকসময়ই রিস্কি ,তাই অ্যানোনিমাস ।
  ১৪ ই জানুয়ারি, ২০১৩  রাত ৮:২৩
১৪ ই জানুয়ারি, ২০১৩  রাত ৮:২৩
শরৎ চৌধুরী বলেছেন: আপনার উত্তর মূল্যবান অনেক। শুভেচ্ছা আর কৃতজ্ঞতা। আপনাদের উত্তর আমি প্রেজেন্ট করতে চাই। ইন্টারনেট ও বাকস্বাধীনতা বিষয়ক তৃতীয় সাউথ এশিয়া মিটিং এর দ্বিতীয় দিনে। মানে আগামীকাল। অধিকাংশ ক্ষেত্রে এইসব সভাসমিতিতে আপনাদের চিন্তাভাবনা খুব একটা প্রতিফলিত হতে দেখিনা। ফলে এই সুযোগে আপনাদের মতামত আমি এই মিটিং এ উপস্থাপন করতে চাই।
১৯|  ১৪ ই জানুয়ারি, ২০১৩  রাত ৮:২২
১৪ ই জানুয়ারি, ২০১৩  রাত ৮:২২
এবং ব্রুটাস বলেছেন: অযাচিত অনেক সমস্যা থেকে নিজেকে মুক্ত রাখা যায়।
 আর নাম হোক যথা তথা কর্ম হোক ভালো।
  ১৪ ই জানুয়ারি, ২০১৩  রাত ৮:২৩
১৪ ই জানুয়ারি, ২০১৩  রাত ৮:২৩
শরৎ চৌধুরী বলেছেন: আপনার উত্তর মূল্যবান অনেক। শুভেচ্ছা আর কৃতজ্ঞতা। আপনাদের উত্তর আমি প্রেজেন্ট করতে চাই। ইন্টারনেট ও বাকস্বাধীনতা বিষয়ক তৃতীয় সাউথ এশিয়া মিটিং এর দ্বিতীয় দিনে। মানে আগামীকাল। অধিকাংশ ক্ষেত্রে এইসব সভাসমিতিতে আপনাদের চিন্তাভাবনা খুব একটা প্রতিফলিত হতে দেখিনা। ফলে এই সুযোগে আপনাদের মতামত আমি এই মিটিং এ উপস্থাপন করতে চাই।
২০|  ১৪ ই জানুয়ারি, ২০১৩  রাত ৮:২৩
১৪ ই জানুয়ারি, ২০১৩  রাত ৮:২৩
জেমস বন্ড বলেছেন: ১.আপনি কি সামাজিক মাধ্যমে Anonymous থাকতে চান?
-কিছু কিছু ক্ষেত্রে থাকতে চাই তবে , আক্ষরিক অর্থে নামটাই মুল্যবান ।
২. কেন চান?
-   
 
৩. কেন চান না?
- কাইজ্জা করার জন্য । 
৪. অন্য যে কোন উত্তর
- নাই এরকম বিষয় নিয়ে আগে এমন করে ভাবিনি , ভাবানোর জন্ম দেয়ার জন্য থেঙ্কু   
   ।
 । 
( কমেন্ট পড়লে বেশ কিছু জানা যায়   
   )
 ) 
  ১৪ ই জানুয়ারি, ২০১৩  রাত ৮:২৬
১৪ ই জানুয়ারি, ২০১৩  রাত ৮:২৬
শরৎ চৌধুরী বলেছেন: আপনার উত্তর মূল্যবান অনেক। শুভেচ্ছা আর কৃতজ্ঞতা। আপনাদের উত্তর আমি প্রেজেন্ট করতে চাই। ইন্টারনেট ও বাকস্বাধীনতা বিষয়ক তৃতীয় সাউথ এশিয়া মিটিং এর দ্বিতীয় দিনে। মানে আগামীকাল। অধিকাংশ ক্ষেত্রে এইসব সভাসমিতিতে আপনাদের চিন্তাভাবনা খুব একটা প্রতিফলিত হতে দেখিনা। ফলে এই সুযোগে আপনাদের মতামত আমি এই মিটিং এ উপস্থাপন করতে চাই।
২১|  ১৪ ই জানুয়ারি, ২০১৩  রাত ৮:২৩
১৪ ই জানুয়ারি, ২০১৩  রাত ৮:২৩
নিয়েল ( হিমু ) বলেছেন: আমার নামটা কি Anonymous মনে হয় ?  
 
এতটা কাপুরুষ এখনো নিজেকে ভাবি না  
 
  ১৪ ই জানুয়ারি, ২০১৩  রাত ৮:২৫
১৪ ই জানুয়ারি, ২০১৩  রাত ৮:২৫
শরৎ চৌধুরী বলেছেন: তাহলে আপনি স্ব নামে মত প্রকাশের শক্তির উপর জোর দেবার জন্য নিজ নামেই লেখেন?
২২|  ১৪ ই জানুয়ারি, ২০১৩  রাত ৮:২৪
১৪ ই জানুয়ারি, ২০১৩  রাত ৮:২৪
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আমি চাই সামাজিক যোগাযোগের মাধ্যমে আমার নামটি Anonymous থাকুক।
কেন চাইঃ কারন এটা আমার ব্যক্তিগত ইচ্ছা অনিচ্ছার ব্যাপার। আমার প্রয়োজন অনুযায়ী এটা আমি নির্ধারন করতে চাই। 
ধন্যবাদ আপনাকে। 
  ১৪ ই জানুয়ারি, ২০১৩  রাত ৮:২৬
১৪ ই জানুয়ারি, ২০১৩  রাত ৮:২৬
শরৎ চৌধুরী বলেছেন: আপনার উত্তর মূল্যবান অনেক। শুভেচ্ছা আর কৃতজ্ঞতা। আপনাদের উত্তর আমি প্রেজেন্ট করতে চাই। ইন্টারনেট ও বাকস্বাধীনতা বিষয়ক তৃতীয় সাউথ এশিয়া মিটিং এর দ্বিতীয় দিনে। মানে আগামীকাল। অধিকাংশ ক্ষেত্রে এইসব সভাসমিতিতে আপনাদের চিন্তাভাবনা খুব একটা প্রতিফলিত হতে দেখিনা। ফলে এই সুযোগে আপনাদের মতামত আমি এই মিটিং এ উপস্থাপন করতে চাই।
২৩|  ১৪ ই জানুয়ারি, ২০১৩  রাত ৮:২৮
১৪ ই জানুয়ারি, ২০১৩  রাত ৮:২৮
মেলবোর্ন বলেছেন: ১.আপনি কি সামাজিক মাধ্যমে Anonymous থাকতে চান:  অবশ্যই
২. কেন চান? : সত্যি কথা কইলে আদালতে ডাক পরতে পারে বা সাগর রুনীর মত জীবন হালাল হইতে পারে (ফেবু স্টেটাস নিয়া আদালতের কাহিনি , বা রামুর হামলা দৃস্টব্য) লেখকদের জীবনীতে পাওয়া যায় অনেকেই নিজেকে সেইভ রাখার জন্য এ উপায় অবলম্ভন করতেন 
৩. কেন চান না? : লেখকের লেখাই তার পরিচিতি নাম টা গুরুত্বপুর্ন তবে যারা বোঝার তারা ভাল খারাপ এমনিতেই চিনে নেয় বা নেয়া যায় তার লেখা দেখে
৪. অন্য যে কোন উত্তর: তবে নীক ভেরিফিকেশনের জন্য বা অন্য কোন মডারেশনের জন্য যেই মেইল থেকে রেজি করা হয় সেটি বা আইপি ব্যান সমুহ এপ্লাই করার স্বপক্ষে।
 
  ১৪ ই জানুয়ারি, ২০১৩  রাত ৮:৩৮
১৪ ই জানুয়ারি, ২০১৩  রাত ৮:৩৮
শরৎ চৌধুরী বলেছেন: আপনার উত্তর মূল্যবান অনেক। শুভেচ্ছা আর কৃতজ্ঞতা। আপনাদের উত্তর আমি প্রেজেন্ট করতে চাই। ইন্টারনেট ও বাকস্বাধীনতা বিষয়ক তৃতীয় সাউথ এশিয়া মিটিং এর দ্বিতীয় দিনে। মানে আগামীকাল। অধিকাংশ ক্ষেত্রে এইসব সভাসমিতিতে আপনাদের চিন্তাভাবনা খুব একটা প্রতিফলিত হতে দেখিনা। ফলে এই সুযোগে আপনাদের মতামত আমি এই মিটিং এ উপস্থাপন করতে চাই।
২৪|  ১৪ ই জানুয়ারি, ২০১৩  রাত ৮:২৯
১৪ ই জানুয়ারি, ২০১৩  রাত ৮:২৯
হা...হা...হা... বলেছেন: মনের না বলা অনেক কথাই বলতে চাই। স্ব-নামে সব কথা বলা যায় না। আমার মনের ভাবনার সাথে পরিচিত যারা আছেন তাদের সাথে মিলতে নাও পারে। সেই পরিচিতজনদের সামনে যা বলতে পারিনা Anonymous হয়ে তাই বলতে পারি। এতে সেই পরিচিতদের সাথে অন্তত তর্কে জড়াতে হবে না। ব্লগে বিষয়গুলো বাস্তব জীবনে বিতর্ক সৃষ্টি না করুক, তর্ক-বিতর্ক হোক কিবোর্ডে, ব্লগে।
  ১৪ ই জানুয়ারি, ২০১৩  রাত ৮:৩৮
১৪ ই জানুয়ারি, ২০১৩  রাত ৮:৩৮
শরৎ চৌধুরী বলেছেন: আপনার উত্তর মূল্যবান অনেক। শুভেচ্ছা আর কৃতজ্ঞতা। আপনাদের উত্তর আমি প্রেজেন্ট করতে চাই। ইন্টারনেট ও বাকস্বাধীনতা বিষয়ক তৃতীয় সাউথ এশিয়া মিটিং এর দ্বিতীয় দিনে। মানে আগামীকাল। অধিকাংশ ক্ষেত্রে এইসব সভাসমিতিতে আপনাদের চিন্তাভাবনা খুব একটা প্রতিফলিত হতে দেখিনা। ফলে এই সুযোগে আপনাদের মতামত আমি এই মিটিং এ উপস্থাপন করতে চাই।
২৫|  ১৪ ই জানুয়ারি, ২০১৩  রাত ৮:২৯
১৪ ই জানুয়ারি, ২০১৩  রাত ৮:২৯
দূর্যোধন বলেছেন: ভালো কথা , পোস্টে অ্যানোনিমাসের সংজ্ঞা তেমন যুৎসই হয় নাই । আমি আজ নিজের নাম জামাল (সিলেট ) / রনি (রাজশাহী ) দিয়ে রাখলে কি কেউ আমাকে চিনবে ? এমনকি ধরুন কামাল( বনানি , ঢাকা) নিক নিলেও কি আমাকে চেউ চিনলো ? অথবা ব্লগে সোচ্চারে নিজের নাম বাবার নাম গুস্ঠির নাম পেটালেও কেউ কি চিনলো ? আসলে প্রায় সব নিকই অনলাইনে অ্যানোনিমাস,যতক্ষন পর্যন্ত আপনি আপনার অন্য ঠিকুজি প্রকাশ না করছেন ।
  ১৪ ই জানুয়ারি, ২০১৩  রাত ৮:৩৭
১৪ ই জানুয়ারি, ২০১৩  রাত ৮:৩৭
শরৎ চৌধুরী বলেছেন: যদি আপনার নামের একটি অংশও ঠিক হয় তাহলে  তো সেটা সার্চ করা সম্ভব।
আমি ব্লগে পরিচয় দিতে পারি অনন্ত জলিল নামে। যদিও আমি অনন্ত জলিল নই। এই কথা তো আগেই বলছি।
২৬|  ১৪ ই জানুয়ারি, ২০১৩  রাত ৮:৩০
১৪ ই জানুয়ারি, ২০১৩  রাত ৮:৩০
দহন আহমেদ বলেছেন: 
আমি দহন আহমেদ, দহন আহমেদ-ই থাকতে চাই!  
   
   
 
কৃতজ্ঞতা রইলো!  
 
  ১৪ ই জানুয়ারি, ২০১৩  রাত ৮:৩৯
১৪ ই জানুয়ারি, ২০১৩  রাত ৮:৩৯
শরৎ চৌধুরী বলেছেন: আপনার উত্তর মূল্যবান অনেক। শুভেচ্ছা আর কৃতজ্ঞতা। আপনাদের উত্তর আমি প্রেজেন্ট করতে চাই। ইন্টারনেট ও বাকস্বাধীনতা বিষয়ক তৃতীয় সাউথ এশিয়া মিটিং এর দ্বিতীয় দিনে। মানে আগামীকাল। অধিকাংশ ক্ষেত্রে এইসব সভাসমিতিতে আপনাদের চিন্তাভাবনা খুব একটা প্রতিফলিত হতে দেখিনা। ফলে এই সুযোগে আপনাদের মতামত আমি এই মিটিং এ উপস্থাপন করতে চাই।
২৭|  ১৪ ই জানুয়ারি, ২০১৩  রাত ৮:৩৪
১৪ ই জানুয়ারি, ২০১৩  রাত ৮:৩৪
লিন্কিন পার্ক বলেছেন: 
 স্বাধীনভাবে মত প্রকাশ করাটা অনেকসময়ই রিস্কি ,তাই অ্যানোনিমাস  
এটা আমারও উত্তর ।  দূর্যোধনদাকে ধন্যবাদ । 
  ১৪ ই জানুয়ারি, ২০১৩  রাত ৮:৩৯
১৪ ই জানুয়ারি, ২০১৩  রাত ৮:৩৯
শরৎ চৌধুরী বলেছেন: আপনার উত্তর মূল্যবান অনেক। শুভেচ্ছা আর কৃতজ্ঞতা। আপনাদের উত্তর আমি প্রেজেন্ট করতে চাই। ইন্টারনেট ও বাকস্বাধীনতা বিষয়ক তৃতীয় সাউথ এশিয়া মিটিং এর দ্বিতীয় দিনে। মানে আগামীকাল। অধিকাংশ ক্ষেত্রে এইসব সভাসমিতিতে আপনাদের চিন্তাভাবনা খুব একটা প্রতিফলিত হতে দেখিনা। ফলে এই সুযোগে আপনাদের মতামত আমি এই মিটিং এ উপস্থাপন করতে চাই।
২৮|  ১৪ ই জানুয়ারি, ২০১৩  রাত ৮:৩৭
১৪ ই জানুয়ারি, ২০১৩  রাত ৮:৩৭
আরজু পনি  বলেছেন: 
মানুষের সাথে যতো দূরত্ব রেখে সম্পর্ক রক্ষা করা যায় ততোই মঙ্গল। সেই ক্ষেত্রে নিজের ব্যক্তিগত, পারিবারিক পরিচয় অন্তর্জালের মানুষদের সাথে বিনিময় না করে অ্যানোনিমাস থাকাই ভালো , তাতে আর যাই হোক কেউ যখন তখন থ্রেট তো দিতে পারেনা !
  ১৪ ই জানুয়ারি, ২০১৩  রাত ৮:৩৮
১৪ ই জানুয়ারি, ২০১৩  রাত ৮:৩৮
শরৎ চৌধুরী বলেছেন: আপনার উত্তর মূল্যবান অনেক। শুভেচ্ছা আর কৃতজ্ঞতা। আপনাদের উত্তর আমি প্রেজেন্ট করতে চাই। ইন্টারনেট ও বাকস্বাধীনতা বিষয়ক তৃতীয় সাউথ এশিয়া মিটিং এর দ্বিতীয় দিনে। মানে আগামীকাল। অধিকাংশ ক্ষেত্রে এইসব সভাসমিতিতে আপনাদের চিন্তাভাবনা খুব একটা প্রতিফলিত হতে দেখিনা। ফলে এই সুযোগে আপনাদের মতামত আমি এই মিটিং এ উপস্থাপন করতে চাই।
২৯|  ১৪ ই জানুয়ারি, ২০১৩  রাত ৮:৪১
১৪ ই জানুয়ারি, ২০১৩  রাত ৮:৪১
আসাদুজ্জামান আসাদ বলেছেন: আমার মতে Anonymous থাকা দরকার।
কারন: আমার বা কারো সুবিধা মতো প্রয়োজনে এটি ব্যবহার করতে পারবে। এক্ষেত্রে অনেক অনাকাঙ্খিত ঘটনা থেকে মুক্তি পাওয়া যাবে।
  ১৪ ই জানুয়ারি, ২০১৩  রাত ৮:৫১
১৪ ই জানুয়ারি, ২০১৩  রাত ৮:৫১
শরৎ চৌধুরী বলেছেন: আপনার উত্তর মূল্যবান অনেক। শুভেচ্ছা আর কৃতজ্ঞতা। আপনাদের উত্তর আমি প্রেজেন্ট করতে চাই। ইন্টারনেট ও বাকস্বাধীনতা বিষয়ক তৃতীয় সাউথ এশিয়া মিটিং এর দ্বিতীয় দিনে। মানে আগামীকাল। অধিকাংশ ক্ষেত্রে এইসব সভাসমিতিতে আপনাদের চিন্তাভাবনা খুব একটা প্রতিফলিত হতে দেখিনা। ফলে এই সুযোগে আপনাদের মতামত আমি এই মিটিং এ উপস্থাপন করতে চাই।
৩০|  ১৪ ই জানুয়ারি, ২০১৩  রাত ৮:৪১
১৪ ই জানুয়ারি, ২০১৩  রাত ৮:৪১
দূর্যোধন বলেছেন: এই তো বলছেন !
''নামের একটা অংশও যদি ঠিক হয় ''- রাইট ? কে ভেরিফাই করছে কে ঠিক আর কে ঠিক না ? আমি ঠিক নাম দিলাম কিনা,কে জানে ? সুতরাং মনুষ্য নাম দেয়ার পরও সঠিকভাবে পরিচয় নিশ্চিত হওয়া গেলো না ,তাই না ?  সুতরাং অ্যানোনিমাস প্রায় সবাই-ই 
  ১৪ ই জানুয়ারি, ২০১৩  রাত ৯:০৬
১৪ ই জানুয়ারি, ২০১৩  রাত ৯:০৬
শরৎ চৌধুরী বলেছেন: হাহাহাহাহা।
৩১|  ১৪ ই জানুয়ারি, ২০১৩  রাত ৮:৪২
১৪ ই জানুয়ারি, ২০১৩  রাত ৮:৪২
মনিরা সুলতানা বলেছেন: ১.আপনি কি সামাজিক মাধ্যমে Anonymous থাকতে চান?
২. কেন চান? 
৩. কেন চান না?
৪. অন্য যে কোন উত্তর 
১. না 
 ২. আমি মনে করি , আমাদের   ভার্চুয়াল লাইফ , আমাদের  রিয়েল লাইফ এর প্রতিফলন , আমাদের সামাজক জিবনে আমরা যেমন সব সময় সব কিছু দায়বদ্ধতা মেনে চলি , ঠিক তেমনি  ব্লগিও জীবনে ও সেটা  জরুরী ।  আর আমি যদি Anonymous থাকতে পারি তাহলে,  সেই  দায় থেকে  মুক্ত  , একজন  সামাজিকতা থেকে মুক্ত  ব্যক্তি অনেক কিছু এ করতে পারেন ।
  ১৪ ই জানুয়ারি, ২০১৩  রাত ৯:০৬
১৪ ই জানুয়ারি, ২০১৩  রাত ৯:০৬
শরৎ চৌধুরী বলেছেন: আপনার উত্তর মূল্যবান অনেক। শুভেচ্ছা আর কৃতজ্ঞতা। আপনাদের উত্তর আমি প্রেজেন্ট করতে চাই। ইন্টারনেট ও বাকস্বাধীনতা বিষয়ক তৃতীয় সাউথ এশিয়া মিটিং এর দ্বিতীয় দিনে। মানে আগামীকাল। অধিকাংশ ক্ষেত্রে এইসব সভাসমিতিতে আপনাদের চিন্তাভাবনা খুব একটা প্রতিফলিত হতে দেখিনা। ফলে এই সুযোগে আপনাদের মতামত আমি এই মিটিং এ উপস্থাপন করতে চাই।
৩২|  ১৪ ই জানুয়ারি, ২০১৩  রাত ৮:৪২
১৪ ই জানুয়ারি, ২০১৩  রাত ৮:৪২
শব্দহীন জোছনা বলেছেন: 
রিয়েল লাইফ, আলোর জীবন হয়তোবা অন্ধকারের...... হয়তোবা সামজিক নানা ব্যর্থতা-হতাশা কিংবা কড়করে নোটের ন্যায় চাকচিক্যের...... 
এতসব বাস্তবিক আন্দোলন থেকে মুক্ত হয়ে সে অনুভব করে,
ইস!!
তার যদি কোন নতুন সত্তা থাকত যেখানে সে নিজেকে প্রকাশ করত একেবারে নতুন করে...... 
আর তাই সামাজিক মাধ্যমে Anonymous  যেন ব্যক্তির নতুন জন্ম......
এ যেন আমিত্বকে নতুন করে আবিস্কার......
এ যেন নবজন্ম লাভ... 
  ১৪ ই জানুয়ারি, ২০১৩  রাত ৯:০৭
১৪ ই জানুয়ারি, ২০১৩  রাত ৯:০৭
শরৎ চৌধুরী বলেছেন: আপনার উত্তর মূল্যবান অনেক। শুভেচ্ছা আর কৃতজ্ঞতা। আপনাদের উত্তর আমি প্রেজেন্ট করতে চাই। ইন্টারনেট ও বাকস্বাধীনতা বিষয়ক তৃতীয় সাউথ এশিয়া মিটিং এর দ্বিতীয় দিনে। মানে আগামীকাল। অধিকাংশ ক্ষেত্রে এইসব সভাসমিতিতে আপনাদের চিন্তাভাবনা খুব একটা প্রতিফলিত হতে দেখিনা। ফলে এই সুযোগে আপনাদের মতামত আমি এই মিটিং এ উপস্থাপন করতে চাই।
৩৩|  ১৪ ই জানুয়ারি, ২০১৩  রাত ৮:৫৯
১৪ ই জানুয়ারি, ২০১৩  রাত ৮:৫৯
উৎকৃষ্টতম বন্ধু বলেছেন: আমি বাহ্যিকভাবে ছদ্মনাম ব্যবহার করলেও আমার নাম আমার নিকের মধ্যেই লুকানো আছে। নিকে নিজের নাম না দিয়ে একটু ভাব্স্ নিলাম আরকি। হেহেহে।
যারা রিয়েল নেমে আছেন তাদের প্রতি নো অফেন্স।
  ১৪ ই জানুয়ারি, ২০১৩  রাত ৯:১৪
১৪ ই জানুয়ারি, ২০১৩  রাত ৯:১৪
শরৎ চৌধুরী বলেছেন: আপনার উত্তর মূল্যবান অনেক। শুভেচ্ছা আর কৃতজ্ঞতা। আপনাদের উত্তর আমি প্রেজেন্ট করতে চাই। ইন্টারনেট ও বাকস্বাধীনতা বিষয়ক তৃতীয় সাউথ এশিয়া মিটিং এর দ্বিতীয় দিনে। মানে আগামীকাল। অধিকাংশ ক্ষেত্রে এইসব সভাসমিতিতে আপনাদের চিন্তাভাবনা খুব একটা প্রতিফলিত হতে দেখিনা। ফলে এই সুযোগে আপনাদের মতামত আমি এই মিটিং এ উপস্থাপন করতে চাই।
৩৪|  ১৪ ই জানুয়ারি, ২০১৩  রাত ৯:০৩
১৪ ই জানুয়ারি, ২০১৩  রাত ৯:০৩
কেতকী বলেছেন: আমার বাসায় অনেক ধরনের নিষেধাজ্ঞা মেনে চলতে হয়, সেক্ষেত্রে আমি যেই স্টাইলে ব্লগিং করি তা বাসায় মানবে না। যদিও নিজের নামের একটা অংশ নিয়েই ব্লগিং করি
  ১৪ ই জানুয়ারি, ২০১৩  রাত ৯:১৪
১৪ ই জানুয়ারি, ২০১৩  রাত ৯:১৪
শরৎ চৌধুরী বলেছেন: আপনার উত্তর মূল্যবান অনেক। শুভেচ্ছা আর কৃতজ্ঞতা। আপনাদের উত্তর আমি প্রেজেন্ট করতে চাই। ইন্টারনেট ও বাকস্বাধীনতা বিষয়ক তৃতীয় সাউথ এশিয়া মিটিং এর দ্বিতীয় দিনে। মানে আগামীকাল। অধিকাংশ ক্ষেত্রে এইসব সভাসমিতিতে আপনাদের চিন্তাভাবনা খুব একটা প্রতিফলিত হতে দেখিনা। ফলে এই সুযোগে আপনাদের মতামত আমি এই মিটিং এ উপস্থাপন করতে চাই।
৩৫|  ১৪ ই জানুয়ারি, ২০১৩  রাত ৯:১৪
১৪ ই জানুয়ারি, ২০১৩  রাত ৯:১৪
আশিকুর রহমান অমিত বলেছেন: আমি ব্যক্তিগত ভাবে Anonymous নাহ, ওপেন আইডিতে লিখি (যদিও আহামরী কোন ব্লগার নাহ,নিম্ন মানের একজন )। কিন্তু আমাদের দেশের রাজনৈতিক প্রেক্ষাপট, সামাজিক জীবনের রাজনীতির প্রভাব, আমাদের চরিত্রগত কিছু দিক ইত্যাদি বিবেচনা করে Anonymous থাকাটা আপাতত বেটার। যদিও শক্ত অবস্থান বা শক্ত লেখনীর যারা আছেন তাদের বাদ দিয়ে সাধারন Anonymous এর কথা অনেক সময় আমলে নেয়া হয় নাহ। কিন্তু অনেক সময় অনেক কথা আছে যেগুলো Anonymous হয়ে বলায় শ্রেয়। এছাড়া মনে রাখতে হবে প্রত্যেক Anonymous এর পিছনে কিন্তু একজন আসল ব্যক্তি আছেন।
  ১৪ ই জানুয়ারি, ২০১৩  রাত ৯:১৪
১৪ ই জানুয়ারি, ২০১৩  রাত ৯:১৪
শরৎ চৌধুরী বলেছেন: আপনার উত্তর মূল্যবান অনেক। শুভেচ্ছা আর কৃতজ্ঞতা। আপনাদের উত্তর আমি প্রেজেন্ট করতে চাই। ইন্টারনেট ও বাকস্বাধীনতা বিষয়ক তৃতীয় সাউথ এশিয়া মিটিং এর দ্বিতীয় দিনে। মানে আগামীকাল। অধিকাংশ ক্ষেত্রে এইসব সভাসমিতিতে আপনাদের চিন্তাভাবনা খুব একটা প্রতিফলিত হতে দেখিনা। ফলে এই সুযোগে আপনাদের মতামত আমি এই মিটিং এ উপস্থাপন করতে চাই।
৩৬|  ১৪ ই জানুয়ারি, ২০১৩  রাত ৯:১৫
১৪ ই জানুয়ারি, ২০১৩  রাত ৯:১৫
সিদ্ধার্থ. বলেছেন: না ।
কারণ স্পষ্টবাদী মনোভাব পছন্দ করি ।নিজেকে অপ্রকাশিত রেখে যা সম্ভব না ।
এইবার আপনি রিপ্লাই দেবেন 
 "আপনার উত্তর মূল্যবান অনেক। শুভেচ্ছা আর কৃতজ্ঞতা। আপনাদের উত্তর আমি প্রেজেন্ট করতে চাই। ইন্টারনেট ও বাকস্বাধীনতা বিষয়ক তৃতীয় সাউথ এশিয়া মিটিং এর দ্বিতীয় দিনে। মানে আগামীকাল। অধিকাংশ ক্ষেত্রে এইসব সভাসমিতিতে আপনাদের চিন্তাভাবনা খুব একটা প্রতিফলিত হতে দেখিনা। ফলে এই সুযোগে আপনাদের মতামত আমি এই মিটিং এ উপস্থাপন করতে চাই। "  
 
  ১৪ ই জানুয়ারি, ২০১৩  রাত ৯:১৯
১৪ ই জানুয়ারি, ২০১৩  রাত ৯:১৯
শরৎ চৌধুরী বলেছেন: "আপনার উত্তর মূল্যবান অনেক। শুভেচ্ছা আর কৃতজ্ঞতা। আপনাদের উত্তর আমি প্রেজেন্ট করতে চাই। ইন্টারনেট ও বাকস্বাধীনতা বিষয়ক তৃতীয় সাউথ এশিয়া মিটিং এর দ্বিতীয় দিনে। মানে আগামীকাল। অধিকাংশ ক্ষেত্রে এইসব সভাসমিতিতে আপনাদের চিন্তাভাবনা খুব একটা প্রতিফলিত হতে দেখিনা। ফলে এই সুযোগে আপনাদের মতামত আমি এই মিটিং এ উপস্থাপন করতে চাই। "  
 
.....এইসব রিপ্লাই যে কেন লেখে মানুষ। বুঝ পাইনা।
৩৭|  ১৪ ই জানুয়ারি, ২০১৩  রাত ৯:২৫
১৪ ই জানুয়ারি, ২০১৩  রাত ৯:২৫
নোমান নমি বলেছেন: আমি নিজ নামে পরিচিত হতে চাই। তাই পরিচিত হচ্ছিও।
  ১৪ ই জানুয়ারি, ২০১৩  রাত ৯:৩১
১৪ ই জানুয়ারি, ২০১৩  রাত ৯:৩১
শরৎ চৌধুরী বলেছেন: আপনার উত্তর মূল্যবান অনেক। শুভেচ্ছা আর কৃতজ্ঞতা। আপনাদের উত্তর আমি প্রেজেন্ট করতে চাই। ইন্টারনেট ও বাকস্বাধীনতা বিষয়ক তৃতীয় সাউথ এশিয়া মিটিং এর দ্বিতীয় দিনে। মানে আগামীকাল। অধিকাংশ ক্ষেত্রে এইসব সভাসমিতিতে আপনাদের চিন্তাভাবনা খুব একটা প্রতিফলিত হতে দেখিনা। ফলে এই সুযোগে আপনাদের মতামত আমি এই মিটিং এ উপস্থাপন করতে চাই।
৩৮|  ১৪ ই জানুয়ারি, ২০১৩  রাত ৯:৩২
১৪ ই জানুয়ারি, ২০১৩  রাত ৯:৩২
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: Anonymous থাকতে চান ? 
- না । 
৩. কেন চান না? 
--- আমার দুর্বল লিখক স্বত্বার কারনে , আমি কাউকে আমার নিরাপত্তার জন্য হুমকি বলে মনে করি না । 
অন্যরাও আমার পক্ষ থেকে নিরাপদ । 
  ১৪ ই জানুয়ারি, ২০১৩  রাত ৯:৩৩
১৪ ই জানুয়ারি, ২০১৩  রাত ৯:৩৩
শরৎ চৌধুরী বলেছেন: আপনার উত্তর মূল্যবান অনেক। শুভেচ্ছা আর কৃতজ্ঞতা। আপনাদের উত্তর আমি প্রেজেন্ট করতে চাই। ইন্টারনেট ও বাকস্বাধীনতা বিষয়ক তৃতীয় সাউথ এশিয়া মিটিং এর দ্বিতীয় দিনে। মানে আগামীকাল। অধিকাংশ ক্ষেত্রে এইসব সভাসমিতিতে আপনাদের চিন্তাভাবনা খুব একটা প্রতিফলিত হতে দেখিনা। ফলে এই সুযোগে আপনাদের মতামত আমি এই মিটিং এ উপস্থাপন করতে চাই।
৩৯|  ১৪ ই জানুয়ারি, ২০১৩  রাত ৯:৪১
১৪ ই জানুয়ারি, ২০১৩  রাত ৯:৪১
নিয়েল ( হিমু ) বলেছেন: লেখক বলেছেন: তাহলে আপনি স্ব নামে মত প্রকাশের শক্তির উপর জোর দেবার জন্য নিজ নামেই লেখেন?  
আমিতো লেখিনা   
   
   
   
 
তবে যা করি স্ব নামেই করি   
   
   
   
   
 
  ১৪ ই জানুয়ারি, ২০১৩  রাত ১০:০৯
১৪ ই জানুয়ারি, ২০১৩  রাত ১০:০৯
শরৎ চৌধুরী বলেছেন: লেখেন না কেন?
৪০|  ১৪ ই জানুয়ারি, ২০১৩  রাত ৯:৪৪
১৪ ই জানুয়ারি, ২০১৩  রাত ৯:৪৪
বল্টু মিয়া বলেছেন: কেউ যদি Anonymous থাকতে চায় তাহলে তাকে তার পরিচয়ের প্রতি সম্মান দেওয়া উচিৎ। অনেকেই নিরাপত্তা কারনে Anonymous থাকতে ভালবাসেন। আমি আগে নিজের আসল নামে সামুতে ব্লগিং করতাম। পরে আমাকে একজন পরামর্শ দিল এখানে অনেক ঝগড়াঝাটি- ক্যাচাল হয় যেটা বাস্তব জীবনেও  প্রভাব ফেলে। পরে তারাহুরা করে নিক চেঞ্জ করি। যদিও নিক  চেঞ্জ করে লাভ হয়নাই। কারন  ব্লগিং করার সময়ে আমার উদ্দেশ্য ছিল না Anonymous  থেকে ব্লগিং করা । নিজের অজান্তে/ভুলে এই ব্লগের পিছনে কে আছে তা আমার ফ্রেন্ড সার্কেলের মোটামুটি সবাই জানে। একবার তো সামুতে রাজনৈতিক ক্যাচালের মধ্যে পড়ে ভেবেছিলাম পুলিশ রাতে এসেই ধরে নিয়েই যাবে।    
 
অনেকেই আবার অনেকটা নিভৃতে থেকে ব্লগিং করে যেতে চান। যারা ব্লগিং করে বাস্তব জীবনে সম্মান পাওয়ার আশা করেন না কিংবা সেটাকে পাত্তাও দেন না। আমাকে যেদিন এটিএন থেকে ফোন করে বলা হল আমার একটি ব্লগ পোস্ট নিয়ে আজ রাতে ওদের ওখানে একটা প্রোগ্রামে অংশ নিতে হবে, আমার মনে হয়েছিল ধুর লুকিয়ে থেকে লাভ কি! জীবনে কোনদিন কেউ পাত্তা দিল না আর আজ টিভি থেকে ফোন দিছে!   আমি সেই লোভ সামলাতে পারিনি। অনেক Anonymous  হয়ত ফ্রিতে জার্মানি যাবার লোভকেও পাত্তা দেন না।
  আমি সেই লোভ সামলাতে পারিনি। অনেক Anonymous  হয়ত ফ্রিতে জার্মানি যাবার লোভকেও পাত্তা দেন না। 
আরেকটা কারন মনে হচ্ছে সরাসরি পরিচয় প্রকাশ পেলে অনেক দায়িত্ববোধ জন্ম নেয়, অনেক প্রশ্নের মুখোমুখি হতে হয়। Anonymous  থাকলে সেগুলো থেকে বাচা যায়। যেমন দূর্যোধন ভাই বাংলা সিনেমা নিয়ে অনেক রিভিউ দেন। অথচ দেখা গেল বাস্তব জীবনে তিনি নিজেই একজন অশ্লীল বাংলা সিনেমার পরিচালক !   যেহেতু আমরা জানিনা তিনি আসলে করেনটা কি তাই আমরা সেভাবে তাকে ধরতে পারিনা। যদি তার পরিচয় জানা যেত তাহলে হয়ত আমাদের মধ্যে অনেকেই অশ্লীল সিনেমার পরিচালকের রম্য রিভিউ পড়তে আগ্রহী হতাম না।
  যেহেতু আমরা জানিনা তিনি আসলে করেনটা কি তাই আমরা সেভাবে তাকে ধরতে পারিনা। যদি তার পরিচয় জানা যেত তাহলে হয়ত আমাদের মধ্যে অনেকেই অশ্লীল সিনেমার পরিচালকের রম্য রিভিউ পড়তে আগ্রহী হতাম না। 
পড়াশুনা/ জানার জন্য আমি অনেক ব্লগে ঘোরাঘুরি করি। যেমন ম্যাশএবল, টেকক্রাঞ্চ, হাভার্ড বিজনেস রিভিউ। সেখানে কিন্তু Anonymous থেকে কোন ব্লগার/লেখক লিখে না। কারন এইসব ব্লগ যারা পড়ে তারা কোন অচেনা ব্যাক্তির কাছ থেকে তথ্য পেতে আগ্রহী না। আমি নিজেও নাম না জানা, বাস্তব জীবনে পরিচয়হীন এমন এক লোকের টেক রিভিঊ কিংবা ম্যানেজমেন্ট রিলেটেড আলোচনা বিশ্বাস করি না। Anonymous মানেই তার বিশ্বাসযোগ্যতা কম। 
তবে সেটার প্রভাব সামুতে নেই। সামুতে যেখানে বাঙালি লোকজন ভরা, এরা সত্য কথা থেকে ভ্রান্ত/মিথ্যা কথা বিশ্বাস করতে আগ্রহী বেশী। একারনে সামু সবসময় মিথ্যা, ভ্রান্ত তথ্য সমৃদ্ধ   পোস্টে ভরা থাকে। যারা এইসব কাজ করেন তাদের ম্যাক্সিমামই Anonymous   থেকে আরেকজনের উপর মিথ্যায় অপবাদ ছড়াতে চায়। তবে Anonymous থাকাটা এর জন্য দায়ী না। বরং আমরা সেইসব ব্লগারদের পাত্তা দেই দেখেই Anonymous নিকগুলোকে নেগেটিভ চোখে দেখা হয়। 
Anonymous  থেকে ব্লগিং আমার কাছে কোনদিনই প্রফেশনাল লাগেনি। কেউ হয়ত নিজের নাম পরিবর্তন করে ব্লগিং করতে পারে। যেমনঃ কেউ তার নিজের নিক দিল গুগল। যদিও গুগল কারও নাম হতে পারে না। কিন্তু ব্লগে তার নিজের বৃত্তান্ত পরিচিতিতে নিজের আসল নাম, বর্তমানে কি করছেন সেটা প্রকাশ করে রেখেছেন। তাকে সেই অর্থে Anonymous  বলা যাবে  কি?  
ইয়ে আমি মনে হয় আপনার মূল প্রশ্নের বাইরে গিয়ে অনেক কথা লিখে ফেলেছি। তবে Anonymous জিনিসটা নিয়ে আমার নিজের কাছে যেটা মনে হয়েছে সেটাই লিখলাম। 
আপনার প্রেজেন্টেশনের জন্য শুভকামনা।  
  ১৪ ই জানুয়ারি, ২০১৩  রাত ১০:০৯
১৪ ই জানুয়ারি, ২০১৩  রাত ১০:০৯
শরৎ চৌধুরী বলেছেন: অশেষ কৃতজ্ঞতা, খুব সুন্দর কিছু পয়েন্ট তুলেছেন।
৪১|  ১৪ ই জানুয়ারি, ২০১৩  রাত ৯:৫৩
১৪ ই জানুয়ারি, ২০১৩  রাত ৯:৫৩
রেজোওয়ানা বলেছেন: নিরাপত্তার কথা বলছেন অনেকেই আমার কাছে আসলে মনে হয় সেটা নির্ভর করে কে, কি ধরনের লেখালেখি করছে, কি ধরনের কর্মকান্ড করছে অনলাইনে সেটার উপর!  
আমি আমার কথা বলছি, আমি আমার নিজের নামেই অনলাইন এক্টিভিটি করি, কারণ হিসেবে আমি মনে করি আমি যে বিষয়টা নিয়ে কাজ করতে চাইছি, যে মেসেজটা সবাইকে দিতে চাইছি.....আমার নামের ব্যবহার সেটার গ্রহনযোগ্যতা বাড়াবে।  
৪২|  ১৪ ই জানুয়ারি, ২০১৩  রাত ১০:০১
১৪ ই জানুয়ারি, ২০১৩  রাত ১০:০১
মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন:  ১.আপনি কি সামাজিক মাধ্যমে Anonymous থাকতে চান?
-না ।
২. কেন চান?
-   
৩. কেন চান না?
- প্রতিটি মানুষের চিন্তার ধারা ভিন্ন ভিন্ন, কেননা প্রতিটি মানুষ একে অন্যের চেয়ে ভিন্ন। আমি ভালো হই, খারাপ হই যেমনই হই, আমি আমিই। তাই আমি অন্য নামে নয়, আমার যে নামে আমি প্রতিষ্ঠিত সেই নামেই আমি সামাজিক যোগাযোগ এ সম্পর্ক রক্ষা করতে চাই। পরিচিত হতে চাই। 
সব চেয়ে বড় কথা হলো, আমি আর দশ জনের কাছে নই, নিজের কাছে সৎ থাকতে চাই। সেটা প্রতি মুহূর্তে। (চেষ্টায় আছি, সম্পুর্ন সফল নই। তবে ইনশাল্লাহ হব একদিন।)
৪. অন্য যে কোন উত্তর
- ভিন্ন কোনো মত নই। ধন্যবাদ। 
সবাইকে একই উত্তর দিচ্ছেন, এটা পচ্ছন্দ হয় নি। 
আপনার উদ্দেশ্য সফল হোক। ভালো থাকুন।  
৪৩|  ১৪ ই জানুয়ারি, ২০১৩  রাত ১০:০৩
১৪ ই জানুয়ারি, ২০১৩  রাত ১০:০৩
সত্যচারী বলেছেন: ১.আপনি কি সামাজিক মাধ্যমে Anonymous থাকতে চান?
 
উ: হ্যা চাই
২. কেন চান? 
উ: ১. জন্মের সময় নাম রাখা হয় একটা কোড হিসেবে, চিহ্নিত করার উপায় হিসেবে। হরিদাস পাল, আবুল, বাভুল, মমিন ইত্যাদি ইত্যাদি। সে নামের উপর আপনার বা আমার কোন নিয়ন্ত্রন নেই। অনেক ক্ষেত্রেই সেটা শুধু মাত্র শ্রুতি মধুর একটা শব্দ র্যবহার করা হয়। নামের অর্থ সেখানে কম ক্ষেত্রেই প্রাধান্য পায়। আমি আমার পরিচিত ২০ জনের বেশি বন্ধু যাদের নাম সোহেল, তাদের নামের অর্থ জানতে চেয়েছি, কেউ বলতে পারে নি। 
শুনেছি একবার দুবাই এয়ারপোর্টে নাকি এক বাঙলাদেশীকে নিয়ে অফিসার রা হাসাহাসি করছিলো, কারন তার নাম জামাল মিয়া, আর বাবার নাম কামাল মিয়া। জামাল মিয়া মানে একশত রাস্তা, আর কামাল মিয়া মানে একশত উট, যার মানে একশত উটের বাচ্চা একশত রাস্তা। অর্থহীন এসব উটের বাচ্চা রাস্তার বাচ্চা নামের চেয়ে আর্থিক কোন নাম বা ছদ্মনাম নিয়ে অনলাইনে থাকা যৌক্তিক মনে করি।
আর্থিক ছদ্মনাম থেকে আমরা যে কারো ক্যারেকটার, আদর্শ, মতবাদ সম্পর্কে স্পষ্ট ধারনা পেতে পারি। যেমন ধরুন আপনার নাম অন্যমনষ্ক শরৎ, আপনাকে যদি জানতে চাই শরৎ মানে কি? আপনি বলবেন ঋতুর নাম, যদি বলে এর অর্থ কি? আপনাকে হয়ত ভাবতে হবে, কিন্তু অন্যমনষ্ক শব্দটার অর্থ ভাবতে যে কারোরই সমস্যা হবে না। আপনার নিক দেখে আমরা একটা হালকা স্বিদ্ধান্তে আসতে পারি যে আপনি শরৎবাবু একটু অন্যমনষ্ক টাইপের। সকালবেলা অফিসে আসতে ল্যাপটপটা ফেলে চলে আসেন, আবার হয়ত ছুটির দিনে অফিসের গেটে গিয়ে বসে থাকেন। ইত্যাদি। কিন্তু যদি শুধু শরৎ নামটা ব্যবহার করতেন, তাহলে আমরা কেউ বুঝতে পারতাম না আপনার কোন চারিত্রিক বিশেষন। 
ব্লগে তাই ছদ্মনামের দরকার আছে।
৩.কেন চাই না?
উ: মনে করি ফেসবুকে ছদ্মনামের দরকার নাই, কারন সেখানে পারিবারিক বন্ধু বান্ধবের সাথে যোগাযোগ করতে হয়, তাই যে নামে তারা ছোটবেলা থেকে চেনে, সেটাই ব্যবহার করা উচিৎ। নাম পরিবর্তন করলে হয়ত ছোটবেলার জানের দোস্তটি যে কিনা দশ ব ছর ধরে আমাকে খুজছে, সে ফ্রেন্ড রিকু রিজেক্ট করে দিবে।
৪. অন্য উত্তর?
তবে ছদ্মনিকের অবশ্যই ভাবার্থ থাকতে হবে।
উ: পরিবেশবাদী = আমরা সহজেই বুঝি এই ব্লগার পরিবেশ সচেতন
জাতীয়তাবাদি লড়াকু = নিক থেকে বোঝা যায় তিনি বিন্পি পন্থি
স্বাধীনতার স্বপক্ষ সৈনিক= বোঝাই যায় আোয়ামী পন্থী।
ভ্রমন বিলাসী =  বোঝা যায় এই ব্লগার একজন ভ্রমন পিপাসু।
পাকিস্তান জিন্দাবাদ =  আইডেন্টিফিকেশন করতে সময় লাগবে না তিনি কে।
এইভাবে হাজার ছদ্মনিকের উদাহরন দেয়া যায়, আবার ধরুন,
াকুয়া = ??
কেটিকুলাি = ??
িলামামু = ??
এসব নিকের কাম নাই।
৪৪|  ১৪ ই জানুয়ারি, ২০১৩  রাত ১০:০৪
১৪ ই জানুয়ারি, ২০১৩  রাত ১০:০৪
সেলিম আনোয়ার বলেছেন: হম Anonymous থাকুক এটা চাই ।
আমিও অনেক বড় কবি রাইটার ছদ্মনামে লিখতেন।এমনকি অনেকে আসল নাম আড়ালে পরে গেছে ছদ্ম নামের।অনেকেই আছেন প্রচার বিমুখ।তারা অন্য নাম নিয়ে লিখে স্বস্তি পান।
আর ব্লগে নামগুঅে তো দারুণ।কেমন কব্যিক।সবগুলো জোড়া দিলে কবিতা হয়ে যাবে।আমি চাই ব্লগ হয়ে যাক কবিতার মতই সুন্দর।এখন যেমন আছে।
আমার আমি খ্যাতির বিড়ম্বণামুক্ত খুব সাধারণ থাকাটাই আমার কাছে অনেক আনন্দের এবং উপভোগ্য। প্রিয় শরৎ ভালো থাকবেন।
৪৫|  ১৪ ই জানুয়ারি, ২০১৩  রাত ১০:১৯
১৪ ই জানুয়ারি, ২০১৩  রাত ১০:১৯
সায়েম মুন বলেছেন: লেখালেখির ধরনের উপর নির্ভর করবে আমি কি রকম নামে থাকতে চাই। আমার যদি ইচ্ছে থাকে সরকার এবং বিরোধী দলের অপকর্মগুলো তুলে ধরার সেক্ষেত্রে জীবন সংকটাপন্ন হতে পারে। এক্ষেত্রে আমি এনোনিমাস থাকাটাই শ্রেয়তর মনে করি। 
যেমন এই ব্লগে এখন সায়েম মুন নামে আছি। কখনো যদি যুদ্ধ শুরু করি তো  অন্য নামে চলে যাবো। তখন চোরাগোপ্তা হামলা চালানো সহজ হবে।  
 
৪৬|  ১৪ ই জানুয়ারি, ২০১৩  রাত ১০:২৩
১৪ ই জানুয়ারি, ২০১৩  রাত ১০:২৩
চেয়ারম্যান০০৭ বলেছেন: একটা সময় ছিলো যখন অ্যানোনিমাস থাকতে চাইতাম।কারন চারপাশের মানুষগুলোকে তখনো চিনে উঠতে পারিনি।তাদের চিন্তাধারার সংগে আমার চিন্তাধারা মিলবে কিনা ? আমার বাক স্বাধীনতায় কেউ হস্তক্ষেপ করবে কিনা?...এসব চিন্তা কাজ করতো।
কিন্তু দীর্ঘ সময় এসব সামাজিক মাধ্যমে কাটানোর পর মনে হয় আপনি অ্যানোনিমাস নাকি কোনো নির্দিষ্ট ব্যাক্তি পরিচয় ধারন করছেন সেটা বড় কথা নয় ,বরং আপনার আদর্শ,ধ্যান ধারনা ,শিক্ষা এবং মূল্যবোধ ই আপনাকে রিপ্রেজেন্ট করে।
তবে অ্যানিনিমাস মানেই যে কাপুরুষ সেটা মানতে রাজি নই।অনেকেই পারিপার্শিক অবস্থার কারনে অ্যানোনিমাস থাকতে পছন্দ করেন যাতে ঝক্কি ঝামেলা পোহাতে না হয়।কেউবা ভার্চুয়াল লাইফটাকে পার্সোনাল লাইফের সাথে ব্লেন্ড করতে চান না বলে। 
অনেকেই আবার অ্যানোনিমাস থাকতে পছন্দ করেন কারন তার পার্সোনাল লাইফ এবং ভার্চুয়াল লাইফে আকাশ পাতাল ফাঁরাক।সেই ব্যাবধান টা তারা কমাতে আগ্রহি নন।
মনে হয় অনেক আবোল তাবোল বলে ফেললাম  শুভকামনা।
 শুভকামনা।
৪৭|  ১৪ ই জানুয়ারি, ২০১৩  রাত ১০:২৭
১৪ ই জানুয়ারি, ২০১৩  রাত ১০:২৭
অপসৃয়মাণ বলেছেন: আপনি কি সামাজিক মাধ্যমে Anonymous থাকতে চান? - জ্বি, চাই।
২. কেন চান? - বিশ্বাস করি ও জানি - এতে করে অযাচিত ঝামেলা আসে জীবনে বিভিন্ন দিক থেকে বিভিন্নভাবে।
৩. কেন চান না?- বিশ্বাস করি ও জানি - এতে করে অযাচিত ঝামেলা আসে জীবনে বিভিন্ন দিক থেকে বিভিন্নভাবে।
৪. অন্য যে কোন উত্তর - নাই।
হঠাৎ মডু সাহেবের এমন কৌতুহলের হেতু কি ভাই!! ভালো কিছু হলে স্বাগতম জানাই।
শুভ কামনা।
কপি পেসট   
 
৪৮|  ১৪ ই জানুয়ারি, ২০১৩  রাত ১১:৩৫
১৪ ই জানুয়ারি, ২০১৩  রাত ১১:৩৫
কান্ডারি অথর্ব বলেছেন: 
আমি চাই সামাজিক যোগাযোগের মাধ্যমে আমার নামটি Anonymous থাকুক। 
কেন চাইঃ কারন এটা আমার ব্যক্তিগত ইচ্ছা অনিচ্ছার ব্যাপার। আমার প্রয়োজন অনুযায়ী এটা আমি নির্ধারন করতে চাই। 
৪৯|  ১৫ ই জানুয়ারি, ২০১৩  রাত ১২:৩৩
১৫ ই জানুয়ারি, ২০১৩  রাত ১২:৩৩
বাবুরাম সাপুড়ে বলেছেন: Anonymous কেই সমার্থন করছি। তারকারন, আসল নাম খ্যাত খ্যাত
লাগে। এবং বহদিন শুনে শুনে বিরক্তি ধরে গেছে। ভিন্ন নামেই নতুনত্তের ছোয়া ! নতুনত্তের ছোয়া ! নতুনত্তের ছোয়া ! সর্বপরি ভাললাগা।
৫০|  ১৫ ই জানুয়ারি, ২০১৩  রাত ১:৪৩
১৫ ই জানুয়ারি, ২০১৩  রাত ১:৪৩
আশিক মাসুম বলেছেন: Anonymous থাকতে চাই, কেন সেটা যানিনা।
৫১|  ১৫ ই জানুয়ারি, ২০১৩  রাত ২:১৫
১৫ ই জানুয়ারি, ২০১৩  রাত ২:১৫
দায়িত্ববান নাগরিক বলেছেন:  Anonymous থাকতে চাই। ভার্চুয়াল লাইফের ঝামেলা রিয়েল লাইফে চাইনা। 
আসিফ মহিউদ্দিনের উপর আক্রমনের মত ঘটনা আর কারো হোক চাইনা।
৫২|  ১৫ ই জানুয়ারি, ২০১৩  রাত ২:২৬
১৫ ই জানুয়ারি, ২০১৩  রাত ২:২৬
নিঃসঙ্গ ঢেউ বলেছেন: অবশ্যই এনোনিমাস থাকতে চাই। 
কারন আমাদের অনলাইন জগত ও আমাদের রাজনৈতিক জগতের মতই চরদখল টাইপের সহিংস হয়ে উঠছে। যে উদ্দেশ্য নিয়ে বাংলা ব্লগের যাত্রা শুরু হয়েছিলো তার সম্পূর্ন বিপরীত দিকে আজ এর অবস্থান চলে যাচ্ছে। অনলাইনে মত প্রকাশের মত 'গুরুতর' অপরাধে কোন গোষ্ঠী বা ব্যক্তির আক্রমনের লক্ষ্যবস্তুতে পরিনত হতে চাই না। 
৫৩|  ১৫ ই জানুয়ারি, ২০১৩  রাত ২:৪৭
১৫ ই জানুয়ারি, ২০১৩  রাত ২:৪৭
মাথানষ্ট০০৭ বলেছেন: বর্তমান অবস্থায়, আমিও অ্যানোনিমাস থাকতে চাই। কারন ব্লগে আমি বেশিরভাগ সময় গালাগালিতেই ব্যাস্ত থাকি। সব গালাগালি করি জামাত শিবিরের কর্মীদের ও সে ধরনের মতবাদে বিশ্বাসী ব্লগারদের। আমাকে চিনতে পারলে হুমায়ুন আজাদ, আসিফ মহিউদ্দিন এদের মত পরিনতি হবে না এর গ্যারান্টি কে দেবে। এটা আমাকে বাধ্য হয়ে করতে হয়, কারন আমি এই স্বাধীনতা বিরোধী  গোষ্ঠীর ওপেন প্রচারনা চালানো অত্যন্ত ঘৃণার চোখে দেখি। আপনারা ওদেরকে প্লাটফর্ম তৈরি করে দিচ্ছেন। আমি আপনাদের কারনেই অ্যানোনিমাস থাকতে বাধ্য। 
তবে আমি মন থেকে আসলে অ্যানোনিমাস থাকতে চাই না। আমি ভালো ভালো লিখতে চাই, পরিচিতি পেতে চাই নিজের নামে। আপনাদের ব্লগে কোনো মডারেশন নাই, সবাই যার যা ইচ্ছা পোষ্ট করতে পারে। চাইলে প্রধানমন্ত্রীকেও গালি দিতে পারে। নিজের নামে ব্লগিং করলে এটা পারত না। প্রথম আলোর ওয়েব ভার্সনে নিজের নাম দিয়ে কমেন্ট করতে হয়, তবে চাইলে পরিচয় গোপন রাখতে পারেন। ফেসবুক এখন তাদের পলিসি চেন্জ করেছে। আপনাকে এখন আসল নাম ইউজ করতে হবে, মোবাইল নাম্বার দিয়ে ভেরিফিকেশন করতে হবে। কোনো দুই নাম্বারি কাজ করার চান্স নাই। আপনারা জনপ্রিয় ব্লগিং সাইট চালাচ্ছেন, কিন্তু তা সমাজে কোনো অবদান রাখতে পারছে না। কারন কোনো মডারেশন নাই, কারো পোষ্টের কোনো বিশ্বাসযোগ্যতা নাই। নিজের নামে ব্লগিং করলেই তবে দায়িত্বশীলতা আসবে। আমার নিজেকে দিয়েই উদাহরন দেই। আমার বেশিরভাগ কমেন্টই দায় সারা গালাগালি সর্বস্ব। কোনো দায়িত্বশীলতার ধার ধারি না। কে আছে দেখার। আমার পোষ্ট বা মতামত কেনো সমাজের কোনো কাজে লাগবে?
আমি চাই---
১। সবাই নিজের নামে ও মোবাইল নাম্বার দিয়ে নিক ভেরিফিকেশন করে ব্লগিং করুক, দায়িত্বশীলতা আসুক
২। মডারেশন হোক
৩। ব্লগের প্রত্যেকটই পোষ্ট হোক সত্য তথ্য সমৃদ্ধ
৪। ব্লগের কথাগুলো সমাজ সংস্কারে কাজে লাগুক
৫। জামাত শিবির তথা স্বাধীনতার আজন্ম বিরোধী গোষ্ঠীর জন্য কোনো প্লাটফর্মের সুবিধা দেয়া বন্ধ হোক। 
৬। সামহয়্যার ইন ব্লগ হোক বিশ্বাসযোগ্য একটি প্লাটফর্ম (অনেকেই বলে, যারা ব্লগ লেখে না, ব্লগ একটা ফালতু জায়গা, সব  গান্জা খাইয়া লেখে। বিশ্বাসযোগ্য না) 
দায়িত্বশীলতা মুখের কথায় আসবে না, দরকার সিস্টেম। এই কথাগুলো উপস্থাপন করলে খুশি হব। ব্লগ লাইফে সময় নিয়ে এত ভালো কমেন্ট করি নাই।  আমার ব্লগে আবার যাইয়েন না। আমাকে চিনতে পারবেন না। হাহাহা!
অনেক ধন্যবাদ। 
৫৪|  ১৫ ই জানুয়ারি, ২০১৩  রাত ৩:১৮
১৫ ই জানুয়ারি, ২০১৩  রাত ৩:১৮
সানড্যান্স বলেছেন: ব্যক্তিগতভাবে আমি অ্যানোনিমাস থাকতেই চাই । এই নিকের শেষপর্যন্তই 
আমি সান ড্যান্স এপিক,এটা বোঝাতেই হয়তো!!
৫৫|  ১৫ ই জানুয়ারি, ২০১৩  রাত ৩:৪২
১৫ ই জানুয়ারি, ২০১৩  রাত ৩:৪২
ঘুড্ডির পাইলট বলেছেন: উপ্রে ব্লগার অন্যমনস্ক শরৎ তে এটাক করা একটা নিককে মেনশন করে একবার একটা কমেন্টে বলেছিলাম আমার নামে নিক খুলে আমার বন্ধুরা চালাতো এবং ফান করে বিভিন্ন জিনিস পত্রের বিজ্ঞাপন দিতো অনেক ফোন আসার কারনে বিষয়টা টের পাই এবং বন্ধুদের কাছ থেকে পাসওয়ার্ড নিয়ে নিজে ব্লগিং করতে থাকি।
সেই বিষয়টা ফেইছবুকে চলে গেছে প্রতারনা হিসাবে । যদিও এটা সহজে বোধ গম্য যে কেউ নিজের নম্বর ব্যাবহার করে ফান করতে গিয়ে প্রাইভেসি নষ্ট করতে চায়না। তারপরও সেটা কে দিয়েছে সেটা পরিস্কার বোঝা যায়। হুমকি ও ফেউসবুক এটাকে পরতে চাই না ।  তাই পরিচয় গোপন করে নিরাপত্তাটা জোরদার করতে চাই।
৫৬|  ১৫ ই জানুয়ারি, ২০১৩  ভোর ৪:৩৫
১৫ ই জানুয়ারি, ২০১৩  ভোর ৪:৩৫
স্বাধীকার বলেছেন: অ্যানোনিমাস থাকতে চাই। কারন-বহুবিধ। 
যেমনঃ
১। আমি সরকার বিরোধী পোস্ট করি, চরম সমালোচনা করি। কিন্তু আমাদের মতো দেশগুলোর সরকার এখনো সমালোচনা ধারণ করার মতো মানসিক যোগ্যতা অর্জন করেনি। সেক্ষেত্রে আমাকে হয়রানী করাটা খুবই স্বাভাবিক এবং প্রতিটি সরকার তাদের মেয়াদে ৬০/৭০ হাজার মামলা প্রত্যাহারের তামাশা করে, কারণ সরকার গুলো বহু তামাশামূলক মামলা করে থাকে। 
২। আমি ভন্ড ধার্মিকদের ভন্ডামীর সমালোচনা করি। মুর্খ ধার্মিকরা তাদের অজু নষ্ট হওয়ার উসিলায় আমার রক্ত দিয়ে পূণঃওজুর বাসনা পোষণ করাটা অস্বাভাবিক নয়। ভন্ডরা এখনতো নয়ই, কোনো কালেই সমালোচনা সহ্য করার মতো মানসিক বা শিক্ষাগত যোগ্যতা অর্জন করতে পারবেনা, কারণ তারা সেটা অর্জনই করতে চায়না। বরং তারা আমাকে সরিয়ে দিয়ে ধর্ম কায়েম করে ঐশ্বরের হাতের মোয়া কামাতে চাইবে, যদিও তারা ্াল কামানোর যোগ্যতাও রাখেনা!!
৩। আমার প্রফেশনের নিরাপত্তা ও আইনী ঝামেলার কারণেও আমি পরিচয়হীন ব্লগিং করতে বাধ্য হতে পারি অনেক সময়ই। আমার বিরোদ্ধে আমার প্রতিপক্ষ যেকোনো সময় বিধিলংঘনের অভিযোগ আনতে পারে, আমাকে ক্ষতিগ্রস্ত করতে পারে। এক্ষেত্রে অ্যানোনিমাস হওয়া ছাড়া উপায় কি?
৪। আমি এমন কোনো বিষয়কে ব্লগিংয়ের জন্য বেছে নিতে পারি, যা নিয়ে সাধারণত পারিবারিকভাবে আলোচনা করা যায়না বা আলোচনার চর্চাও নেই। কিংবা পরিবারের ছোট সদস্যদের জন্যও সেটা বিব্রতকর হতে পারে।
৫। ব্লগ থেকে আমি ব্যক্তিগত, আর্থিক কিংবা খ্যাতির প্রতাশ্যা করিনা-যা দিয়ে আগামী দিনে কোনো গোষ্ঠি বা দাতা সংস্থার মাসোহারা পাওয়ার পথ করবো।
৬। ব্লগকে আমি এমনভাবে ক্ষতিগ্রস্তও করতে চাইনা-যার জন্য আমার পরিচয়টা খুবই জরুরী। ক্ষতিগ্রস্ত করলে ব্যানই যথেষ্ট, ফরটিন জেনারেশনের খবর নিয়ে মাথা ঘামানো দরকার পড়বেনা, মডারেশন নিজ ক্ষেত্রে সময় দিতে পারবে, আমার পেছনে না ঘুরে।
৭। কোনো কারণে আমার ব্যক্তিগত জীবন কলুষিত হোক-তা চাইনা, কারো অনৈতিক সান্নিধ্যও পেতে চাইনা, নিজের অবদমিত বাসনা পূরণের সুযোগও প্রত্যাশা করিনা-তাহলে আমার পরিচয় দরকার পড়েনা, আমি লম্বা ফর্সা, হিরো, স্মার্ট, বড় চাকুরী, গাড়ী বাড়ীওয়ালা-এসবের প্রচার ও প্রসারের দরকারও পড়েনা। তাই মতলবী না হয়ে এ্যানোনিমাস হলে সমস্যা কি?
৮। বস্তুত আমাদের মতো দেশের সমাজব্যবস্থায় স্বনামে এখনো মুক্ত মতামত প্রকাশের এবং নিশ্চিত স্বাধীনভাবে চলাফেরার মতো সামাজিক উচ্চতা আসেনি। কিন্তু কেউ যদি ফুল, পাখি, লতা, পাতা নিয়ে লিখে এবং সে জাতীয় পোস্টেই কেবল মন্তব্য করে তাহলে তিনি তার স্বনামে ব্লগিং করতে পারেন। কিন্তু তিনি কোনোদিনই শৃংখলমুক্তির প্রত্যাশা করতে পারবেন না, সামাজিক দায়িত্ব পালন করতে পারবেন না, অত্যাচারীর বিচার চাইতে পারবেন না, অন্যায়ের প্রতিবাদ করতে পারবেন না।
৯। শরৎ দাকে নিজ নামে ব্লগিং করতে দেখি বটে, কিন্তু শরৎ ই যে তার আসল নাম এটা কিভাবে নিশ্চিত হবো-অর্থ্যাৎ নিজ নামে যারা ব্লগিং করছেন তাদের নিজটা কতটা নিজ সেখানেও প্রশ্ন আছে এবং মোটাদাগে এই অবিশ্বাসী ধুর্তামীর সমাজে সেটাকেও অ্যানোনিমাস হিসাবেই দেখা যায় কিংবা কখনো কখনো দেখি।
১০। কেবল নিজ নামের কারনেই ব্লগার আসিফ ভাইকে আজ রক্তাক্ত করা হয়েছে বলে মনে করি, কিন্তু ব্লগার দাড়িপাল্লাকে সেটা করতে পারেনি। এক্ষেত্রেও অ্যানোনিমাস থাকাটাই শ্রেয়।
১১। অ্যানোনিমাস হিসাবে লিখলেও ব্লগ বাদে প্রায় অন্যান্য স্থান গুলোতে(ফেবু, ওয়েইন,গুগুল+) কমবেশী সবাই নিজ নামে ঠিকানা কর্মস্থল শিক্ষাদীক্ষাসহ পরিচিত। কিন্তু ব্লগে যেভাবে মতামত দেওয়া যায়, ফেবুতে তা সম্ভব হয়না সামাজিক যোগাযোগ আর দায়বদ্ধতার কারনে। আর যিনি দায়িত্বশীল তিনি বেনামেও দায়িত্বশীল থাকবেন-এটা প্রত্যাশিত, কেবল হিপোক্রেট না হলে। সেক্ষেত্রেও অ্যানোনিমাস হলে সমস্যা দেখিনা।
------------অনেক বেশী বলে ফেলেছি শরৎদা, আর বললাম না। আপনার উপস্থাপনা সুন্দর হোক এই প্রত্যাশা থাকলো। কেমন আলোচনা, সুপারিশ, পদক্ষেপ সেখানে নেওয়া হলো আমাদের জানাবেন প্লিজ। ভালো থাকুন।
৫৭|  ১৫ ই জানুয়ারি, ২০১৩  ভোর ৬:৫৮
১৫ ই জানুয়ারি, ২০১৩  ভোর ৬:৫৮
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন: Anonymous থাকতে চাই। ভার্চুয়াল লাইফের ঝামেলা রিয়েল লাইফে চাইনা।  
বোল্ড করে দিলাম  
 
৫৮|  ১৫ ই জানুয়ারি, ২০১৩  সকাল ৮:২৮
১৫ ই জানুয়ারি, ২০১৩  সকাল ৮:২৮
ম্যাকানিক বলেছেন: ১.আপনি কি সামাজিক মাধ্যমে Anonymous থাকতে চান?
চাই নাই তবে বেশ কিছু বাজে অভিজ্ঞতার কারনে বাধ্য হইছি। 
২. কেন চান? 
বাস্তব জীবনের আসল নাম পরিচয় ধরে লোকজনরে হ্যারাস করাটা শুধু বাংলা ব্লগেরই সমস্যা না আংরেজী ব্লগেরও একই অবস্থা। 
মতের অমিল হইলে ভাষা আপনার যাই হোক না কেনো মানে বাংলা ইংরেজী আরবী আর আপনি যতই সুস্থ সবল সরল মন মানসিকতার মানুষই হন না কেনো কিছু লোক আছে এমন শব্দ ব্যাবহার করবে যা পড়লে বোবাও রাগে ক্রোধে কথা বলা শুরু করে দিবে আমার এক মামা আছে উনি বলতেন মরা মানুষ কবর থেকে লাফ দিয়ে উঠবে কথা শুনলে সেইরকম অবস্থা আর কি। 
সামুর আগে বিভিন্ন ফোরাম সাইটে  ইউটিউব , ই-বে আর হাল আমলের গাম ট্রী তে সহজ সরল মনে নিজ নামে মোবাইল নাম্বার দিয়ে একাউন্ট খুলেছিলাম। 
একদল লোক আমার সরলতায় খুশি হইয়া ৫০০০ ডলার থেইকা শুরু কইরা ২০০ মিলিয়ন ডলার দিয়া দিতে চায় সুন্দরীদের ফটুকের অত্যাচারের কথা আর নাই বললাম।ফিল্ম বানানে ওয়ালা ,এড দেউইন্না , সাংবাদিক পরিচয় দিয়ে ম্যাগাজিনে সাক্ষাতকার লেনেওয়ালাদের (ভাবখানা এমন যেনো আমি বিশেষ কোনো কিছু), হলিডে প্যাকেজ বেচুইন্না, ফোন প্ল্যান বেচুইন্নাদের ফোনের অত্যাচারে কানে ধইরা তওবা করছি জীবনে বুদ্ধি থাকতে অন-লাইনে নিজ নামে আর কোন কিছুতে জড়ামু না। 
এই ব্যাপারে একটা অভিজ্ঞতা শেয়ার করি আপনার সাথে।
একটা কাজে অনলাইনে বিজ্ঞাপন দিয়েছি আসল নামেই সপ্তাহ খানেক পরেই এক লোক ফোন করে হেব্ববি ভাব নিয়ে বলে আমি পুলিশ বিভাগ থেকে বলছি ওই বিজ্ঞাপনটি কি আপনার?
আমার বাংলাদেশী রক্ত পুলিশের নাম শুনলেই লাফালাফি শুরু করে পু-লি-শ ক ক ক্যানো?
ভদ্রলোক আমাকে অভয় দিয়ে বলেন পুলিশ রা এই সমাজেরই অংশ এবং তারা তোমার সেবা গ্রহন করতে ব্যাপক আগ্রহী শুধু তোমার নাম নাম্বারটা আমাদের বাতসরিক ম্যাগাজিনে উঠিয়ে দিলেই চলবে। 
আমি ভাবলাম বাহ কথা ত বেশ ভালোই ত রাজী হই নাই বাট ভাব দেখালাম একটু রাজি রাজি আছি। ত সে ই-মেইল নিয়ে ৫০০ ডলারের এক এদ দেয়ার প্রস্তাব পাঠালো। 
আমি বললাম নাহ অত টাকা আমি এডের পেছনে ঢালতে নারাজ।
কয়দিন পর সেই লোকই ফোন করে ঝারি দেয় এখনও টাকা দেই নাই ক্যানো।
আমি ফিরা ঝারি দিলাম কই টাকা দেয়ার কথা ছিলো নাকি? 
ত সে এইবার ৫০০ ডলার থেকে ৮০ ডলারে নেমে আসলো
এইবার আমি তার করা ই-মেইলের কপিগুলো নিয়ে আমার পরিচিত এক পুলিশের কাছে গেলাম সে সেগুলো রেখে আমাকে দুই তিনদিন পরে যেতে বললো। 
দুই তিন দিন পরে পুলিশ স্টেশনে গেলে তাদের এক অন-লাইন ফ্রড স্পেলাশিষ্ট 
ঘন্টাখানেক ধরে আমার সকল এক্টিভিটিস শুনে বললো এই সমস্যা শুধু তোমার একার না অন-লাইনে চলাফেরা করা সকলেরই। 
যেহেতু জগতটা ভারচুয়াল সেহেতু এখানে সুযোগ সন্ধানি অপরাধিদের চলাফেরাটা একটু বেশিই তাই এখানে নিজে থেকে কিছু সেইফ গাড়ড মেইন্টেইন করাটা জরুরী আর এনোনিমাস থাকাটা তার মধ্যে অন্যতম। 
 
৪. অন্য যে কোন উত্তর
আর আমি দেখেছি এবং মনে প্রানে মানি যে আপনার নিক আপনি যেমনই নেন না কেনো 
আপনি ব্যাক্তি হিসেবে মানুষটা কেমন 
আপনার পারিবারিক পরিচিতি
আপনার শিক্ষা কেমন?
সেটা আপনার লেখায় প্রতিফলিত হবেই। 
এটা এমন একটা জিনিস যে ইচ্ছা করলেও হাইড করে রাখা যায় না এক সময় না এক সময় বের হয়েই পড়ে। 
বিশাল বড় কমেন্ট করে ফেললাম বলে সরি  
৫৯|  ১৫ ই জানুয়ারি, ২০১৩  সকাল ৮:৪০
১৫ ই জানুয়ারি, ২০১৩  সকাল ৮:৪০
ম্যাকানিক বলেছেন: আপনার প্রেজেন্টেশন কেমন হইলো জানাইতে ভুলবেন না যেনো।
৬০|  ১৫ ই জানুয়ারি, ২০১৩  সকাল ৯:০১
১৫ ই জানুয়ারি, ২০১৩  সকাল ৯:০১
চলতি নিয়ম বলেছেন: স্বাধীকার ভাইয়ের কমেন্টে একমত।
৬১|  ১৫ ই জানুয়ারি, ২০১৩  সকাল ৯:১৮
১৫ ই জানুয়ারি, ২০১৩  সকাল ৯:১৮
নেক্সাস বলেছেন: হম Anonymous থাকুক এটা চাই ।
আমি বিশেষ করে ব্লগিং-এর ক্ষেত্রে যারা নাগরিক সাংবাদিকতা করেন তাদের যে কোন আইডেন্টিটি প্রকাশের বিপক্ষে। কেননা নাগরিক সাংবাদিকতায় উঠে আসবে অপরাধ এবং অপরাধীর অন্ধকার জগৎ। এতে করে যিনি প্রদিপের আলো জালবেন তার জীবন ঝুঁকি পূর্ণ হয়ে যাবে। উদাহরণ : আসিফ ভাই। কাজেই আমি মনে করি Anonymous থেকে যতটা শক্তিশালী ভূমিকা রাখা যাবে Known থেকে ততটা রাখা সম্ভব নয়।
তবে ব্লগিংয়ের ক্ষেত্রে যারা সাহিত্য চর্চা করেন তাদের কে সৃষ্টির গ্রহনযোগ্যতা, জনপ্রিয়তা কিংবা সংস্কৃতিক বিপ্লবের জন্য যুথবদ্ধ হতে হয়। আর তাই তাদের স্বনামে আবির্ভূত হাওটাই যৌক্তিক। 
৬২|  ১৫ ই জানুয়ারি, ২০১৩  সকাল ৯:১৮
১৫ ই জানুয়ারি, ২০১৩  সকাল ৯:১৮
নেক্সাস বলেছেন: হম Anonymous থাকুক এটা চাই ।
আমি বিশেষ করে ব্লগিং-এর ক্ষেত্রে যারা নাগরিক সাংবাদিকতা করেন তাদের যে কোন আইডেন্টিটি প্রকাশের বিপক্ষে। কেননা নাগরিক সাংবাদিকতায় উঠে আসবে অপরাধ এবং অপরাধীর অন্ধকার জগৎ। এতে করে যিনি প্রদিপের আলো জালবেন তার জীবন ঝুঁকি পূর্ণ হয়ে যাবে। উদাহরণ : আসিফ ভাই। কাজেই আমি মনে করি Anonymous থেকে যতটা শক্তিশালী ভূমিকা রাখা যাবে Known থেকে ততটা রাখা সম্ভব নয়।
তবে ব্লগিংয়ের ক্ষেত্রে যারা সাহিত্য চর্চা করেন তাদের কে সৃষ্টির গ্রহনযোগ্যতা, জনপ্রিয়তা কিংবা সংস্কৃতিক বিপ্লবের জন্য যুথবদ্ধ হতে হয়। আর তাই তাদের স্বনামে আবির্ভূত হাওটাই যৌক্তিক। 
৬৩|  ১৫ ই জানুয়ারি, ২০১৩  সকাল ১০:১৫
১৫ ই জানুয়ারি, ২০১৩  সকাল ১০:১৫
এসএমফারুক৮৮ বলেছেন: স্বচ্ছতা ও জবাবদিহিতার জন্য আমি নাম নিয়েই ব্লগিং করতে চাই। ছদ্দনামে ব্লগিং করে কেউ কেউ ব্লগের পরিবেশটাই নষ্ট করে দিচ্ছে।
৬৪|  ১৫ ই জানুয়ারি, ২০১৩  দুপুর ১২:০৬
১৫ ই জানুয়ারি, ২০১৩  দুপুর ১২:০৬
কালা মনের ধলা মানুষ বলেছেন: শরত ভাই, একটা ছোট্ট ব্যাক্তিগত অভিজ্ঞতা বলি। আমি আমার ব্লগে লিঙ্ক দিয়ে রেখেছিলাম আমার একমাত্র ফেসবুক একাউন্টের। আর পোস্ট, কমেন্ট ইত্যাদি জায়গায় বেজায়গায় নিজের আসল নাম, কিছু ব্যাক্তিগত তথ্য শেয়ার করতাম। কারন, আমি চাইনি এনোনিমাস থাকতে। এতটুকু সৎ সাহস ছিল, যা বলবো সরাসরিই বল্বো। মাল্টি দিয়ে মুনাফেকি করবো না।
এর ফল পেলাম কিছুদিনের ভেতর। আমার ফ্রেন্ড লিস্টে থাকা ফ্রেন্ড দের বিরক্ত করা, স্ট্যাটাস হিসেবে দেয়া মনের কথাগুলো'র ভিন্ন অর্থ করা, চ্যাটিং এর হিস্ট্রী  সংরক্ষন, স্ক্রীন শটের হুমকি দেয়া ইত্যাদি নানা আজগুবি ঝামেলা। শেষ পর্যন্ত শুধুমাত্র ব্লগারদের জন্য খুলতে হোল আলাদা আইডি। যা আমি চাইনি।
স্বনামে ব্লগিং না করতে চাওয়ার পেছনে এটাও একটা কারন থাকে।
তবে আমি এখনো আশাবাদী। 
আপনার জরিপের উত্তরে বলি, এনোনিমাস থাকতে চাই না।
  
৬৫|  ১৫ ই জানুয়ারি, ২০১৩  দুপুর ১২:১০
১৫ ই জানুয়ারি, ২০১৩  দুপুর ১২:১০
কাউসার রুশো বলেছেন: ১. যদিও আমি  Anonymous নই কিন্তু আমার মনে হয়  Anonymous থাকার কিছু সুবিধা আছে।  Anonymous থাকাই উচিত
২. নিরাপত্তার জন্য। আসিফ মহিউদ্দিন এ মূহুর্তে সবচেয়ে বড় উদাহরণ
৬৬|  ১৫ ই জানুয়ারি, ২০১৩  বিকাল ৩:২৩
১৫ ই জানুয়ারি, ২০১৩  বিকাল ৩:২৩
ডেডম্যান বলেছেন: যাই করেন, ব্লগ ছাগুমুক্ত করার উদ্যোগ নিলে খুশি হই। ছাগুদের সাথে একসাথে ব্লগিং করতে ইচ্ছে করে না।
অ্যানোনিমাস ই থাক।
৬৭|  ১৬ ই জানুয়ারি, ২০১৩  রাত ১২:৪১
১৬ ই জানুয়ারি, ২০১৩  রাত ১২:৪১
মামুন রশিদ বলেছেন: নিজের নামেই ব্লগিং করি, নিজের ব্লগিংয়ের দায়-দায়িত্ব নিজেই নেই । সম্ভব হলে নিকে আমার পুরো নামটা ঠিক করে দিবেন । আমার নাম 'মামুন রশিদ' ।
৬৮|  ১৬ ই জানুয়ারি, ২০১৩  সকাল ১১:৫৬
১৬ ই জানুয়ারি, ২০১৩  সকাল ১১:৫৬
সরলতা বলেছেন: ৪১ নং এ বল্টু মিয়ার কমেন্টটা অসাধারণ হয়েছে। একদম মনের কথাগুলো বলেছেন উনি। 
৬৯|  ২০ শে জানুয়ারি, ২০১৩  রাত ১:৪৯
২০ শে জানুয়ারি, ২০১৩  রাত ১:৪৯
আমি তুমি আমরা বলেছেন: Anonymous থাকুক এটা চাই ।
৭০|  ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩  রাত ১১:০৯
০২ রা ফেব্রুয়ারি, ২০১৩  রাত ১১:০৯
কয়েস সামী বলেছেন: কেমন আছেন ভাইয়া? আমার ব্লগে নিমন্ত্রণ থাকল।
©somewhere in net ltd.
১| ১৪ ই জানুয়ারি, ২০১৩  সন্ধ্যা  ৭:৫২
১৪ ই জানুয়ারি, ২০১৩  সন্ধ্যা  ৭:৫২
লিন্কিন পার্ক বলেছেন:
হম Anonymous থাকুক এটা চাই ।