নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শুনেছি কিছুদিন ধরে ঘরে ফিরে যাচ্ছে পিতারা
অনেকটা পৌরানিক উপাখ্যানের মত
নাটকীয় তাদের প্রত্যাবর্তন
শিশুদের মুখে হাসি এবং দন্দ্ব
শুনেছি ফুলে পাওয়া যাচ্ছে মিষ্টি সুবাস
সেও বহুদিন পর; চেনা বাগানেই
বোতলজাত অক্সিজেন ছাড়াই
ডানা মেলছে নতুন সবুজ এবং শিশু
শুনেছি উপকূলে ভূগৌলিক ত্রাসে ফুঁসে উঠছে সমুদ্র
থরথর করে কাঁপছে মাটি
থকথকে কাঁদার নিরব স্তরের নীচে আস্ত ম্যাগমা
ধ্বিকিধ্বিকি! ধ্বিকিধ্বিকি!
এরপর আর কানপেতে থাকিনি বহুকাল
চোখগুলো স্থায়ীভাবে গেঁথে দিয়েছি রিমোট কন্ট্রোলে
শুধু টিপে যাচ্ছি বোতাম, একের পর এক
শুধু বদলে যাচ্ছে ছবি, ভিন্ন ভিন্ন মুখের আদলে
এরপর আর খোঁজ খবরও নেই নি
ব-দ্বীপে এখন নাকি শান্তির সুবাতাস
কিছু অনিয়ন্ত্রিত নড়াচড়া শেষ করে
লাশেরা লাশ হয়েই আছে, একটুও গড়বড় করেনি
এরপর আর ওদিকটায় যাইনি
মনোযোগ ভিন্ন পরিসরে
পরতের পর পরত দিয়ে সাজানো যে পৃথিবী
খোসা ছাড়ালে তাকে অদ্ভুত বেহায়া লাগে
জগতকে একটা পেঁয়াজ হিসেবে তরকারিতে দিয়ে
অপেক্ষায় আছি প্রেশার কুকারের সিটি বাজার
আমি হারিয়ে গেলেও কেউ না কেউ ঠিকই শুনতে পাবে
বেতারে প্রচারিত কিছু অর্ন্তবর্তীকালীন শান্তি এবং ছায়ার পরের পর্ব, নাটকীয় সমাপনী নিশ্চিত
১৭ ই মে, ২০১৩ সকাল ১১:৫০
শরৎ চৌধুরী বলেছেন: খুব দূর্দান্ত প্রতি উত্তর। আমি ইমপ্রেস্ড ইনডিড। আসলে দৃশ্যমান বিযুক্তির মধ্যে নিগুঢ় যুক্ততা খেলা করে বুননে বুননে। তবে সেই সত্য এখনো ভয়ানক প্ররাক্রমশীল, "খোসা ছাড়ালে পৃথিবীটাকে অদ্ভুত বেহায়া লাগে"। এসব মেনে নিয়েই জীবনকে ধারণ করতে হয়। শুভেচ্ছা আপনাকেও অশেষ।
২| ১৬ ই মে, ২০১৩ রাত ১১:৫৩
অমৃত সুধা বলেছেন: ‘খালেদা জিয়ার পরিণতি ভয়ানক হবে’: শেখ হাসিনা
http://dhakajournal.com/?p=7620
৩| ১৭ ই মে, ২০১৩ রাত ৩:৪৪
নোমান নমি বলেছেন: কড়া হইছে শরৎদা
১৭ ই মে, ২০১৩ সকাল ১১:৫০
শরৎ চৌধুরী বলেছেন: অনেক অনেক শুভেচ্ছা নোমান...।
৪| ১৭ ই মে, ২০১৩ সকাল ১০:৩৩
মাসুম আহমদ ১৪ বলেছেন: ভাল লাগছে - ভিন্ন একটা টেষ্ট পাইছি
১৭ ই মে, ২০১৩ সকাল ১১:৫১
শরৎ চৌধুরী বলেছেন: অশেষ কৃতজ্ঞতা। অনেক অনেক ধন্যবাদ।
৫| ১৭ ই মে, ২০১৩ দুপুর ২:১৮
কান্ডারি অথর্ব বলেছেন:
চমৎকার সব উপমা দিয়ে বর্তমান পরিস্থিতির বিশ্লেষণ গাঁথা কবিতা সত্যি ভাল না লেগে পারেনা।
১৯ শে মে, ২০১৩ দুপুর ১২:০৭
শরৎ চৌধুরী বলেছেন: অনেক অনেক শুভেচ্ছা কান্ডারী।
৬| ১৭ ই মে, ২০১৩ দুপুর ২:৩৫
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: বেশি কঠিন আমার বুঝার সক্ষমতার বাইরে
তবে ইদানিং কঠিন পড়লেও আনন্দ লাগে।
১৯ শে মে, ২০১৩ দুপুর ১২:০৭
শরৎ চৌধুরী বলেছেন: বাহ বাহ, আনন্দ পেলে বোধগম্যতার বাইরে আর রইল কই? শুভেচ্ছা অনেক।
৭| ১৭ ই মে, ২০১৩ বিকাল ৩:৫৭
সায়েম মুন বলেছেন:
১৯ শে মে, ২০১৩ দুপুর ১২:০৮
শরৎ চৌধুরী বলেছেন: কি খবর সায়েম?
৮| ১৭ ই মে, ২০১৩ বিকাল ৫:০৬
সেলিম আনোয়ার বলেছেন: নটকিয় সমাপনীর অপেক্ষায় থাকলাম শরৎ নাটকার এন্ডিং মিলনান্তক আশা করছি। যার শেষ ভালো তার সবভালো।
১৯ শে মে, ২০১৩ দুপুর ১২:০৯
শরৎ চৌধুরী বলেছেন: গল্প কিংবা চরিত্ররা তো আর আমার হাতে নেই, সেলিম। তবে আপনার শুভকামনার জন্য ধন্যবাদ।
৯| ১৭ ই মে, ২০১৩ রাত ৯:০৮
মুনসী১৬১২ বলেছেন: চমৎকার
১৯ শে মে, ২০১৩ দুপুর ১২:০৯
শরৎ চৌধুরী বলেছেন: অনেক ধন্যবাদ মুনসী।
১০| ১৭ ই মে, ২০১৩ রাত ১০:৫৫
এরিস বলেছেন: জগতকে একটা পেঁয়াজ হিসেবে তরকারিতে দিয়ে
অপেক্ষায় আছি প্রেশার কুকারের সিটি বাজার
আমি হারিয়ে গেলেও কেউ না কেউ ঠিকই শুনতে পাবে। কেউ না কেউ ঠিকই শুনতে পাবে এটা সিওর। কিন্তু লাভ কি? সেও এসে দেখবে পিয়াজ একইরকম।তখন খোসা ছাড়ানোর অবস্থাটুকুও থাকবেনা। সাহস করে খোসা ছাড়িয়ে নিন। কান্না হয়তো আসবে। আসুক না। কেউ না কেউ এসে তৈরি কিছু পাক। কিছুটা সময় বেঁচে যাক।
১৯ শে মে, ২০১৩ দুপুর ১২:১০
শরৎ চৌধুরী বলেছেন: সাহস করে খোসা ছাড়িয়ে নিন। কান্না হয়তো আসবে। আসুক না। কেউ না কেউ এসে তৈরি কিছু পাক। কিছুটা সময় বেঁচে যাক।
হয়ত খোসা ছড়ানো হয়েই গেছে, এখন সময় পুনঃনির্মাণের। নিশ্চয়ই কাউকে না কাউকে ঠিকই পাওয়া যাবে।
১১| ১৮ ই মে, ২০১৩ রাত ৮:০৬
সোহাগ সকাল বলেছেন: আহা! এরাম কবিতা যদি লিখতার্তাম!
১৯ শে মে, ২০১৩ দুপুর ১২:১১
শরৎ চৌধুরী বলেছেন: কেন পারবেন না, অবশ্যই পারবেন। তবে লিখতে চেষ্টা করুন নিজের কবিতা। শুভেচ্ছা।
১২| ১৯ শে মে, ২০১৩ দুপুর ১২:১৭
স্বপনবাজ বলেছেন: পৃথিবীর সবচেয়ে দু:খী জননীর বুকে নাটকের শেষ নেই! সমাপ্তিতে বাস্তবিক অর্থে একজন দেশপ্রেমিক রাষ্ট্র নায়ক দরকার!
আমরা সবাই দেশপ্রেমিক হয়ে উঠি, মানুষ হয়ে উঠি! চমৎকার পোষ্ট এর জন্য ধন্যবাদ!
২০ শে মে, ২০১৩ সকাল ১০:৫৫
শরৎ চৌধুরী বলেছেন: ধন্যবাদ স্বপনবাজ। শুভেচ্ছা।
©somewhere in net ltd.
১| ১৬ ই মে, ২০১৩ রাত ১০:৪০
আহমেদ জী এস বলেছেন: অন্যমনস্ক শরৎ,
আসলেই খুব অন্যমনস্ক আপনি ।
কোন কিছুই ভালো করে খেয়াল করছেন না ইদানিং । প্রথম তিন তিনটি স্তবকে তাই কেবল শুনেই গেছেন, গা ঝাড়া দেননি মোটেও । তারপরে ক্রমান্বয়ে কানপেতে থাকেননি , কোন কিছুর খোঁজ খবরও নেন নি, যাননি ওদিকটাতে ও ।
হয়েছেটা কি আপনার ? এতো অন্যমনস্ক কেন ? খোসা ছাড়ালে পৃথিবীটাকে অদ্ভুত বেহায়া লাগে, তাই ?
শুভেচ্ছান্তে .....