নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কাট ইয়োর বডি এর্কোডিং টু ইয়োর ইমেজ

শরৎ চৌধুরী

তুমি তোমার ইমেজ মতইপ্রোফাইল বানাওকি ব্লগেকি জীবনে

শরৎ চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

দেয়ালে কাঁচ রোদ এবং কিছু ঝাপসা মেঘ

১৯ শে মে, ২০১৩ দুপুর ২:৪৪





কাঁচের দেয়াল, আর রোদ পাতায় পাতায়

উত্তরের ট্রেন স্টেশন থেকে তোমার কাছে পৌছাতে

সময় লেগেছিল পাক্কা দু-ঘন্টা

ভূগর্ভস্থ টানেলের অলিগলি পেরিয়ে যখন সূর্য্য পেলাম

তখন দূর থেকে দেখা যাচ্ছিল বালিস্কা ডু সাকরে কউর

যীশূর পবিত্র হৃদয়, আর ট্যুরিস্ট তীর্থ



একটা শহর প্রবল অহমিকায় দাঁড়ানো, আভিজাত্যে এবং ঐতিহ্যে

পাথুরে গাঁথুনি আর নিষ্কাম পুরুষের শহর, প্যারিস

আর তাই কাঁচের দেয়াল, রোদ পাতায় পাতায়

রমনীর মুখে উজ্জ্বল ভালোবাসা,

তারচেয়েও তপ্ত রূপ

এই শহরের প্রাণ, এই শহরের নদী, এই শহরের পাখি

এই শহরের নারী



কাঁচের দেয়াল, আর রোদ পাতায় পাতায়

পার্কে বসে একসাথে নির্ভয় পাখিদের সাথে কথপোকথন

কিছু স্মৃতিচারণ, কিছু অর্ন্তগত গান

একশ বছর আগের দারিদ্রক্লিষ্ট সেই লেখক

এই পার্ক থেকেই চিৎকার করে উঠেছিল

হে নিষ্ঠুর প্যারিস, আমি আসছি!



রোদের দিকে মুখ দিয়ে মেঘের মত মন

জানি বিকেল গড়ালেই বিচ্ছেদ

কাঁচের দেয়াল, আর রোদ পাতায় পাতায়

শুধু মেঘগুলো গুমরে গুমরে উঠে ঝাপসা করে দিচ্ছে

এই দুপুরেও

কিন্তু কারো দিকে মুখ করে চিৎকার করে বলার নেই

হে নিষ্ঠুর প্যারিস, আমি আসছি!

মন্তব্য ২৬ টি রেটিং +৭/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ১৯ শে মে, ২০১৩ দুপুর ২:৪৭

লেখোয়াড় বলেছেন:
ছবিতা ছেড়ে কবিতা, কি ব্যাপার শরতবাবু।

++++++++++++++++++++++++++

১৯ শে মে, ২০১৩ দুপুর ২:৪৯

শরৎ চৌধুরী বলেছেন: আমি তো কিছু ছাড়িনা লেখোয়াড়। আসলে চাইলেও পারি না। ছবি কবিতা বিশ্লেষণ সবই চলে। অনেক শুভেচ্ছা আর কৃতজ্ঞতা।

২| ১৯ শে মে, ২০১৩ বিকাল ৩:১৪

কান্ডারি অথর্ব বলেছেন:

ভাই সত্যি কথা বলি, বিশ্বাস করেন এই কবিতা পড়ে আমার সত্যি প্যারিসে যেতে খুব ইচ্ছা করছে। কবিতা দিয়ে যে মানুষের ভেতর এভাবে ভ্রমণের ইচ্ছা জাগান যায় দুর্দান্ত।

১৯ শে মে, ২০১৩ বিকাল ৩:৫৫

শরৎ চৌধুরী বলেছেন: অনেক অনেক শুভেচ্ছা আর কৃতজ্ঞতা কান্ডারী। যাওয়ার আগে ভালো টাকা পয়সার ব্যবস্থা করে নিয়েন। প্যারিসে যেয়ে আমার মনে হয়েছিল যে একজন মানুষকে ৭০০টাকা দিয়ে ১০ দিনের জন্য ঢাকায় সারভাইব করার দায়িত্ব দিয়ে দেয়া হয়েছে। এবার ঠেলা সামলাও।

৩| ১৯ শে মে, ২০১৩ বিকাল ৫:৪৭

স্বপনবাজ বলেছেন: চমৎকার!

২০ শে মে, ২০১৩ সকাল ১০:৫৫

শরৎ চৌধুরী বলেছেন: অনেক ধন্যবাদ স্বপন।

৪| ১৯ শে মে, ২০১৩ রাত ৯:০০

মুনসী১৬১২ বলেছেন: দুর্দান্ত বললে কম বলা হবে

২০ শে মে, ২০১৩ সকাল ১০:৫৫

শরৎ চৌধুরী বলেছেন: শুভেচ্ছা মুনসী।

৫| ১৯ শে মে, ২০১৩ রাত ৯:০৩

সায়েদ রিয়াদ বলেছেন: কাঁচের দেয়াল, আর রোদ পাতায় পাতায়
পার্কে বসে একসাথে নির্ভয় পাখিদের সাথে কথপোকথন

২০ শে মে, ২০১৩ সকাল ১০:৫৬

শরৎ চৌধুরী বলেছেন: আসলেই নির্ভয় পাখি...একদম হাতের তালুতে এসে বসা।

৬| ১৯ শে মে, ২০১৩ রাত ১০:৫৮

সেলিম আনোয়ার বলেছেন: পার্কে বসে একসাথে নির্ভয় পাখিদের সাথে কথপোকথন
কিছু স্মৃতিচারণ, কিছু অর্ন্তগত গান

ভাল তো ।আজকাল বড্ড কবিতা বের হচ্ছে।ব্যাপারকি? ভাললাগা রেখে গেলাম ।

২০ শে মে, ২০১৩ সকাল ১০:৫৬

শরৎ চৌধুরী বলেছেন: শুভেচ্ছা সেলিম। হয়ত এখন কবিতার মৌসুম তাই।

৭| ১৯ শে মে, ২০১৩ রাত ১১:৪২

মাসুম আহমদ ১৪ বলেছেন: কাঁচের দেয়াল, আর রোদ পাতায় পাতায়
শুধু মেঘগুলো গুমরে গুমরে উঠে ঝাপসা করে দিচ্ছে
এই দুপুরেও
কিন্তু কারো দিকে মুখ করে চিৎকার করে বলার নেই
হে নিষ্ঠুর প্যারিস, আমি আসছি

দারুণ !

২০ শে মে, ২০১৩ সকাল ১০:৫৭

শরৎ চৌধুরী বলেছেন: অনেক অনেক ধন্যবাদ মাসুম।

৮| ২০ শে মে, ২০১৩ দুপুর ১:৪৮

রাইসুল সাগর বলেছেন: ওরে ভাই বেফুক কবিতা হইছেতো। পিলাচ লন। আমার সাথে সাথে দেখি শরৎদাও সিরিয়াস ববিতা মানে কবিতা লেখা ধরছে। ভাই শুভকামনা উদ্দেশ্য সফলতা পাক। কবিতায় অনেক অনেক ভালোলাগা।

২০ শে মে, ২০১৩ বিকাল ৩:২৫

শরৎ চৌধুরী বলেছেন: অনেক ধন্যবাদ রাইসুল। একটু ব্যাকগ্রাউন্ড চেক করলে হয়ত জানতে পারতা যে ২০১০ সালে অন্যমনষ্ক শরৎ শিরোনামে আমার একটা বই ই আছে। কি আর করা; কবিতা আমার নিত্যসঙ্গী। আল লিখছি ১৯ বছর থেকে নিয়মিত।

৯| ২০ শে মে, ২০১৩ দুপুর ২:১০

স্বপ্নবাজ বাউন্ডুলে বলেছেন: অসাধারন !

২০ শে মে, ২০১৩ বিকাল ৩:২৫

শরৎ চৌধুরী বলেছেন: অনেক অনেক শুভেচ্ছা বাউন্ডুলে।

১০| ২১ শে মে, ২০১৩ বিকাল ৪:১২

নীহারিক০০১ বলেছেন: ভালো লাগলো।

২২ শে মে, ২০১৩ দুপুর ১:০৭

শরৎ চৌধুরী বলেছেন: অনেক অনেক শুভেচ্ছা নীহারিক০০১।

১১| ২২ শে মে, ২০১৩ দুপুর ১:১৪

অপর্ণা মম্ময় বলেছেন: আমার কাছে শেষ দুইটা প্যারা ভালো লাগলো ।
শুভকামনা

২২ শে মে, ২০১৩ দুপুর ১:২০

শরৎ চৌধুরী বলেছেন: অনেক অনেক শুভেচ্ছা অপর্ণা মম্ময়।

১২| ২২ শে মে, ২০১৩ বিকাল ৪:২২

এরিস বলেছেন: কিছু কিছু লেখা পড়ে মন্তব্য দিতে বিভ্রান্তিতে পড়ে যাই, আদৌ এরকম লেখায় মন্তব্য করার মতো যথেষ্ট শব্দভাণ্ডার আমার আছে কিনা। মন্তব্য করতে পারলাম না। দুঃখিত অন্যমনস্ক কবি।

২৪ শে মে, ২০১৩ সকাল ৯:৪৬

শরৎ চৌধুরী বলেছেন: অনেক কৃতজ্ঞতা এরিস। মনোযোগী পাঠের জন্য। শুভেচ্ছা অনেক।

১৩| ২৩ শে মে, ২০১৩ সন্ধ্যা ৭:০১

রাইসুল সাগর বলেছেন: চমৎকার ভাই। আমারো একখান রম্যের বই আছে।

২৪ শে মে, ২০১৩ সকাল ৯:৪৬

শরৎ চৌধুরী বলেছেন: বাহ! কি চমৎকার। পড়ার আগ্রহ রইল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.