নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কাট ইয়োর বডি এর্কোডিং টু ইয়োর ইমেজ

শরৎ চৌধুরী

তুমি তোমার ইমেজ মতইপ্রোফাইল বানাওকি ব্লগেকি জীবনে

শরৎ চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

অনন্ত বিস্মৃতিবিথী কিংবা ইতিহাস

০৫ ই জুন, ২০১৪ বিকাল ৩:১৯

কিংবা একটা সময় থাকে ভীষণ অসহনীয়। কিংবা সে থাকে সর্বত্র ছড়িয়ে, মানে তুমি যেখানে আছো। কিন্তু তুমি তো কোথাও নেই আসলে। কেননা মহাবিশ্ব ক্রমগতিশীল। ফলে তোমার থাকা মুখ্যত এক ভ্রম। সেই ভ্রমের অনেক রং। নানান সম্র্পকের জালে অনন্ত মিশ্রণ। আর শুধু সেই রংগুলোর কথাই তুমি বল যেগুলো তুমি দেখতে পারো বুঝতে পারো। অথবা অন্যরা যা বলে এসেছে সুন্দর।



ফলে তুমি যা বোঝো তা সাপেক্ষ বোঝ। তুমি যা কর তা সাপেক্ষ কর।



একটা সমাধানহীন ক্রমাগতপনা তোমাকে একটুও বিচারে না এনে অনন্তকাল চলমান। আর তাই এই অমোচনীয় উপেক্ষা তুমি মোকাবিলা কর সাপেক্ষ দিয়ে। মানে তোমার মতই আক্রান্ত যারা। কারণ তারাও তোমার নিয়ন্ত্রণের সম্পূর্ণ পরপারে নিজ থেকেই তোমারই দলে।



ফলে দল বলে তুমি যা বোঝ তা আসলে ব্যক্তিসমূহের অনুপেক্ষনীয় কোলাহল। আর তাই কোলাহলে কোন প্রকৃত ব্যক্তি নেই। আলাদা কোন মুখ নেই। এমনকি নেই মুখোশ কেননা অপর ব্যতীত তোমার কোন মুখোশ নেই। মুখোশ ভীষণ সাপেক্ষ-প্রবণ।



ঠিক তখনি তুমি বোঝো কেন মহামাঠের মহামিলনে কোন সমষ্টি নেই। আছে সাঁরিবেধে দাড়িয়ে থাকা একপাল তুমি। তোমাদের হাজিরা খাতা।



তোমাদের ইতিহাস। অথচ তোমার কোন স্মৃতি নেই। শিশু ধর্ষক, মাতৃখুনী ও জ্ঞানপাপীগণ সবাই একইসাথে অপেক্ষমান। যদিও বিচারের আগে তুমি আলাদা করে কাউকেই চিনতে পারো না। কেননা জ্ঞান এমনকি সেটাও ভীষণ স্মৃতি নির্ভর।



আর তাই প্রতিক্রিয়াই সর্বোত্তম জ্ঞান যা মানুষের আছে। আর তাই প্রতিক্রীয়াশীলতার জমাট অন্ধকারই তোমার প্রথম আলো উৎস। কিন্তু তখনো তুমি সাপেক্ষের দাস। তুমি বলে তুমি যে আছো তা তুমি তখনি বোঝ, যখন তুমি বোঝ আসলে তুমি নেই। আমরা, মানে তুমি আমি। বিষয়টা একটু সামষ্টিক করেই বলি বরং, আসলে নেই।



ফলে কারাগারের বোধ গেঁথে আছে তোমার রক্তে, মানের আমাদের সবার। জানোতো রক্ত হল ইতিহাস। জগতে যা কিছু হয়েছে তার সবটুকু খোদাই করা আছে তোমাদের, মানে আমাদেরই রক্তে।



সেই রক্ত, যা আমরা অনুদান করি, কেটে-ছিড়ে বের করি তা সবই হল তথ্যের আদান প্রদান। রক্তের মত তথ্য প্রবণ স্বয়ং ইতিহাসও নয়। রক্ত তো সেই ইতিহাসের বই যার পুরোটা তুমি কখনোই পড়তে পারবে না, যার পুরোটা তুমি কখনোই লিখতে পারবে না।





আর তাই আমি যখন রক্ত পান করি। তখন আমি আসলে ইতিহাস পাঠ করি। আমাদের ইতিহাস। আমাদের বিস্মৃতির ইতিহাস।

মন্তব্য ১১ টি রেটিং +৪/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ০৫ ই জুন, ২০১৪ বিকাল ৫:১৯

মামুন রশিদ বলেছেন: মুগ্ধ হলাম ।

০৫ ই জুন, ২০১৪ রাত ১০:০৫

শরৎ চৌধুরী বলেছেন: দুই প্রিয় লেখকের মন্তব্য। জরুরী জানান দেয়া। শুভেচ্ছা অশেষ।

২| ০৫ ই জুন, ২০১৪ রাত ৮:১৩

হাসান মাহবুব বলেছেন: দুর্দান্ত।

০৫ ই জুন, ২০১৪ রাত ১০:০৫

শরৎ চৌধুরী বলেছেন: দুই প্রিয় লেখকের আর একজনের কমেন্ট। শুভেচ্ছা অশেষ।

৩| ০৬ ই জুন, ২০১৪ সকাল ১১:৫৯

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
রক্তের মত তথ্য প্রবণ স্বয়ং ইতিহাসও নয়। রক্ত তো সেই ইতিহাসের বই যার পুরোটা তুমি কখনোই পড়তে পারবে না, যার পুরোটা তুমি কখনোই লিখতে পারবে না।

অনবদ্য ভাবনার খোরাক জাগিয়ে দিলেন !
সঙ্গতিপূর্ণ ছবিগুলো লেখার মান বাড়িয়েছে !

অনেক ভালোলাগা ++

০৮ ই জুন, ২০১৪ সকাল ৮:২৭

শরৎ চৌধুরী বলেছেন: বাহ গ্রানমা। চমৎকার। অনবদ্য পাঠকত্ব যে শেষ পর্যন্ত লেখাকে সত্যিকার অর্থেই সম্মৃদ্ধ করে তা আবারো সুপ্রমানিত হল।

৪| ০৬ ই জুন, ২০১৪ রাত ১১:২৩

কান্ডারি অথর্ব বলেছেন:


চরম লিখেছেন সহমত +++

০৮ ই জুন, ২০১৪ সকাল ৮:২৮

শরৎ চৌধুরী বলেছেন: অনেক অনেক শুভেচ্ছা কান্ডারি।

৫| ০৭ ই জুন, ২০১৪ ভোর ৬:০৫

জাফরুল মবীন বলেছেন: “আর তাই প্রতিক্রিয়াই সর্বোত্তম জ্ঞান যা মানুষের আছে”-কথাটি নতুন ভাবনার দোলা দিয়ে গেল মনে।গভীরভাবে চিন্তা করে দেখতে হবে।

মনোজগতের যৌক্তিক অনুভূতির মনোবিশ্লেষণ বেশ ভালো লাগলো।

৬| ০৭ ই জুন, ২০১৪ দুপুর ১২:০৫

ফয়সাল হুদা বলেছেন:
ওয়াও! দারুণ !!

শুরু হতে সবটাই স্টাইলিস...

৭| ২১ শে জুলাই, ২০১৪ রাত ৩:৫৪

মুনতাসির নাসিফ (দ্যা অ্যানোনিমাস) বলেছেন: চমৎকার এই পোস্টটা চোখ এড়িয়েছিলো কিভাবে জানিনা ... !

শুধু এটুকু বলি, জাস্ট লাভড ইট ...

সংকলনে যাচ্ছে অবশ্যই ...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.