নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রাত শেষে মনে হল
তার সাথে কথা বলতে খরচ করেছি
কড়কড়ে ইয়েন
হাহ! ভোর রাতে শুধু এই কথাটাই মনে পড়ল?
শাআআলা পানশালার প্রেমিক
এই যে চোখভর প্রেম হল
উপচে পড়া জ্যাক ড্যানিয়েলস এর ফোঁটায়
সোনালী শিহরণ
এই যে মনে হল, একেই খুঁজছি জীবনভর
এই যে ঈর্ষা দিল
বাধ্য অনুগত সেবা দিতে
সে আমেরিকানটার ঘাড় ডলে দিল বিনা পয়সায়
এই ঈর্ষার দাম কত তুমি জানো?
এই যে তার ধমনীতে উজ্জ্বল হ্যানিকেন
অন্ধকারে গন্ধে বিভোর
ঢুলুঢুলু জ্যাআআআজ
তার পেশীতে নিমগ্ন শ্রম
তার ইতিহাস কত পুরোনো তুমি জানো?
এই যে তোমাকে দেখতে দিল
পুরোটা জীবন
গোল গোল বরফের কুঁচিতে
শ্রেফ শ্রেফ পাঁচ হাজার তিনশত সত্তুর ইয়েনে
ব্যাটা গরীব, অনুদানজীবি স্কলার
তাতে তোর সাধ মেটে না
তাই না?
তাই না?
২| ২৯ শে নভেম্বর, ২০১৪ রাত ১০:১৫
অরুদ্ধ সকাল বলেছেন:
পানশালার প্রেমিক!
ভ্রাতা অনেক দিবস যাপিত হইবার পর আজি আপনার কাব্য চোখে পড়িল
_________________________________________
ভালো লাগিল___
বেশ খাসা লিখিয়াছেন___
৩| ২৯ শে নভেম্বর, ২০১৪ রাত ১০:২৫
মামুন রশিদ বলেছেন: জটিল লিখেছেন । নিয়মিত চাই ।
৪| ২৯ শে নভেম্বর, ২০১৪ রাত ১০:৪৮
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
ফ্যান্টাস্টিক....! শিরোনাম থেকে সমাপ্তি পর্যন্ত পাঠককে দৌড়ের ওপর রেখেছেন... প্রিয় অন্যমনস্ক শরৎ
কেউ বলেন জাপান, কেউ বলেন জার্মান...
আপনি বলছেন 'ইয়েন'....
আপনার বর্তমান আবাস জাতি জানতে চায়
৫| ২৯ শে নভেম্বর, ২০১৪ রাত ১১:১৫
সুফিয়া বলেছেন: কবিতা ভাল লাগল।
৬| ৩০ শে নভেম্বর, ২০১৪ রাত ১২:০৫
ডি মুন বলেছেন: এই যে তার ধমনীতে উজ্জ্বল হ্যানিকেন
অন্ধকারে গন্ধে বিভোর
ঢুলুঢুলু জ্যাআআআজ
তার পেশীতে নিমগ্ন শ্রম
তার ইতিহাস কত পুরোনো তুমি জানো?
বাহ, দারুণ। ++
৭| ৩০ শে নভেম্বর, ২০১৪ রাত ১২:২৯
এনামুল রেজা বলেছেন: ভালো লাগলো।
৮| ৩০ শে নভেম্বর, ২০১৪ রাত ১২:৪৫
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: দারুন লেগেছে প্রিয় কবি!
এই দারুন লাগার সাথে আপনাকে মিস করার একটা সমানুপাতিক সম্পর্ক আছে।
৯| ৩০ শে নভেম্বর, ২০১৪ সকাল ৯:২৪
সোহেল মাহমুদ বলেছেন: দারুণ লাগল শরৎ ভাই।
১০| ৩০ শে নভেম্বর, ২০১৪ সকাল ৯:২৪
সোহানী বলেছেন: অনেকদিন পর........... নিয়মিত হবার প্রত্যাশায়......
আর কবিতায় ভালোলাগা........
১১| ৩০ শে নভেম্বর, ২০১৪ দুপুর ২:০২
হাসান মাহবুব বলেছেন: বেশ পিনিকে আছেন মনে হচ্ছে
১২| ৩০ শে নভেম্বর, ২০১৪ দুপুর ২:৪৩
আফসানা যাহিন চৌধুরী বলেছেন: নির্বাক...
১৩| ৩০ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:০৮
কলমের কালি শেষ বলেছেন: ভিন্নধারার একটা স্বাদ পেলাম । ভালো লাগলো ।
১৪| ৩০ শে নভেম্বর, ২০১৪ রাত ৯:৩১
সুমন কর বলেছেন: অনেকদিন পর অাপনার পোস্ট পেলাম। ভালো অাছেন, নিশ্চয়!
১৫| ৩০ শে নভেম্বর, ২০১৪ রাত ১১:৩০
স্নিগ্ধ শোভন বলেছেন:
সুন্দর লিখেছেন। অনেকদিন পর দেখে ভাল লাগলো।
এই যে তার ধমনীতে উজ্জ্বল হ্যানিকেন
অন্ধকারে গন্ধে বিভোর
ঢুলুঢুলু জ্যাআআআজ
তার পেশীতে নিমগ্ন শ্রম
তার ইতিহাস কত পুরোনো তুমি জানো?
১৬| ০১ লা ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:০৯
অন্ধবিন্দু বলেছেন:
পাঁচ হাজার তিনশত সত্তুর ইয়েন !!
এ-তো অনেক, অন্যমনস্ক শরৎ ...
১৭| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৪ রাত ৮:৫৬
স্বপ্নবাজ অভি বলেছেন: ভালো আছেন আশা করি !
১৮| ১৫ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:১৪
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: সুন্দর হয়েছে।
মনেহয় অনেক দিন পর। ধন্যবাদ।
১৯| ১৯ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:১৮
সেলিম আনোয়ার বলেছেন: শরৎ ব্লগ দিবসের শুভেচ্ছা ।
২০| ০২ রা জানুয়ারি, ২০১৫ সকাল ১০:৫৭
রেজওয়ানা আলী তনিমা বলেছেন: তাতে তোর সাধ মেটে না
তাই না?
তাই না?
চমৎকার। আরো লিখুন ।
২১| ০৩ রা জানুয়ারি, ২০১৫ রাত ১২:২৪
পরিবেশ বন্ধু বলেছেন: খুব সুন্দর লেখনী , শুভকামনা +
২২| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১০:১০
প্রোফেসর শঙ্কু বলেছেন: সুন্দর!
২৩| ১৭ ই মে, ২০১৫ বিকাল ৪:৪৮
উর্বি বলেছেন: সুন্দর
©somewhere in net ltd.
১| ২৯ শে নভেম্বর, ২০১৪ রাত ১০:১০
নাজমুল হাসান মজুমদার বলেছেন: অনেকদিন পর ভাই ।
অন্যরকম কবিতা