নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কাট ইয়োর বডি এর্কোডিং টু ইয়োর ইমেজ

শরৎ চৌধুরী

তুমি তোমার ইমেজ মতইপ্রোফাইল বানাওকি ব্লগেকি জীবনে

শরৎ চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

লিখতে চাইলাম একটা প্রেমের গান, কিন্তু লেখা শেষে মনে হল ঠিক প্রেমের গান এটা আর হয়ে ওঠেনি।

১৪ ই মার্চ, ২০১৫ সকাল ১০:০৩

আমি গানের লিরিক লিখিনি খুব। কাছের একজন বললেন লিখতে। তিনি সুর করবেন। আমি লিখতে চাইলাম একটা প্রেমের গান, কিন্তু লেখা শেষে মনে হল ঠিক প্রেমের গান এটা আর হয়ে ওঠেনি।



যা নেই তাকে ঘিরে সন্ধ্যা



বিকেল

ঘুম ঘুম

ওম ওম!!



রোদ

দূর দূর

চুপ চুপ !

রোদ



বারান্দায় এসে

আমার কাছে বসে

পিঠে পিঠ ঘসে

তোমার কথা বলে

তুমি দূর দেশে



আমার কাছে এসে

সবুজ ঘাসে বসে

তোমার কথা বলে

তুমি দূর দেশে



এরপর কালো মাটি বন্ধ্যা

আগুনে পুড়ছে মুখ

সাইরেনে ঢেকে গেছে সন্ধ্যা



ঝলমলে রাত

বার্ণ ইউনিটে পোড়া হাত

বুলেটে ফুটো হওয়া

ঝরঝরে সাদা সাদা ভাত



এরও অনেকটুকু পরে

কেউ ফিরতে পারেনি ঘরে

ঘর নেই আছে শুধু টিভি

টিভিতে টিটকারি

মাংসের তরকারি

খালি পেটে চেটে যাওয়া পিক্সেল

খালি পেটে চেটে যাওয়া পিক্সেল



বিকেল

ঘুম ঘুম

ওম ওম!!



বারান্দায় এসে

আমার কাছে বসে

পিঠে পিঠ ঘসে

তোমার কথা বলে

তুমি দূর দেশে



তোমার কথা বলে

তুমি যাও হেসে

তোমার কথা শেষে

তুমি নেই পাশে



কোথায় যাবো বল

কোথায় পালাবো বল

সন্ধ্যা ঘনিয়ে আসে

লাশের গন্ধ ভাসে



সবাই দূর দেশে

লাশ লাশের পাশে।



শরৎ চৌধুরী, ১৪-০৩-১৫। হিগাশি হিরোশিমা।

মন্তব্য ২৮ টি রেটিং +৫/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ১৪ ই মার্চ, ২০১৫ সকাল ১০:৪৭

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
প্রথম ভাললাগা জানিয়ে গেলাম। :)

১৪ ই মার্চ, ২০১৫ সকাল ১১:১৬

শরৎ চৌধুরী বলেছেন: অনেক অনেক ধন্যবাদ বঙ্গ।

২| ১৪ ই মার্চ, ২০১৫ দুপুর ১২:১৮

সুমন কর বলেছেন: মোটামুটি !

১৬ ই মার্চ, ২০১৫ ভোর ৬:০৩

শরৎ চৌধুরী বলেছেন: অনেক ধন্যবাদ সুমন।

৩| ১৪ ই মার্চ, ২০১৫ দুপুর ১:৪০

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: যা নেই তাকে ঘিরে সন্ধ্যা - এটাই তো একটা অসাধারন লাইন। অনেক কিছুই বলা হয়ে যায়!!

আশা করি ভালো কিছু হবে। অপেক্ষায় রইলাম ভাইয়া!!!

১৬ ই মার্চ, ২০১৫ ভোর ৬:০৪

শরৎ চৌধুরী বলেছেন: অশেষ শুভেচ্ছা কাভা। পরিশ্রম সার্থক হবে হবে মনে হচ্ছে।

৪| ১৪ ই মার্চ, ২০১৫ দুপুর ১:৫০

টুম্পা মনি বলেছেন: হুম ভালো লিখেছেন।

১৬ ই মার্চ, ২০১৫ ভোর ৬:০৪

শরৎ চৌধুরী বলেছেন: থ্যাংকু টুম্পামনি।

৫| ১৪ ই মার্চ, ২০১৫ দুপুর ১:৫৬

হাসান মাহবুব বলেছেন: ভালোই তো হৈসে।

১৬ ই মার্চ, ২০১৫ ভোর ৬:০৪

শরৎ চৌধুরী বলেছেন: উৎসাহ পায়া গেলাম কিন্তু হাসান।

৬| ১৪ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৬:৪২

আলী আকবার লিটন বলেছেন: সমাজ কল্যাণ মন্ত্রীকে দিয়ে গাওয়ালে ভাল ফল পাওয়া যেতে পারে । মন্ত্রি বাস্ত থাকলে এ টি এন বাংলার চেয়ারম্যান মাহফুজ সাহেবের বউ এর নাম্বারে মিস কল দিয়ে দেখতে পারেন । তেনারা লিরিক খুজতাছে। :)

১৬ ই মার্চ, ২০১৫ ভোর ৬:০৫

শরৎ চৌধুরী বলেছেন: হাহাহা। বিবাহিত নারীদের মিস কল দেয়া বেগানা পুরুষের কাজ।

৭| ১৪ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৬:৫৫

ঢাকাবাসী বলেছেন: বেশ ভালো।

১৬ ই মার্চ, ২০১৫ ভোর ৬:০৬

শরৎ চৌধুরী বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ঢাকাবাসী। শুভেচ্ছা অশেষ। উৎসাহ পাচ্ছি।

৮| ১৪ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:৩২

দিশেহারা রাজপুত্র বলেছেন: সম্মোধনে তুই তুমি দ্বন্দ্ব লেগে গেছে। :)



ভালো।

৯| ১৪ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:৩৫

দিশেহারা রাজপুত্র বলেছেন: সম্মোধনে তুই তুমি দ্বন্দ্ব লেগে গেছে। :)



ভালো।

১৬ ই মার্চ, ২০১৫ ভোর ৬:০৬

শরৎ চৌধুরী বলেছেন: কই?

১০| ১৪ ই মার্চ, ২০১৫ রাত ৮:২৭

বিদ্রোহী বাঙালি বলেছেন: প্রেমের গান না হলেও প্রেমের ছোঁয়া আছে কিন্তু। তবে সমসাময়িক ঘটনাই প্রাধান্য পেয়েছে। ভালো লাগলো।

১৬ ই মার্চ, ২০১৫ ভোর ৬:০৭

শরৎ চৌধুরী বলেছেন: অনেক অনেক ধন্যবাদ বিদ্রোহী। ভালো পর্যবেক্ষণ।

১১| ১৪ ই মার্চ, ২০১৫ রাত ৮:৩৫

বেলায়েত মাছুম বলেছেন:
লিখতে চাইলাম একটা প্রেমের গান, কিন্তু লেখা শেষে মনে হল ঠিক প্রেমের গান এটা আর হয়ে ওঠেনি


পড়ে তো মনে হল সবটাই প্রেম।

১৬ ই মার্চ, ২০১৫ ভোর ৬:০৭

শরৎ চৌধুরী বলেছেন: দেশ প্রেম?

১২| ১৫ ই মার্চ, ২০১৫ সকাল ৮:২৭

মাসুম মুনাওয়ার বলেছেন: ভালো লাগলো

১৬ ই মার্চ, ২০১৫ ভোর ৬:০৮

শরৎ চৌধুরী বলেছেন: অনেক অনেক ধন্যবাদ মাসুম। শুভেচ্ছা অশেষ।

১৩| ১৫ ই মার্চ, ২০১৫ রাত ৮:৫৬

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

//কোথায় যাবো বল
কোথায় পালাবো বল
সন্ধ্যা ঘনিয়ে আসে
লাশের গন্ধ ভাসে //


যা নেই তাকে ঘিরে কেন সন্ধ্যা হবে?
লাশ তো আছে... তার গন্ধও ভাসে :(



১৯৪৫ সালের হিরোশিমার সাথেও মেলাতে পারেন ;)



প্রবাসে ভালো থাকা হোক!

১৬ ই মার্চ, ২০১৫ ভোর ৬:০৯

শরৎ চৌধুরী বলেছেন: মইনুল। একেবারে মন থেকে উত্তর দিলেন। হিরোশিমার প্রভাবটাও যে আপনার চোখে পড়েছে তা দারুণ।

আপনাদের ছেড়ে প্রবাসে কতইবা ভালো থাকবো? আপনারা অনেক ভালো থাকুন।

১৪| ১৭ ই মার্চ, ২০১৫ রাত ১১:৩৬

বোকা মানুষ বলতে চায় বলেছেন: পুরো লেখায় আপনার সমসাময়িক কালের মনোজগতের প্রতিফলন দেখতে পেলাম। সুদূর জাপানে থেকেও দেশের আগুনে পোড়া মানুষ আর তাদের লাশের আর্তনাদ ছুঁয়ে যায় আপনার রাতের একাকী নিভৃত সময়ে, আপনার চিন্তার জগতে নাড়া দেয়। আর তারই ছায়া দেখতে পেলাম এই প্রেমের কবিতায়।

ভালো আছেন নিশ্চয়ই। ভালো থাকুন সবসময়, শুভকামনা রইল।

১৫| ১০ ই মে, ২০১৫ রাত ১১:৩১

একজন আরমান বলেছেন: অনেক দিন পর ব্লগে এসে চৌধুরী সাহেবের লেখা পড়লাম। ভালো লাগলো। :)

১৬| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:২৩

আমিনুর রহমান বলেছেন:



শুভ জন্মদিন !:#P !:#P !:#P

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.