নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কাট ইয়োর বডি এর্কোডিং টু ইয়োর ইমেজ

শরৎ চৌধুরী

তুমি তোমার ইমেজ মতইপ্রোফাইল বানাওকি ব্লগেকি জীবনে

শরৎ চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

বুড়ি ডুবুরি

৩০ শে জুন, ২০২০ সকাল ৭:০৪




গরম হাতে কফি নিতে গিয়ে

মাইক্রোওয়েভের ভেতরটা পুড়ে গেল

সেই যে মুছতে শুরু করেছি ফেনাফেনাফেনা

তাতো সামুদ্রিক

শেওলা চাষী বলে নাম ছিল সুগাতা

মাংস খেয়েছিলাম বলে নাম দিয়েছিলাম তিমি

ঝাঁঝ বলে ওয়াসাবী

যৌনতা বলে প্রেম,

কী-বোড‍র্ টিপছিলাম বলে

তোমার বারান্দায় একটুখানি ভিক্ষা

বৃষ্টিতে জিহ্বা...

গরম হাতে কফির উচ্ছাস!

ফেনাফেনা



শাড়ি পড়ে, কফিনে শুয়ে থাকা

শাড়িতে কফির দাগ অনবরত

আর ওয়াশিং মেশিনে

ঘুরছি বলে ডিটারজেন্ট

ঝরে পড়ছে

তুমি দেখছো বলেই

এরিএলের বাক্সে ছিল গন্ধ

তোমাদের নাকে নাকে

পাতা-র পরে কাগজ

চ্যাপ্টা চ্যাপ্টা

বেশ কিন্তু!

সান্তনার সন্তান

খুনঋষি, দূরত্ব বলেই কাছে

হাহাহাহাহাহাহাহাহাহাহা

ডুবে গেছে বলেই লঞ্চ

বুদবুদ বুদবুদ বুড়ি ডুবুরি

ঘোলা পানিতে তোমার সন্তরণ হবো

বুঝলে বুড়ি

তিমিগুলো উল্টে গেলেই

ফেনাগুলো শুকিয়ে আসলেই

বাক্সে গন্ধ ঢুকলেই

সন্তান বড় হলেই

ভেবেছিলাম

কিছু একটা হব

কিন্তু তোমাকে পাওয়ার পর, বুঝলে বুড়ি ডুবুরি

আমার হতে হচ্ছে না কিছুই

আহ!



নিয়মিত ভাটায় তোমার গভীর দাগ

দেবে যাচ্ছে কাঁদায়

জানি, এর তো কোন নাম নেই!



শরৎ চৌধুরী, হিরোশিমা, জাপান।

মন্তব্য ১৪ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ৩০ শে জুন, ২০২০ সকাল ৮:৪৭

আর্কিওপটেরিক্স বলেছেন: সকাল করে লাইকটা উপচে পড়লো ;)

৩০ শে জুন, ২০২০ সকাল ১০:৫১

শরৎ চৌধুরী বলেছেন: এভাবে বলা যে একটা আর্ট, সে বিষয়ে কোন সন্দেহ নেই, ভেতরে ভেতরে খুশি হলাম খুব। কৃতজ্ঞতা।

২| ৩০ শে জুন, ২০২০ সকাল ৯:৪১

সেলিম আনোয়ার বলেছেন: তোমার আগমনে মন টা ভালো হয়ে গেল এই দূর্দিনে। শুভ সকাল শরৎ । সুন্দর কবিতা।

৩০ শে জুন, ২০২০ সকাল ১০:৫১

শরৎ চৌধুরী বলেছেন: আর তোমার কমেন্টে পুরোটা সকাল। অনেক কৃতজ্ঞতা সেলিম।

৩| ৩০ শে জুন, ২০২০ সকাল ১০:২৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর কবিতা

৩০ শে জুন, ২০২০ সকাল ১০:৫২

শরৎ চৌধুরী বলেছেন: ছবি, আপনার কমেন্টে মন ভালো হয়ে গেল, একেবারে ভেতর থেকে। অশেষ কৃতজ্ঞতা।

৪| ৩০ শে জুন, ২০২০ সকাল ১০:৫৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান দাদা
ভালো সুস্থ ও নিরাপদ থাকুন
সু কামনা সতত

৩০ শে জুন, ২০২০ সকাল ১১:৩৭

শরৎ চৌধুরী বলেছেন: অনেক অনেক ধন্যবাদ৤

৫| ৩০ শে জুন, ২০২০ সকাল ১১:৫৬

রাজীব নুর বলেছেন: সুন্দর আবেগ থেকে সুন্দর কবিতা।

৩০ শে জুন, ২০২০ দুপুর ১:২৮

শরৎ চৌধুরী বলেছেন: অনেক ধন্যবাদ রাজীব

৩০ শে জুন, ২০২০ দুপুর ১:২৯

শরৎ চৌধুরী বলেছেন: মাঝখানে শুনলাম আপনি ব্লগ ছেড়ে চলে যাচ্ছেন...যাননি দেখে ভালো লাগছে

৬| ৩০ শে জুন, ২০২০ দুপুর ১:১৯

নেওয়াজ আলি বলেছেন: সুনিপুণ প্রকাশ।

৩০ শে জুন, ২০২০ দুপুর ১:২৮

শরৎ চৌধুরী বলেছেন: অনেক অনেক ধন্যবাদ

৭| ৩০ শে জুন, ২০২০ বিকাল ৫:০৫

ইসিয়াক বলেছেন:





খুব সুন্দর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.