নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কিচেনের কুকুর ঘুমাইতে পারে নাই
রাতভর তেলাপোকারা
আসছে
তারা চীৎকার দিতে দিতে আসছে
পা চাটায় ঘুম ভাঙ্গছে
কুকুর বিছানায় উঠতে চায়
কুকুর বিছানায় আদর চায়
তারে বললাম
কিচেনে যায়া শো
সে ভয় পায়
তেলাপোকারা আসছে চীৎকার দিতে দিতে
তারা মিছিল কইরা আসছে
আমাদের পবিত্র বিছানায়
কুকুর বিছানায় উঠতে চায়
তারে বললাম
চল কিচেনে যায়া শুই
সে ভয় পায়
তেলাপোকাদের বললাম
আসো বিছানায় আসো
তেলাপোকারা আসছে চিৎকার দিতে দিতে
তেলাপোকাদের কথা বোঝা যায় না
তারা কোনদিকে যাবে বোঝা যায় না
শরৎ চৌধুরী, হিগাশি হিরোশিমা, জাপান
২রা জুলাই
০২ রা জুলাই, ২০২০ সকাল ৯:৫৭
শরৎ চৌধুরী বলেছেন: নাহ মারছি না, আপনার ছবিব্লগ আরো ভালো হতে পারে কিন্তু।
২| ০২ রা জুলাই, ২০২০ ভোর ৫:১৭
নেওয়াজ আলি বলেছেন: নিখুঁত লেখনী l
০২ রা জুলাই, ২০২০ সকাল ৯:৫৭
শরৎ চৌধুরী বলেছেন: কৃতজ্ঞতা আলি।
৩| ০২ রা জুলাই, ২০২০ ভোর ৫:৫৮
ইসিয়াক বলেছেন: কবিতা
০২ রা জুলাই, ২০২০ সকাল ৯:৫৮
শরৎ চৌধুরী বলেছেন: একদম কবিতা কবিতা মনে হয় না রাইট?
৪| ০২ রা জুলাই, ২০২০ সকাল ১০:৪৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: আর কিছু পাইলেন না দাদা তেলাপোকা আামার দুশমন
গোস্বা করলাম আপনের সাথে, তেলাপোকার নাকে ঘুষি
৫| ০২ রা জুলাই, ২০২০ সকাল ১১:০১
রানার ব্লগ বলেছেন: কাজী ফাতেমা @ একটা ঘুসি মেরে দেখান তো আমি নিশ্চিত আপনি তেলাপকা দেখে জানালা ধরে ঝুলে পরেন আর বিজাতীয় ভাষায় চিৎকার করেন।
কবিতা সুন্দর হইছে, সব সময় তেলাপকা কে আমন্ত্রন জানাবেন না মাঝে মাঝে কুকুর কেও চাটতে দিন।
৬| ০২ রা জুলাই, ২০২০ দুপুর ১২:২২
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: নাহ মারছি না, আপনার ছবিব্লগ আরো ভালো হতে পারে কিন্তু।
এখন আর মন দিয়ে ছবি তুলি না।
এখানে আমার তোলা কিছু ছবি আছে। সময় পেলে দেখবেন।
©somewhere in net ltd.
১| ০২ রা জুলাই, ২০২০ রাত ২:১৪
রাজীব নুর বলেছেন: তেলোপোকাদের মারবেন না ওরা যতই মিছিল টিছিল করুক।