নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তোমাকে একটা অন্ধকার ঘর কিনে দেবো বলে
আলোতে আলোতে এই যে বিচরণ
তাতে আমার চোখ পুড়ে গেছে
কর্ণিয়ার রক্ত, সাদায় সাদা হয়ে অস্পষ্ট একটা রেখা
মিলিয়ে যাচ্ছে
সফেদ সিমেন্টে মেলানিনগুলো হাঁসফাঁস করে
সুঁই দিয়ে বের করেছে বিন্দু বিন্দু
তোমার একটা কালো অন্ধকার আকাশের বিনিময়ে
নখগুলো নতুন করে বসিয়েছে ওরা
দাঁতগুলো উপড়ে নতুন মাড়ী, সাদা সাদা
এরপর চুলগুলোকে চাষ করে মাথায় বসাতে
ওরা খুলিটাকেও…ডিটারজেন্ট আর ব্লিচ দিয়ে ধুয়েছে
রক্তে আমার ব্লিচের গন্ধ
তোমার অন্ধকার ঘরের অন্ধ কুকুরটা টের পাবে মাইল পাঁচেক থেকে
আমার বীর্জ্য যথেষ্ট সাদা নয় বলে ওরা পরিষ্কার করেছে মিহি-এসিডে
তোমার প্রিয় কালো লোমগুলোকে উপড়ে ফেলে সাদা মার্বেলের মত সাফ করে দিয়েছে
এরপর আমি হয়ে উঠেছি একদম সাদা, ওদের মতন
তোমার জন্য পাঠালাম আমার কালো অবশেষ
যদি না পাও মনে রেখো অন্ধকার আছে
তোমার ঘরের জন্য যে টাকা আমি দিয়ে রেখেছিলাম দালালকে
যদি না পাও মনে রেখো অন্ধকার আছে
আমার মত তোমাকেও যদি ওরা ধরে নিয়ে আসে
মনে রেখো অন্ধকার আছে
যদি ভুলে যাও…
তবুও অন্ধকার আছে
শরৎ চৌধুরী, পল্লবী, ঢাকা ২৮শে জুলাই ২০২১
২৮ শে জুলাই, ২০২১ দুপুর ১২:৫৭
শরৎ চৌধুরী বলেছেন: কৃতজ্ঞতা সেলিম।!
২| ২৮ শে জুলাই, ২০২১ রাত ৩:৫৮
কুশন বলেছেন: আসল অন্ধকার হলো মৃত্যু।
২৮ শে জুলাই, ২০২১ দুপুর ১২:৫৭
শরৎ চৌধুরী বলেছেন: ঠিক!
৩| ২৮ শে জুলাই, ২০২১ সকাল ৯:১১
শেরজা তপন বলেছেন: ভাল লাগল শরৎ ভাই
২৮ শে জুলাই, ২০২১ দুপুর ১২:৫৮
শরৎ চৌধুরী বলেছেন: অশেষ কৃতজ্ঞতা তপন।
৪| ২৮ শে জুলাই, ২০২১ সকাল ১০:৪৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: দারুন লাগলো কবিতা শরৎ ভাইয়া
সুস্থ ও নিরাপদ থাকুন
শুভেচ্ছা সতত
২৮ শে জুলাই, ২০২১ দুপুর ১২:৫৮
শরৎ চৌধুরী বলেছেন: ছবি শুভেচ্ছা জানবেন। ধন্যবাদ অনেক।
৫| ২৮ শে জুলাই, ২০২১ দুপুর ১২:০৯
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: চমৎকার কবিতা।
২৮ শে জুলাই, ২০২১ দুপুর ১২:৫৯
শরৎ চৌধুরী বলেছেন: বাঙালী অনেক শুভেচ্ছা আর শুভ কামনা।
৬| ২৮ শে জুলাই, ২০২১ রাত ১০:০০
পদাতিক চৌধুরি বলেছেন: শেষ পরিণতি যে অন্ধকার সুন্দর অভিব্যক্তিতে ফুটিয়ে তুলেছেন।
শুভেচ্ছা নিয়েন।
©somewhere in net ltd.
১| ২৮ শে জুলাই, ২০২১ রাত ১২:১২
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+