নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কাট ইয়োর বডি এর্কোডিং টু ইয়োর ইমেজ

শরৎ চৌধুরী

তুমি তোমার ইমেজ মতইপ্রোফাইল বানাওকি ব্লগেকি জীবনে

শরৎ চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

অজগর

০৩ রা আগস্ট, ২০২১ দুপুর ২:২৯


তারা কথা বলেন তাদের কথা হয় না।
তারা এক একটা মিনিং বাকশো নিয়া বইসা রইছেন।
তারা কথা বলেন আর বাকশো থেইক্কা অর্থ টানেন
অলস লাগলে তাদের চামচা অর্থ বাইর করেন
পানের মতন
তারপর তাদের মুখে তুইলা দেন
তারা চাবান
পিক ফেলেন
থুক! থুক! থুক!
তারা কথা বলেন তাদের কথা হয় না।
তারা এক একটা মিনিং বাকশো নিয়া বইসা রইছেন।
সেই বাকশো তারা অজগরের মত আগলাইয়া রাখেন।
আর আই ফোনের লাইনের মত আপনারা দাঁড়ায়া রইছেন
অজগররে কথা দিতে।
অজগরের গোয়া দিয়া না বাইরাইলে আপনাদের সাহিত্য হয় না।

শরৎ চৌধুরী, পল্লবী, ৩রা আগস্ট, ঢাকা ২০২১

মন্তব্য ১২ টি রেটিং +৫/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০৩ রা আগস্ট, ২০২১ দুপুর ২:৩৩

হাবিব বলেছেন: কবিতায় আক্রোশের বহি:প্রকাশ। দারুণ লাগলো।

০৩ রা আগস্ট, ২০২১ রাত ৮:১৯

শরৎ চৌধুরী বলেছেন: হাবিব অনেক ধন্যবাদ।

২| ০৩ রা আগস্ট, ২০২১ দুপুর ২:৪০

কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর হয়েছে কবিতা মাশাআল্লাহ

০৩ রা আগস্ট, ২০২১ রাত ৮:২১

শরৎ চৌধুরী বলেছেন: ছবি, এইসব ঝাঁঝালো কবিতা আপনার ভালো লেগেছে? অনেক ধন্যবাদ।

৩| ০৩ রা আগস্ট, ২০২১ বিকাল ৩:০৪

ঠাকুরমাহমুদ বলেছেন:




তারা এক একটা মিনিং বাকশো নিয়া বইসা রইছেন।
তারা কথা বলেন আর বাকশো থেইক্কা অর্থ টানেন
অলস লাগলে তাদের চামচা অর্থ বাইর করেন


ভয়ঙ্কর কবিতা। শরৎদা হাত কখনো কখনো তলোয়ারের চেয়েও ধারালো হয় খুব সম্ভব তখন এমন কবিতা লেখা সম্ভব। ভাবছি কবিতা লেখার মুহুর্তে আপনার হাত কতোটা ধারালো ছিলো!

একটি অসামান্য কবিতা উপহার দেওয়ার জন্য আপনাকে বিশেষ ভাবে ধন্যবাদ জানানো হচ্ছে।

০৩ রা আগস্ট, ২০২১ রাত ৮:২৩

শরৎ চৌধুরী বলেছেন: মাহমুদ আমি আসলে আপনার কমেন্টে আনন্দিত! কবিতাকে ঠিক তার মূল সুরে সহজেই ধরে ফেলবেন এটা একটা প্লিজেন্ট সারপ্রাইজ। কবিতাটার ভয়ঙ্কর রুপটা যে আপনি সহজেই লোকেট করলেনম এর জন্য অভিনন্দন!

৪| ০৩ রা আগস্ট, ২০২১ বিকাল ৪:১২

খোলা জানালা। বলেছেন: দারুণ লাগলো !

০৩ রা আগস্ট, ২০২১ রাত ৮:২৩

শরৎ চৌধুরী বলেছেন: অনেক ধন্যবাদ খোলা জানালা। পাঠকরা তাহলে বেঁচে রয়েছেন।

৫| ০৪ ঠা আগস্ট, ২০২১ সকাল ১১:৫৫

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।

০৮ ই আগস্ট, ২০২১ সকাল ৯:১৪

শরৎ চৌধুরী বলেছেন: অশেষ ধন্যবাদ রাজীব, অনেক কৃতজ্ঞতা।

৬| ০৪ ঠা আগস্ট, ২০২১ রাত ৯:১৫

খায়রুল আহসান বলেছেন: 'তাদের' এবং চামচাদের ভূমিকাটা অতি চমৎকারভাবে তুলে ধরেছেন কবিতায়। + +

০৮ ই আগস্ট, ২০২১ সকাল ৯:১৪

শরৎ চৌধুরী বলেছেন: খায়রুল আহসান, অনেক অনেক ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.