নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কাট ইয়োর বডি এর্কোডিং টু ইয়োর ইমেজ

শরৎ চৌধুরী

তুমি তোমার ইমেজ মতইপ্রোফাইল বানাওকি ব্লগেকি জীবনে

শরৎ চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

পিস কিপিং

০৫ ই মার্চ, ২০২২ রাত ২:১৩


অনেকগুলা কামুক সন্ধ্যার পর
আমাদের হাতে ছিল
ওরহান পামুক
ইস্তাম্বুলের গলিতে বিয়া করার শখ জাগছিল
তুমি বললা; এইসব শখ ইউরোপীয়ান
ঢাকার বাজারে এতগুলা বাদামী ইউরোপ হাঁটে
বই কিনে, “ইউরোসেন্ট্রিক”
তোমারে তো পাত্তা দেয় না
ইউক্রেনের মত একদিন আমরাও
ন্যাটো হবো বুঝলা
এরপর ফিলিস্তিনে যাবো বিয়া করতে
তুমি বললা, যাও-
ইউএন-এ আর তোমার চাকরী হইল না
আমি বললাম, ক্যান শান্তি বাহিনী?
তুমি হাসলা খ্যাকখ্যাক
অত্যন্ত কুৎসিত-
তোমার হাসি থেইক্কা ঝরঝর কইরা
রুচি পড়তে থাকলো মিরপুরের রাস্তায়
মেট্রোরেলের ডেব্রি
যেন রাশিয়ার বিস্ফোরণে ভাইঙ্গা যাওয়া মুখ
বললা, “সবার সব হয়না সোনা”
আমি বললাম, “কিন্তু আমরা তো গ্লোবাল হইছি”
তুমি বললা,”এল ডি সি”
কি কুৎসিত তোমার হাসি
আর আমি বিয়ার কথা ভাবতেছিলাম।

শরৎ চৌধুরী, ঢাকা। ৫ই মার্চ বিশবাইশ।

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৫ ই মার্চ, ২০২২ সকাল ১০:১২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: সবার সব কিছু হয় না সোনা

পিস কিপিং ইজ রিয়্যালি এ চ্যালেঞ্জিং টাস্ক।

কবিতা জটিল হয়েছে :)

১৬ ই মার্চ, ২০২২ দুপুর ১২:৫০

শরৎ চৌধুরী বলেছেন: দুঃখিত অনেক দেরী করে উত্তর করছি। সোনাবীজকে পেয়ে খুব খুশি হইলাম।

২| ০৫ ই মার্চ, ২০২২ সকাল ১১:৪৪

শাহ আজিজ বলেছেন: আমি ভুলে পিস কিসিং পড়তেছিলাম :P

১৬ ই মার্চ, ২০২২ দুপুর ১২:৫১

শরৎ চৌধুরী বলেছেন: হা হা হা হা, দুঃখিত অনেক দেরী করে উত্তর করছি, তবে আপনার কমেন্টের স্যাটায়ারটা দারুণ।

৩| ০৫ ই মার্চ, ২০২২ দুপুর ২:১৬

রাজীব নুর বলেছেন: বাহ সুন্দর কবিতা।

১৬ ই মার্চ, ২০২২ দুপুর ১২:৫২

শরৎ চৌধুরী বলেছেন: যথার্থ লোক একদম ঠিকঠাক জায়গায়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.