নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কাট ইয়োর বডি এর্কোডিং টু ইয়োর ইমেজ

শরৎ চৌধুরী

তুমি তোমার ইমেজ মতইপ্রোফাইল বানাওকি ব্লগেকি জীবনে

শরৎ চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

শহরে অনেক এসেক্সুয়াল

০৭ ই মার্চ, ২০২২ রাত ৮:০২

তুমি শারীরিক হইতে পারতাছোনা বইন
কষ্টটা আমি বুঝি
এইটা প্রজাতির কষ্ট

কি করমু কও
একটা গাছের মত ঠায় দাঁড়ায়া থাকলাম
তুমি পাশ দিয়া গেলা
তোমার গন্ধে আমি চুপ থাকলাম
যেন মইরাই থাকলাম
তাও যদি তুমি নিরাপদ বোধ করো
বাকী কইল, শহরে নাকি অনেক এসেস্কুয়াল

আগে বাদীরা থাকতো
উনাদের ভীড় বাড়তে বাড়তে কমন হয়া গেছে
তুমি ব্যাডাটার হাত ধরলা, আমি দেখলামও না
অথচ তুমি ভাবলা দেখছি!
কইষা চড় দিলা;
"বাঞ্চোতের বাচ্চা" বইলা চিৎকার দিলা
তোমার ব্যাডা বন্ধুটারে

কিছু পাতা নড়ল, পাখি উইড়া গেল, আমিতো গাছ
সিগারেটটা ঘইষা দিলা
ছবি তুললা
গ্রুপে শালিশ বসাইলা
ইনবক্সে নালিশ ছড়াইলা
একটা নিরিহ গাছরে তুমি ভাইরাল দিলা
আনিস ভাইরে নকল করতে যাইয়া
নতুন টাকলায় আমারে কাইটা ফেলল

আমি কাকের চোখে বাসা বাঁধলাম
তুমি থু দিতে দিতে দাঁতব্রাশ করো
আয়নায় তাকায়া বল রেহানা! রেহানা!
সারা শহরভর্তি স্টকার
সবগুলারে মনে হয় ঢুইকা যাইতে চাইতাছে
তুমি বটি হাতে কাটতে নামলা
কাটতে কাটতে কাটতে
তুমি ক্লান্ত হয়া বইলা
ওয়াজের দল সইরা গেল
এনজিওর দল চাইপা গেল
টাকার দল হাসতে থাকলো
কবিতার দল মদ খাইতে ছুটলো

বাকী কইল, শহরে নাকি অনেক এসেস্কুয়াল
ঘুমা বইন ঘুমা
বিশ্বাস কর তোরে আমি দেখি নাই
গাছ হইয়া যা
গাছের কোন কাটাকাটি নাই

শরৎ চৌধুরী, ৭ই মার্চ, ঢাকা বিশবাইশ
উৎসর্গঃ বাকী বিল্লাহ

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৮ ই মার্চ, ২০২২ রাত ১২:২৯

নাহিদ ২০১৯ বলেছেন: ভাল লিখেছেন

১৬ ই মার্চ, ২০২২ দুপুর ১২:৫২

শরৎ চৌধুরী বলেছেন: অনেক ধন্যবাদ নাহিদ।

২| ০৮ ই মার্চ, ২০২২ রাত ১:০৮

রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা। ভাষা সুন্দর।

১৬ ই মার্চ, ২০২২ দুপুর ১২:৫৫

শরৎ চৌধুরী বলেছেন: রাজীব ছাড়া আর কেই বা বলবে।

৩| ০৮ ই মার্চ, ২০২২ দুপুর ১২:৩১

অধীতি বলেছেন: অনেক ভালো হইছে।

১৬ ই মার্চ, ২০২২ দুপুর ১২:৫৪

শরৎ চৌধুরী বলেছেন: অনেক ধন্যবাদ।

৪| ০৮ ই মার্চ, ২০২২ বিকাল ৪:১৩

ফয়সাল রকি বলেছেন: আসলেই কি শহরে অনেক এসেস্কুয়াল? তাহলে আর গাছ হবার দরকার কী?

১৬ ই মার্চ, ২০২২ দুপুর ১২:৫৪

শরৎ চৌধুরী বলেছেন: শহরে নতুন ট্রেন্ড কিন্তু, একদিকে কামজর্জরিত গোষ্ঠী অন্যদিকে জর্জরিত অবস্থা দেখে বিরক্ত এস্যাক্সুয়াল দল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.