নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ক-একটিমাত্র রুচিশীলের অপেক্ষায়
ঢাকার রুচিগণ রুচিতার সাথে প্রণয়ে যায়া বুঝলো
রুচিতা আর রুচিতে নাই
সে দ্বিধাহীন হইতে শিখা গেছে
সে সিনেমায় মজে না
সে কেন্দ্রে যায় না
এমনকি সে গ্রামেও যায় না
এমনকি সে গ্রুপেও যায় না
তার আর যাওয়ার দরকার হয় না
আবার তার যাওয়ার দরকারও হয়
রুচিতা, আপনার সাথে আমার কবে দেখা হবে?
রুচিতা, আপনার সাথে দেখা হবার জন্য আমার
রুচিহীন মনটা ভীষণ অরুচিকর অপেক্ষায় আছে
কই আপনি রুচিতা, তুই কই?
তুই আমারে কোনদিন গাড়ীতে কইরা
পদ্মার ওপারে নিয়া যাবি?
পদ্মা ব্রীজের উপর দিয়া যাইবার টাকা আমার কবে হইবো?
আমার খুব ইচ্ছা করে
পদ্মা ব্রীজের উপরে আমি ঘুমামু
জগতের কোনো দেশ
আমারে ব্রীজের উপরে ঘুমাইতে দেয় নাই
কিন্তু আমার ব্রীজের উপর ঘুমানির খুব শখ
রুচিতা; একটা পলিটিক্যালি কারেক্ট গাড়ী কিনিস প্লিজ
শরৎ চৌধুরী, ঢাকা, ৩০শে জুলাই ২২।
০৪ ঠা আগস্ট, ২০২২ সকাল ১১:৫৭
শরৎ চৌধুরী বলেছেন: আরে সোনাবীজ, অশেষ কৃতজ্ঞতা মনোযোগী পাঠক। রুচিতা হইল রুচি সাম্রাজ্যকে চ্যালেঞ্জ করা সেই মানুষ, যার প্রেমে পড়তেই হয়। একটা বিশেষ্য যেমন তারও অধিক বিশেষণ। রুচিতা হয়ত এখনো রক্ত মাংসের মানুষ নন অথবা হতেও কতক্ষণ?
টেকনিক্যালি বা মেকানিক্যালি কারেক্ট বা ফিট গাড়ি তো সহজ। এর মাঝে আবার নতুন করে ট্রেন্ড উঠেছে পলিটিক্যালি কারেক্ট গাড়ি চালানোর। আরে মানুষ মাত্রই তো পলিটিক্যালি ইনকারেক্ট। বোঝেন অবস্থা, কি সব দাবী। তাই রুচিতার কাছে দাবী যে জীবন একটু সহজ করতে হলেও যেন সে পলিটিক্যালি কারেক্ট গাড়ি কেনে।
©somewhere in net ltd.
১| ০৩ রা আগস্ট, ২০২২ সকাল ১০:০০
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
রুচিতা, একটা পলিটিক্যালি কারেক্ট গাড়ি কিনিস প্লিজ
টেকনিক্যালি বা মেকানিক্যালি কারেক্ট বা ফিট গাড়ির কথা বললে কিছুটা মাথায় আসতো, পলিটিক্যালি কারেক্ট গাড়ি বলে তো ধন্ধে ফেলে দিলেন
যাই হোক, থার্ড পার্সন থেকে আপনি, আবার আপনি থেকে হঠাৎ তুইতে নামায় চমক ছিল ও আনন্দ পেয়েছি। স্টাইলটা ভালো লেগেছে। আমি কিছু কবিতায় প্রেমিকারে 'আপনি' বলেছি, আর তুই তুমি তো গতানুগতিক সম্বোধন সব কবিদেরই
কিন্তু এই রুচিতা কে, বা কী?