নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাতাসকে গুরুত্ব দিও
তখনও
যখন সে নিরব থাকে
পাহাড় থাকে না
ভালোবাসা থাকেনা
হাড় থাকেনা
যতই লেপ্টে থাকো, সগর্বে ঝকঝক করো
একদিন তুমি দেয়ালের কস্টেপের মত যাবে খুলে
বাতাসকে গুরুত্ব দাও
যখন যে নিরব থাকে
তারসাথে ভেসে থাকো
তুমি তো আর পাখি নও
ধুপ করে পড়ে যাবে
ব্যাথা পাবে
হালকা হও
ব্যাথাগুলো দেয়ালে আঁকো
দেয়াল হয়ো না।
শরৎ চৌধুরী, ২৯ শে অগাস্ট, ২০২২। ব্র্যাক। মহাখালী।
৩১ শে আগস্ট, ২০২২ সকাল ৯:৫৯
শরৎ চৌধুরী বলেছেন: সাধু অনেক ধন্যবাদ।
২| ২৯ শে আগস্ট, ২০২২ সন্ধ্যা ৬:৫৪
খায়রুল আহসান বলেছেন: "ব্যথাগুলো দেয়ালে আঁকো, দেয়াল হয়ো না" - গভীর তাৎপর্যময় একটি পরামর্শ!
বাতাস নীরব থাকলেও তাকে গুরুত্ব দিতে হবে, এ কথাটাও।
চমৎকার কবিতা!
৩১ শে আগস্ট, ২০২২ সকাল ১০:০০
শরৎ চৌধুরী বলেছেন: ধন্যবাদ অশেষ , আপনি একদম যথার্থ দেখেছেন।
৩| ২৯ শে আগস্ট, ২০২২ সন্ধ্যা ৭:২৪
আহমেদ জী এস বলেছেন: শরৎ চৌধুরী,
বাতাসী কবিতা!
বাতাসী হয়েই জীবনটাকে ভাসাতে হবে পাখির মতো বাতাসে যাতে আকাশ থেকে খসে পড়তে না হয়। কিন্তু শেষ আকাশে ডানা মেলার পরে পাখীরা আর উড়বে কোথায় ??????
৩১ শে আগস্ট, ২০২২ সকাল ১০:০১
শরৎ চৌধুরী বলেছেন: উড়তে উড়তে মিলিয়ে যাবে। অনেক অনেক ধন্যবাদ আর কৃতজ্ঞতা।
৪| ২৯ শে আগস্ট, ২০২২ রাত ১০:১৬
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
চমৎকার হয়েছে শরৎ দাদা।
৩১ শে আগস্ট, ২০২২ সকাল ১০:০১
শরৎ চৌধুরী বলেছেন: নূর অনেক ধন্যবাদ।
৫| ২৯ শে আগস্ট, ২০২২ রাত ১১:৩০
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
কাউকে কাউকে দেয়াল হতে হবে,
নাহলে মানুষ দুঃখ আঁকবে কোথায়!!!
কিছু মানুষ দেয়াল হয়ে জন্ম হোয়,
মানুষের দুঃখ বয়ে বেড়াবে বলেই!
৩১ শে আগস্ট, ২০২২ সকাল ১০:০২
শরৎ চৌধুরী বলেছেন: শাইয়্যন, তাও তো কথা। শুভেচ্ছা অশেষ।
৬| ৩০ শে আগস্ট, ২০২২ সকাল ৯:৪০
কাজী ফাতেমা ছবি বলেছেন: দারুন সুন্দর
৩১ শে আগস্ট, ২০২২ সকাল ১০:০২
শরৎ চৌধুরী বলেছেন: ছবি, অনেক ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ২৯ শে আগস্ট, ২০২২ বিকাল ৫:২৬
রূপক বিধৌত সাধু বলেছেন: সুন্দর।