নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কাট ইয়োর বডি এর্কোডিং টু ইয়োর ইমেজ

শরৎ চৌধুরী

তুমি তোমার ইমেজ মতইপ্রোফাইল বানাওকি ব্লগেকি জীবনে

শরৎ চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

পিছলে যাচ্ছে পুরাতন

০১ লা সেপ্টেম্বর, ২০২২ সকাল ১১:২৪

এক রাস্তায় ফিরি_
আর প্রতিদিন থাইগ্লাসে
গলে গলে পড়তে দেখি আকাশ
প্লাস্টিক মুখে নেবে বলে
তুমি কি ছটফট করছো বারান্দায়?

চাকরিটা আমার ফেটে যাচ্ছে বেলা
লাভ ইজ এ প্রোলংড জেনোসাইড
দু-বছরে আমি ভালোবাসতে ভুলে গেছি
আয়না হয়ে গেছি

আর ক্রমাগত পিছলে যাচ্ছে আকাশ
আমি কোথায় দাঁড়াবো?


শরৎ চৌধুরী, মিরপুর ডিওএইচএস
৩১শে আগস্ট ২০২২।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০১ লা সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১:৪২

মোহাম্মদ গোফরান বলেছেন: কবিতা দারুণ লাগলো।

০৫ ই সেপ্টেম্বর, ২০২২ সকাল ৯:৩৭

শরৎ চৌধুরী বলেছেন: অশেষ ধন্যবাদ গোফরান। অনেক শুভেচ্ছা রইল।

২| ০১ লা সেপ্টেম্বর, ২০২২ দুপুর ২:২৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: লাভ ইজ এ প্রোলংগড জেনোসাইড - অসাধারণ পঙ্‌ক্তি।

খুবই সাবলীল কবিতা।

আমি কোথায় দাঁড়াব?


পুরোটা কবিতার শরীর জুড়ে একটা বিষাদের ছায়া।

শুভেচ্ছা রইল।

০৫ ই সেপ্টেম্বর, ২০২২ সকাল ৯:৩৭

শরৎ চৌধুরী বলেছেন: সোনাবীজ অশেষ শুভেচ্ছা আর কৃতজ্ঞতা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.