নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কাট ইয়োর বডি এর্কোডিং টু ইয়োর ইমেজ

শরৎ চৌধুরী

তুমি তোমার ইমেজ মতইপ্রোফাইল বানাওকি ব্লগেকি জীবনে

শরৎ চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

"কীইইইই কথা বলে না কেন"

১০ ই অক্টোবর, ২০২২ দুপুর ১২:৩৯


অধরগঞ্জ মাঠে প্যান্ডেল টানিয়ে ওয়াজ হচ্ছে, রাত হবার কারণে চারদিকে আলো; স্টেজ সরগরম!
ভক্তি, উত্তেজনা, ঘাম আর আলো আঁধারিতে মনে হচ্ছে
লাখো জনতার সমাবেশ।
হুজুর মাইকে আওয়াজ দিলেন,
"কীইইইই কথা বলে না কেন"
উত্তেজিত জনতা বলে উঠলেন,
"আছি আছি আছি"...

হুজুর জানেন ভালো; এই জনতা এক-একটা ঢেউয়ের মত।
সমুদ্রের মত তারে ডাকতে হবে, বারবার। যত ডাক তত ঢেউ, তত ফেনা।
হুজুর আবার মাইকে আওয়াজ দিলেন,
"কীইইইই কথা বলে..."

উনার কথাগুলো মাইক থেকে অর্ধেক বেরিয়েই, দম ত্যাগ করলো। দূরের দর্শকরা অবশ্য অনুমান করে নিলেন, হুজুর কি বলতে চেয়েছেন।
অকস্মাৎ অন্ধকারে ছেয়ে গেল পুরো প্যান্ডেল। গুঞ্জন শুরু হবে হবে করছে।

তখনি ভীড় থেকে কে যেন বলে উঠলো,
"হুজুরের ভাসুরের নাম কি গো?"
মোবাইলের স্ক্রীণের আলোর পেছন থেকে কে যেন উত্তর দিল,
"বিদ্যুৎ কুমার হবিনে।"
উত্তর শুনে একটা হালকা হাসির স্রোত যেন বয়ে গেল জনতার মাঝে।

স্টেজের কাছাকাছি কিছু মোবাইল অচিরেই জ্বলে উঠল। সেই প্রশ্নকর্তা আর উত্তরদাতাকে খুঁজতে ব্যস্ত হয়ে পড়ল।
এসবের মাঝেই;
অবিকল হুজুরের ভঙ্গিতে কে যেন বলে উঠল,
"কীইইইই কথা বলে না কেন"।
কিছু মোবাইল সেদিকেও ছুটে গেল।


শরৎ চৌধুরী, l দশে দশ, ২০২২।

মন্তব্য ৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১০ ই অক্টোবর, ২০২২ বিকাল ৩:১১

শেরজা তপন বলেছেন: যেহেতু ছেলেদের ভাশুর হয় না সে তো মনে হচ্ছে ব্যাপারটা কোনো আঞ্চলিক হাস্যরসের সাথে সম্পর্কিত।
প্রতি উত্তরে বলা হলো যে ভাসুরের নাম 'বিদ্যুৎ কুমার'এই হিউমারটা সবার বুঝে উঠতে সময় লাগবে।
যদি সত্যি হয়ে থাকে তবে ঘটনাটা যেখানে ঘটেছিল সেখানে সম্ভবত খুব মজার ছিল পুরো বিষয়টা।

আপনাকে বেশ অনেকদিন পরে দেখলাম শরৎ দা

১২ ই অক্টোবর, ২০২২ সকাল ১১:৩৭

শরৎ চৌধুরী বলেছেন: প্রিয় তপন। এভাবে যে মনে রেখেছেন সেটার জন্য অশেষ কৃতজ্ঞতা। এটা আসলে সূক্ষ স্যাটায়ার। এজন্যই ভাসুর। এটা সত্য ঘটনা না, তবে অসত্যও কি? আমি নিশ্চিত আপনি বুঝেছেন।

২| ১০ ই অক্টোবর, ২০২২ বিকাল ৫:০৯

বোকা মানুষ বলতে চায় বলেছেন: অনেক অনেক দিন পর। কেমন আছেন?

১২ ই অক্টোবর, ২০২২ সকাল ১১:৩৮

শরৎ চৌধুরী বলেছেন: আরে বুদ্ধিমান মানুষ কেমন আছেন? আমাকে মনে রাখার জন্য অশেষ কৃতজ্ঞতা। আমি ভালৈ আছি, আপনি কেমন আছেন?

৩| ১১ ই অক্টোবর, ২০২২ দুপুর ২:১৫

মোহামমদ কামরুজজামান বলেছেন: "কিইইই ------- কথা কঈন না কেন" বিষয়টা পুরো স্পষ্ট নয় ।

তারপরও ----------------

১২ ই অক্টোবর, ২০২২ সকাল ১১:৩৮

শরৎ চৌধুরী বলেছেন: কামরুজ্জামান, ধন্যবাদ, হয়ত আস্তে আস্তে স্পষ্ট হবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.