নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মাঝে মাঝে আমার প্লেনে ওঠার দরকার হয়
আমার মনে হওয়া দরকার হয় যে
আমি উড়ে যেতে পারি
আমি, এই দেহখানা নিয়ে
অন্য একটা দেশে চলে যেতে পারি
আমার বিশ্বাস করা দরকার হয় যে
মানুষ মেঘের উপরেও উঠতে চেয়েছে
সে আকাশ ছুঁতে চেয়েছে
মানুষ তো আকাশ ছোঁবেই
আমার মনে হওয়া দরকার হয় যে
আরো বন্দর আছে__
সেখানে অন্য মানুষেরা অপেক্ষা করে অন্য মানুষের__
শুধু মানুষ বলেই__
মাঝে মাঝে আমার প্লেনে ওঠার দরকার হয়
মনে হয়, আমাদের অন্তত একটি বিমানবন্দর থাকুক__
আমি গভীর শ্রদ্ধা নিয়ে সেই বিমানবন্দরে থাকবো
উড়তে চাওয়া মানুষগুলোর জন্য অপেক্ষা করবো
যদিও জানি তাঁরা অনেকেই লাশ হয়ে ফেরেন, থাকেন কফিনে__
মধ্যপ্রাচ্য, ইতালি থেকে
উনাদের দেহ পঁচে যায়__
গলে যায়__
ফ্রীজারে থেকে বিবর্ণ-কালচে-নীল হয়ে যায়__
তবুও আমি তাঁদের জন্য অপেক্ষা করবো
__মানুষ তো পাখীর জাত
আমি সেই পাখীগুলোর জন্য অপেক্ষা করবো__
মাঝে মাঝে আমার প্লেনে ওঠার দরকার হয়
আমার মনে হওয়ার দরকার হয়ে যে
মাটির মানুষ উড়তে চেয়েছে
কখনো কখনো পেরেছে__
শরৎ চৌধুরী, ঢাকা, বারো অক্টো বাইশ।
১৩ ই অক্টোবর, ২০২২ দুপুর ১২:৪৪
শরৎ চৌধুরী বলেছেন: অশেষ শুভেচ্ছা লিটন।
২| ১২ ই অক্টোবর, ২০২২ দুপুর ১২:৩০
কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর কবিতা
আমারও প্লেনে উঠা দরকার
আমিও উড়তে চাই
১৩ ই অক্টোবর, ২০২২ দুপুর ১:২৯
শরৎ চৌধুরী বলেছেন: ছবি, দ্রুত উড়ুন। অশেষ অশেষ শুভেচ্ছা আপনার জন্য।
৩| ১২ ই অক্টোবর, ২০২২ দুপুর ১:৩৩
শেরজা তপন বলেছেন: গতানুগতিক ধারা থেকে একেবারে ব্যতিক্রমধর্মী একটা কবিতা!
ভালো লেগেছে শরৎ দা
১৪ ই অক্টোবর, ২০২২ সকাল ৭:৪২
শরৎ চৌধুরী বলেছেন: তপন। অশেষ কৃতজ্ঞতা আর ধন্যবাদ। এমন পাঠকের জন্যই তো কবিতা লিখতে ইচ্ছে করে।
৪| ১২ ই অক্টোবর, ২০২২ বিকাল ৫:১৪
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।
১৪ ই অক্টোবর, ২০২২ সকাল ৭:৪২
শরৎ চৌধুরী বলেছেন: রাজীব, অশেষ কৃতজ্ঞতা আর শুভেচ্ছা, কেমন আছেন?
৫| ১২ ই অক্টোবর, ২০২২ বিকাল ৫:১৮
ম্যাভরিক০৫ বলেছেন: আর আমি প্লেন চালাই
মাঝে মাঝে না, রীতিমত পেশাদার।
কবিতা ভাল লাগলো।
১৪ ই অক্টোবর, ২০২২ সকাল ৭:৪৪
শরৎ চৌধুরী বলেছেন: ওয়াও। একটু ঈর্ষা হতে যেয়েও হল না, বরং সহব্লগার হিসেবে শুভেচ্ছাই জানাতে ইচ্ছে হল। শুভেচ্ছা অশেষ।
৬| ১২ ই অক্টোবর, ২০২২ রাত ৮:৫১
খায়রুল আহসান বলেছেন: আমারও মাঝে মাঝে প্লেনে ওঠার দরকার হয়, একই কারণে। প্লেন-ভ্রমণের যাত্রাপথে বিলম্বের কারণে আমি বিরক্তবোধ করি না।
মানুষের মাঝে কিছু কিছু পক্ষীকূলীয় প্রবণতা তো অবশ্যই আছে।
আমারও মাঝে মাঝে প্লেনে ওঠার দরকার হয়, একই কারণে। প্লেন-ভ্রমণের যাত্রাপথে বিলম্বের কারণে আমি বিরক্তবোধ করি না।
মানুষের মাঝে কিছু কিছু পক্ষীকূলীয় প্রবণতা তো অবশ্যই আছে।
১৪ ই অক্টোবর, ২০২২ সকাল ৭:৪৫
শরৎ চৌধুরী বলেছেন: আররে একদম ছবিসহ যথার্থ উত্তর আহসান ভাই। শুভেচ্ছা অশেষ। জগতের সকল পক্ষীকূলীয় প্রবণতার জয় হোক।
৭| ১৪ ই অক্টোবর, ২০২২ সকাল ৮:৫৯
অপ্সরা বলেছেন: আমারও মাঝে মাঝে প্লেনে ওঠা দরকার হয় কিন্তু প্লেন উড়লেই আমার পায়ের তলার মাটি সরে গেলো ভাবলেই আমার মাথা শূন্য হয়ে যায়!!! আমি কত ক্ষনে ধরাতলে পদার্পন করবো তাই ভেবেই আয়াতুল কূরসী পড়তে পড়তে আমার সকল আনন্দ মলিন হয়ে যায় ভাইয়া .........
০৭ ই নভেম্বর, ২০২২ দুপুর ১২:২৫
শরৎ চৌধুরী বলেছেন: আরে ব্যাপার না। আপনি তো পারবেনই। তবে এটা ঠিক আপনি অনেক মাটির মানুষ। শুভেচ্ছা অশেষ।
©somewhere in net ltd.
১| ১২ ই অক্টোবর, ২০২২ দুপুর ১২:১৮
আলমগীর সরকার লিটন বলেছেন: বেশ ভাবনাময়------------