নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সুন্দর মৃত্যু আপনার মেহরান
শার্ল দ্য গল-এ আমিও গিয়েছিলাম
৩০ ঘন্টার ফ্লাইট শেষে
৩৫ কেজি মাল সামানা
৯০ কেজির বাদামী দেহটা নিয়ে
জানলে দেখা করে আসতাম
রাষ্ট্র-পাসপোর্ট-সিলছাপ্পড় আর কাঁটাতারের দেয়াল
এই অযথা-রে বুঝেছিলেন খুব
তাই ভালোবেসেছিলেন টার্মিনাল
ফ্রান্স নিশ্চয়ই লজ্জা পেয়েছিল
শতহোক ইউরোপের “লিবারেলের” মুখ
গণতান্ত্রিক মারিওঁ কঁতিলার্দ এর বুক
চালাক স্পিলবার্গ, আমেরিকার ভালোছেলেকে দিয়ে
ব্যবসাও করেছিল খুব
মায়ের খোঁজে আপনি ছুটেছিলেন যুক্তরাজ্য-নেদারল্যান্ডস-জার্মান
পৃথিবীর কাব্য বোধহয় এটাই
ইমিগ্রেশনে আপনাকে প্রশ্ন করেছিল
“সো ইউ আর ফ্রম ইরান?”
প্রেমের খোঁজে আমিও ছুটেছিলাম ফ্রান্স
উষ্ণবুকের মিটলোফ আমাকে দেখিয়েছিল ইউরোপের গ্ল্যান্স
লালটুকুটুকে ওয়াইন
আর মুল্যা-রুঁজে ঢুকবার আড়াই বছরের লাইন
সুন্দর মৃত্যু আপনার মেহরান
টার্মিনালেই ফিরে গেলেন
ইতোমধ্যে ব্যবসা হল, গণতন্ত্র হোল, শরণার্থী হল
শুধু টিকে রইল আপনার সেই বেঞ্চ
আপনি দেখিয়ে দিলেন এইসব পাসপোর্ট অযথাই
গণতন্ত্র হল জর্জ ওরওয়েলের র্যাঞ্চ
এইসব লিবারেল, এইসব রাইটস, এইসব মানবতার “পোক”
র্যাঞ্চের মঞ্চ-পালা
আদতে একটা বিলো দ্যা বেল্ট ডার্টি জোক
বেঞ্চটুকু থাকুক, যেমন থাকবেন আপনি
র্যাঞ্চফ্যাঞ্চ গলে যাবে একদিন
তার আগে আপনার লাশটুকু বরং মহাশূণ্যে ছড়িয়ে দেয়া হোক
শরৎ চৌধুরী, ঢাকা ১৫-১১-বাইশ।
১৫ ই নভেম্বর, ২০২২ বিকাল ৩:৪৯
শরৎ চৌধুরী বলেছেন: রাজীব, পাঠের জন্য অশেষ ধন্যবাদ।!
২| ১৫ ই নভেম্বর, ২০২২ বিকাল ৩:৩৮
মিরোরডডল বলেছেন:
শরৎ কি আমার হাতে কিছু দেখতে পাচ্ছে ?
এ আর কিছুনা, আমার দাঁতগুলো খুলে পড়েছে ।
খুব দুঃসাহস করে কবিতাটা পড়তে এসেছিলাম ।
আর ওমনি দাঁতগুলো ……… ইয়ে.. মানে
১৫ ই নভেম্বর, ২০২২ বিকাল ৩:৪৮
শরৎ চৌধুরী বলেছেন: আপনার এই আন্তরিকতাকে কীভাবে যে ধন্যবাদ দেই! দাঁত খুব ভেঙ্গে যাচ্ছে?
দেখি একটু সহজ করা যায় কিনা: Click This Link
৩| ১৫ ই নভেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:৪৫
মিরোরডডল বলেছেন:
কিছুটা বোধগম্য হয়েছে. থ্যাংক ইউ শরৎ ।
১৫ ই নভেম্বর, ২০২২ রাত ১১:৩১
শরৎ চৌধুরী বলেছেন: শিওর আপনাকেও ধন্যবাদ।!
©somewhere in net ltd.
১| ১৫ ই নভেম্বর, ২০২২ বিকাল ৩:২৪
রাজীব নুর বলেছেন: অত্যন্ত মনোমুগ্ধকর।