নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঘরে, দুপুরে
প্রবল উত্তাপ
ঘুমায়ে আছে
বলে, অনুমান_
প্রেমের টান-হয়তো
ছিন্ন করে_
শালিক
শালিক শালিক
ওগো শালিক
শালিক শীৎকার
ওউফ!!
শরৎ চৌধুরী, ঢাকা ১৯/১১/২২
ফর রাইসু। এটা উনার জন্য, যদিও এটাতে উনার কোন প্রাপ্তি নাই। আমার-ই প্রাপ্তি।
২১ শে নভেম্বর, ২০২২ রাত ৮:২৮
শরৎ চৌধুরী বলেছেন: শালিক ভালো আছেন। অশেষ ধন্যবাদ।
২| ২০ শে নভেম্বর, ২০২২ বিকাল ৩:১৫
রাজীব নুর বলেছেন: বাহ!
২১ শে নভেম্বর, ২০২২ রাত ৮:২৮
শরৎ চৌধুরী বলেছেন: অনেক ধন্যবাদ রাজীব।
©somewhere in net ltd.
১| ২০ শে নভেম্বর, ২০২২ দুপুর ১২:৪১
বাকপ্রবাস বলেছেন: শালিক কী মরে গেছে? জাগবেনা আর? জেগে উঠুক শালিক সেই কামনা