নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কাট ইয়োর বডি এর্কোডিং টু ইয়োর ইমেজ

শরৎ চৌধুরী

তুমি তোমার ইমেজ মতইপ্রোফাইল বানাওকি ব্লগেকি জীবনে

শরৎ চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

নির্মল মেদ

১৪ ই জানুয়ারি, ২০২৩ সকাল ১১:৫৯


শুক্রবার-গন্ধা শাবকের সাথে
দেখা হয়ে গেল,
ততক্ষণে হাঁপিয়ে যাচ্ছি নির্মল মেদ-এ
এই যে রোদের ছায়া, তারেও ভারী লাগে খুব
যে নির্মল মেদ, তারে আমি দেখি নাই কখনো
তবে সে আছে,
আমারে বলেছেন আপনারা
সেই ছোটবেলা থেকে
মেদ-এর স্মৃতিসম ভার, লালটিলা পাহাড়; বহনের দায়
কে নিবে বল?

লালটিলা মন, বুকের ওজন
যখন কাছে থেকে ধুকপুক করে
মুখ-ডুবে খেতে গিয়ে দেখেছি
লাগে নোনতা মাংসের মতন
তারে মনে হয় ফেলে এসেছি কোন এক শৈশবে
যখন স্তন মানে ছিল মিথ
কালো অক্ষরের সেইসব জ্বলন্ত অঙ্গার
দেহফুঁটে বেরিয়ে যাবে বলে ত্রস্ত থেকেছি কতকাল
কোন এক শৈশবে, যখন দেহ মানে ছিল মিথ


এরপর, গল্প ভেঙ্গে গেছে
চায়ের কাপে জমেপড়েমরে আছে লেবুআদা গুটিগুটি চা-এর মতন
আমাদের মিলন তাই গুড়োগুড়ো হয়ে তৈরি হচ্ছে রপ্তানী হবে বলে
মেদগুলো সব স্বাস্থ্য-সচেতন হয়ে ম্যারাথনে ব্যস্ত
এই যে দুধ-চা খেতে খেতে তোমাকে দেখছি
এরচেয়ে অঙ্গার, আর কি আছে বল?

শরৎ চৌধুরী, ১/১৪/২৩, ঢাকা

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৪ ই জানুয়ারি, ২০২৩ দুপুর ১:০০

রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা লিখেছেন।

১৪ ই জানুয়ারি, ২০২৩ দুপুর ১:১৭

শরৎ চৌধুরী বলেছেন: অনেক ধন্যবাদ রাজীব, কেমন আছেন?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.