নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই যে আমার এতসব
কল্পনা-অর্থহীন অর্থহীন
তোমার তালিকার- অর্থময়
কোন অন্ধকার অক্ষরে
আটকা পড়ে থাকবে_
কে জানে_ কে জানে_
যে জানে, তার সাথে
অর্থহীন আলাপের
সাধ জাগে_
অর্থময়তার মত ছোট সে নয়
ভাবতেই
তীব্র সাধ জাগে_
ছোট ছোট সাধ
কবে পূরণ হবে
ছোট এই জীবনে
কে জানে
কে জানে
যে জানে তার সাথে
অর্থহীন আলাপের
সাধ জাগে
শরৎ চৌধুরী
২৯ শে এপ্রিল ২০২৩, ব্র্যাক ইউ ।
০১ লা মে, ২০২৩ দুপুর ১২:১২
শরৎ চৌধুরী বলেছেন: অনেক ধন্যবাদ।
২| ০১ লা মে, ২০২৩ দুপুর ২:০৮
মোহাম্মদ গোফরান বলেছেন: ++।
৩| ০১ লা মে, ২০২৩ দুপুর ২:১৭
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর কবিতা।
৪| ০১ লা মে, ২০২৩ দুপুর ২:৩০
বোকা মানুষ বলতে চায় বলেছেন: সুন্দর। কেমন আছেন? কেমন কাটছে প্রবাস জীবন? নিয়মিত লেখা দেখতে চাই।
৫| ০১ লা মে, ২০২৩ বিকাল ৩:৫০
মিরোরডডল বলেছেন:
শরৎ-এর লেখা পড়ি কিন্তু কমেন্ট করা হয় কম কারণ অনেকসময় লেখা কঠিন লাগে।
কিন্তু আজ এই লেখাটি ভালো লেগেছে। সুপ্তবাসনার প্রকাশ!
সবধরনের পাঠকদের জন্যই কিন্তু লিখতে হবে, এরকম লেখা আরও চাই শরৎ।
©somewhere in net ltd.
১| ০১ লা মে, ২০২৩ দুপুর ১২:০৬
মহাজাগতিক চিন্তা বলেছেন: কবিতা সুন্দর হয়েছে চৌধুরী সাহেব।