![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কি করি অন্ধকারে
দেয়ালের দাগ, অস্ফূট বেদনা রাশি
ঘুম থেকে উঠবোনা বলে হাসি
বাঁকানো চোখ
ঈষৎ কংকাল’
নীল গাইয়ের ছাল, মরা ডাল
পচেপচে যে সুবাস
মিরপুরে নান্নু মার্কেটে
প্যান্ট ছোট করতে এসে জানলাম
মনটাই ছোট হয়ে গেছে
তাই বেলবটম বানিয়ে
গাঁজায় ফুঁক দিতে দিতে
আমি ছ্যাড়ছ্যাড় করে যে মুতছি
উন্নয়নবৃক্ষের নীচে
আর পোষ্টার পড়ছি
আর ঈর্ষা করছি হিরো আলমেরে
মামুনুর রশীদেরে
সেইসব অতি-পুরুষের আখড়ায়
তুমি এসে সাঁৎ করে চুমু খেলেই
আবার জীবন পাই
মনে হয়
তুমি সেই বিশাল মহাকাশসম নারী
যার দিকে তাকিয়ে আমি ছোটবেলা থেকে ঘুম থেকে উঠছি
তুমি না থাকলে আমার ঘুম থেকে ওঠার কোন কারণই কখনো ছিল না
তুমি সেই অন্ধকার যার কোলে মাথা দিয়ে রেখেছি এইসব সচেতন কাল
আর প্রার্থনা করেছি, গ্রাস করো
ভাল্লাগেনা আমার এইসব পুনরাবৃত্ত কোলাহল
আর তুমি স্মিত হেসেছো
প্রিয় অন্ধকার, মা আমার গ্রাস করো
এইসব সীমিত সসীম আমার নয়
শরৎ চৌধুরী, ৬ই মে, ২০২৩ ঢাকা।
০৬ ই মে, ২০২৩ দুপুর ১২:২৬
শরৎ চৌধুরী বলেছেন: অনেক ধন্যবাদ শেরজা। আমি আপনার প্রস্তাবিত কাজটি আসলেই অনেকদিন ধরে করিনা। আমি নিশ্চিত না যে মান বৃদ্ধির সেই কাজ আমার দ্বারা হবে কিনা তবে আমার কমেন্ট করতে কোন দ্বিধা নেই। আবারো কৃতজ্ঞতা।
২| ০৬ ই মে, ২০২৩ দুপুর ২:৪৮
রাজীব নুর বলেছেন: অত্যন্ত মনোমুগ্ধকর।
০৬ ই মে, ২০২৩ বিকাল ৩:৪৫
শরৎ চৌধুরী বলেছেন: অশেষ ধন্যবাদ আর কৃতজ্ঞতা রাজীব।
৩| ০৬ ই মে, ২০২৩ বিকাল ৪:৫৯
ভার্চুয়াল তাসনিম বলেছেন: এই সীমিত সসীম আমার নয়। মুগ্ধতার কবিতা।
০৭ ই মে, ২০২৩ ভোর ৬:৫৬
শরৎ চৌধুরী বলেছেন: অনেক ধন্যবাদ তাসনিম।
৪| ০৬ ই মে, ২০২৩ সন্ধ্যা ৬:২৯
গেঁয়ো ভূত বলেছেন: কবিতায় আমি গভীর দেশপ্রেমে নিমজ্জিত এক প্রতিবাদী কবিকে দেখতে পাই।
নিরন্তর শুভকামনা।
০৭ ই মে, ২০২৩ ভোর ৬:৫৭
শরৎ চৌধুরী বলেছেন: গেঁয়ো-র অন্র্তদৃষ্টি তো চমৎকার।
৫| ০৭ ই মে, ২০২৩ সকাল ১১:০৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: কী সুন্দর লিখা।
আমাদের দেশ আমাদের মনের মত কখনো হবে না। অসভ্য বেশীই এই শহরে। আর প্রতিবাদি মুখ নেই একটিও
০৭ ই মে, ২০২৩ বিকাল ৩:৫২
শরৎ চৌধুরী বলেছেন: একটা সময় হয়তো হবে ছবি-র মত সুন্দর।
৬| ০৭ ই মে, ২০২৩ দুপুর ১২:০৯
মোঃ মাইদুল সরকার বলেছেন:
যাপিত জীবনের কথা মর্মের গভীর থেকে যেন উঠে গেল তার পর প্রকাশিত করল অতীত, বর্তমান, ভবিতব্য। দারুন কবিতা । +++
০৭ ই মে, ২০২৩ বিকাল ৩:৫৩
শরৎ চৌধুরী বলেছেন: প্রিয় মাইদুল অনেক অনেক শুভেচ্ছা।
৭| ০৭ ই মে, ২০২৩ দুপুর ১:০৪
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: অশেষ ধন্যবাদ আর কৃতজ্ঞতা রাজীব।
আমার একটা দুঃখ আমি কবিতা লিখতে পারি না।
০৭ ই মে, ২০২৩ বিকাল ৩:৫২
শরৎ চৌধুরী বলেছেন: রাজীব আমার তো অনেক দুঃখ, আমি গান গাইতে পারি না, মানে নিজেকে সুকন্ঠ মনে হয় না।
৮| ০৭ ই মে, ২০২৩ বিকাল ৫:০০
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।
©somewhere in net ltd.
১|
০৬ ই মে, ২০২৩ দুপুর ১২:২২
শেরজা তপন বলেছেন: আপনার লেখা সবসময়েই উঁচুমার্গের!
শরৎ ভায়, আপনি সামুর একজন আদি ব্লগার ও এক সময়ের মডারেটরের অন্যতম( যদি আমার ভুল না হয়ে থাকে) অনুরোধ থাকবে ব্লগারদের কিছু লেখায় মন্তব্য করে তাদের মান বৃধিতে সহায়তা করবেন ও অনুপ্রেরণা দিবেন।