নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কাট ইয়োর বডি এর্কোডিং টু ইয়োর ইমেজ

শরৎ চৌধুরী

তুমি তোমার ইমেজ মতইপ্রোফাইল বানাওকি ব্লগেকি জীবনে

শরৎ চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

মাছিরা ভুল বুঝে আটকে আছে জালে

০২ রা জুলাই, ২০২৩ বিকাল ৫:৪৭


গত কালকেই ছিল,
গ্রীষ্মের তপ্ত চাতালে বিছানো কমলা শায়ার মত
টসটসে আমের নির্যাস, সাদা গ্রীলের ওপাশে
এই বৃষ্টিতে শুকাবে বলে
বুক চিতিয়ে শুয়ে ছিল চেয়ারের ওপর
বাকীরা আলগোছে বারান্দায়
কিছুটা শক্ত, অনেকটাই নরোম
ওদের টেনেটেনে বিছিয়ে দেবার সময়
এসেছিল কিছু মাছির দল

আজ ঘোর বর্ষায়
ওরা জুবুথুবু হয়ে লেপ্টে আছে
পোকা-তাড়ানি জালে
অমোঘ নেশায় বিভোর
ফাঁকফাঁক ফুটোতে
রৌদ্র-তপ্ত-অঙ্গার স্বপ্নে
মাছিদের আঠালো বাস্তব
এদের স্বপ্নঘুম কে ভাঙ্গাবে বল

বাস্তবে, দৈনন্দিন রোদ এলে
কমলা শায়ার মত টকটকে স্বপ্ন একদিন হয়ে উঠবে
তামাটে আমসত্ব
খুব সযতনে তুমি কামড় দিলেও
কখনো কি বুঝবে শহীদ মাছিদের
ঘোরলাগা বলিদান
অচ্ছুৎ মাছিরা, টুপ করে পড়ে যাবে
তোমার স্মৃতির ফাঁক গলে
আর তামাটে আমসত্ব আটকে থাকবে দাঁতের ফাঁকে
তোমার দৈনন্দিন মেসওয়াকের আগ পর্যন্ত।

শরৎ চৌধুরী, ২রা জুলাই, মিরপুর ডিওএইচএস ঢাকা।

মন্তব্য ০ টি রেটিং +৩/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.