নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সুহাসিনী কি অদ্ভুত সময় নেমে এসেছে
আমাদের জীবনে
ওষ্ঠরা চিন্তা করছে খুব, হয়ে যাচ্ছে কালচে নীল
আর চোখগুলো খুলে জমা রাখতে হয়েছে
দালালের কাছে, বিস্ফোরক ঠাউরে
ক্যাঁতক্যাঁত করে চেচিয়ে উঠেছিল
সংবেদী ডিটেক্টরে
আঙউলগুলো সূচ দিয়ে ফুটিয়ে রক্তাক্ত করেছে
আমরা জমে যাচ্ছি অন্ধকার-এ
আর ওরা বলছে ফাগুন
এই একদশকে
আমাদের প্রত্যঙ্গ দখল করেছে শীতল গণিত
উপনিবেশ জমিয়েছে স্ক্রীণ
আর শালারা বসে আছে পাঠ্যক্রম নিয়ে
যখন তখন রিমান্ডে নিচ্ছে, সালিশ বসাচ্ছে
আর তখনো
পলিটিক্যালি কারেক্ট বাঞ্চোদের দল
বলদ ইনফ্লুয়েন্সার, মুখভর্তি ডিসক্লেইমার বমি করতে করতে
ঘোষণা মারাচ্ছে, “এইসব কিছু নয়, মিডলাইফ ক্রাইসিস”।
শরৎ চৌধুরী, ১৫ই ফেব্রুয়ারি, ২০২৪, হাতিরঝিল, ঢাকা।
২| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৪:১১
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।
৩| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:২৩
আরিফ রুবেল বলেছেন: অস্থির সময়কে তুলে ধরার চেষ্টা বহমান থাকুক।
©somewhere in net ltd.
১| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:৩৫
মিথমেকার বলেছেন: অসাধারণ!
অকুতোভয় কবিতা।
দারুণ লিখেছেন কবি।