নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কাট ইয়োর বডি এর্কোডিং টু ইয়োর ইমেজ

শরৎ চৌধুরী

তুমি তোমার ইমেজ মতইপ্রোফাইল বানাওকি ব্লগেকি জীবনে

শরৎ চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

তিনশত পঞ্চান্ন

১৪ ই জুলাই, ২০২৪ দুপুর ১২:৫৫




শুনেছি, গুলি চলেছে
তিনশত পঞ্চান্ন বার
তবে, শব্দ হয়নি
রক্তের ফোঁটা পাওয়া যায়নি
ওয়ার ক্রাইম ইনভেস্টিগেশনে

পরিষ্কার মুখটি যে দেখবো
তাও ঘটেনি
সবগুলি বুলেট আটকে গেছে ছবি’র মধ্যে
সেইসাথে মুখের স্কেচ, সেটিও অটুট আছে
আর ভেসে বেড়াচ্ছে সামাজিক মহাশূণ্যে

শুনেছি, গুলি চলেছে
তিনশত পঞ্চন্ন বার
অথচ মুখফুটে একটি উচ্চারণও হয়নি
রুহের কাছে জানিয়ে দিয়ে গেছে আজরাইল

আজরাইলকে বলেছি
আমাকে নিয়ে যেতে
কাউকে নিয়ে যায়নি
বিভিন্ন দেহ নিয়ে মহাশূণ্যে আর্বিভূত হয়েছে
একের পর এক স্পেসশীপ
টু-শব্দটি হয়নি

আজরাইল জানিয়েছেন
এটিই সত্য
চোখ খোলা রেখে দেখে যেতে হবে
তিনশত পঞ্চন্নটা বুলেট ছুটে যাচ্ছে
একটি ছ’বছরের মুখের দিকে
যার কপালে লেখা নেই কোন নাম
বুলেটগুলি একে একে উপড়ে ফেলছে
কিতাবের অক্ষার
অথচ একফোঁটা রক্ত পাওয়া যায়নি

শরৎ চৌধুরী, হাতিরঝিল, ঢাকা। ১২ই জুলাই, ২০২৪।

মন্তব্য ৬ টি রেটিং +৪/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৪ ই জুলাই, ২০২৪ দুপুর ১:৪৭

মিরোরডডল বলেছেন:




শরৎ, লেখাতো আছেই, ছবিটা সেইরকম হয়েছে!


১৫ ই জুলাই, ২০২৪ দুপুর ১২:১৭

শরৎ চৌধুরী বলেছেন: অশেষ ধন্যবাদ আর কৃতজ্ঞতা। ছবিটা চ্যাট জিপিটি দিয়ে করা। কবিতা দিয়ে বললাম, ছবি বানিয়ে দাও।

২| ১৪ ই জুলাই, ২০২৪ বিকাল ৩:৫১

বোকা মানুষ বলতে চায় বলেছেন: সকল ক্ষতের রক্তক্ষরণ বুঝি দেখা যায় না....

বহুদিন পর আপনাকে ব্লগে দেখে ভালো লাগছে।

১৫ ই জুলাই, ২০২৪ দুপুর ১২:১৮

শরৎ চৌধুরী বলেছেন: আপনার মন্তব্য পেয়ে আরো বেশি ভালো লেগেছে। অশেষ শুভ কামনা।

৩| ১৫ ই জুলাই, ২০২৪ সকাল ৮:২৫

সাদা মনের মানুষ বলেছেন: কঠিন কবিতা, শুভ সকাল।

১৫ ই জুলাই, ২০২৪ দুপুর ১২:১৮

শরৎ চৌধুরী বলেছেন: শুভ দুপুর। কেমন আছেন? আপনাকে দেখে অনেক ভালো লাগল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.