![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রিয় ব্লগাররা। এইবারে বইমেলায় আমার নতুন কবিতার বই এসেছে ১৫ বছর পর। কাল মোড়ক উন্মোচন। তবে এরচেয়েও গুরুত্বপূর্ণ হল এই খবরটা আপনাদের সাথে শেয়ার করা। সেই গোল্ডেন টাইম হলে, এই ব্লগ দিয়েই হাজার হাজার মানুষের সাথে দেখা হত। কিন্তু এরপরও সামহ্যয়ারইন ইজ সামহ্যয়ারইন। এক বিশেষ দায় এবং ভালোবাসা আপনাদের সবার জন্য। এই প্ল্যাটফর্মের জন্য। তাই, আদি এই প্ল্যাটফর্মে খবরটা জানিয়ে যাওয়া এবং আপনাদের আমন্ত্রণ জানানো কর্তব্য বটে।
সবাই ভালো থাকবেন। মেলায় থাকলে দেখা হবে। ভালোবাসা জানবেন।
I will also be available at Book Stall 221.অমর একুশে বইমেলা - ২০২৫
Public · Anyone on or off Facebook
Venue: Boi Morok Unmochan Stage, Sohrawardy Udyan
Date: 14th February 2025
১৭ ই ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ১২:০৪
শরৎ চৌধুরী বলেছেন: সেদিন আসলেই ভীড় ছিল অনেক। অনেকেই দেখলাম এর মাঝেও এসেছিলেন। অনেক ধন্যবাদ অপু। আপনার পাঠ প্রতিক্রিয়ার প্রতীক্ষা রইল।
২| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১:০৬
আজব লিংকন বলেছেন: বইয়ের জন্য শুভেচ্ছা ও শুভকামনা রইল।
১৭ ই ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ১২:০৪
শরৎ চৌধুরী বলেছেন: অশেষ শুভেচ্ছা লিংকন।
৩| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ২:৩৪
অধীতি বলেছেন: অনেক শুভকামনা। বইয়ের নাম প্রচ্ছদ মনে ধরেছে। সংগ্রহ করার ইচ্ছে আছে।
১৭ ই ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ১২:০৫
শরৎ চৌধুরী বলেছেন: অনেক ধন্যবাদ অধীতি। আপনার রিভিউ জানতে চাই।
৪| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ৮:৪০
শাহ আজিজ বলেছেন: ধন্যবাদ শরৎ , যাব দু এক দিন বাদে ।
১৭ ই ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ১২:০৫
শরৎ চৌধুরী বলেছেন: আজিজ ভাই অনেক শুভেচ্ছা। আপনার রিভিউ আর কমেন্টের অপেক্ষা থাকলো।
৫| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ১০:৫৩
রাজীব নুর বলেছেন: গ্রেট।
১৭ ই ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ১২:০৬
শরৎ চৌধুরী বলেছেন: অশেষ কৃতজ্ঞতা রাজীব, শুভেচ্ছা জানবে। বই পড়ে কেমন লাগল জানাবেন।
©somewhere in net ltd.
১|
১৩ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১১:৩১
অপু তানভীর বলেছেন: কাল শুক্রবার তার উপরে আমার ১৪ই ফেব্রুয়ারি। কাল বইমেলায় গেলে খবরই আছে।
তবে অনুষ্ঠানে উপস্থিত না থাকলেও আশা করি বইটা সংগ্রহ করব জলদিই।
বইয়ের জন্য শুভ কামনা রইলো।