নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চিন্তায় মুক্ত - ভাষায় প্রকাশে ভীত , কল্পনার সীমানা মহাকাশ ছাড়িয়ে - বাস্তবতায় পা বাড়াই না সীমানার বাহিরে

শান্তনু চৌধুরী শান্তু

কবিতা লিখি , গল্প লিখি , মুভি রিভিউ লিখি , বুক রিভিউ লিখি , ফিচার লিখি । এই তো আমার লিখিময় জীবন ।

শান্তনু চৌধুরী শান্তু › বিস্তারিত পোস্টঃ

আমি আমলা বলছি

১৯ শে মে, ২০২১ রাত ১০:২৫



সাংবাদিক ?-- সে আবার কে ?
সচিবালয়ে কে যেন কাকে-- বেঁধে রেখেছে ?
সাংবাদিক করে কি-- সবাই সেটা জানে
তারপরও আমি জানিয়ে দিই-- একটু রয়ে সয়ে ,

সাংবাদিকে করবে কাজ, রাখবে খবর-- আলু মুলা ধানে
শাকিব খানের লটরপটর ছবি হলো- বিনোদন পাতার মানে,
আম গাছে জাম ধরেছে , জাম গাছে আম
এই মিরাকলের খবর ছাপাতে-- তাদের কত যে তামঝাম,

রানভীর কাপুর, রানভীন সিংহের-- কত যে কিচ্ছা কাহিনী
দীপিকার প্রেমে কে বেশি পাগল-- সব জানে তাদের বিশেষ সুত্রের বাহিনী,

ফিলিস্তিন জ্বলছে , মুসলিম মরছে-- আহা সবই যে সাংবাদিকের কষ্ট
পাশের ঘরের হিন্দুর জায়গা খাওয়ার সংবাদ ছাপানো যেন-- পত্রিকার পাতা নষ্ট,

আমার সাথে সেলফি তুলো-- তুলো আয়েশ করে
আপলোড দাও, স্ট্যাটাস দাও-- সম্মান নিয়ে যাও খামটি ভরে,

হাসো, গাও, চাইলে-- নাচো
তবুও সাংবাদিক তোমার লিমিট-- বুঝো ,
গোপন নথি গোপন থাক ---গলিও না তোমার নাক
আমি আমলা , আমি গামলা-- আমি সরকারের বাপ,

আমার কথাতে সরকার পুলিশ চাবায় পানি-- রোজ নিয়ম করবে একবার
আমি যে আস্তিনের সাপ, সেটা কি মনে করাতে হবে-- বারবার ?

আমার ইশারাতে চললে তুমি-- করবে তুমি শাইন
না হলে আমার আছে-- ব্রিটিশ যুগের আইন ,
ডিম্ব দিবো, গাজর দিবো-- ধরবো তোমার টুঁটি
গোপন নথি গোপন রেখে-- থাকো গুটিসুটি,

তোমার ঈমান কিনেছি আমি-- রোজ খামে খামে ভরে
কথা যদি বলিস কোন-- দেব তোর পশ্চিমা দেশ মেরে ।

শান্তনু চৌধুরী শান্তু

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৯ শে মে, ২০২১ রাত ১০:৩৯

রাজীব নুর বলেছেন: আমলারাই একদিন পুরো দেশের মালিক হবে।

১৯ শে মে, ২০২১ রাত ১০:৪৭

শান্তনু চৌধুরী শান্তু বলেছেন: আমলাতান্ত্রিক দেশে আর কি আশা করা যায়

২| ১৯ শে মে, ২০২১ রাত ১০:৫২

নান্দনিক নন্দিনী বলেছেন: বাহ, দুর্দান্ত হয়েছে।

২০ শে মে, ২০২১ রাত ২:৩৮

শান্তনু চৌধুরী শান্তু বলেছেন: অশেষ ধন্যবাদ

৩| ১৯ শে মে, ২০২১ রাত ১১:০৯

সভ্য বলেছেন: বেশ লিখেছেন ভাইজান।

২০ শে মে, ২০২১ রাত ২:৩৮

শান্তনু চৌধুরী শান্তু বলেছেন: ধন্যবাদ ভাইজান

৪| ২০ শে মে, ২০২১ রাত ৩:০১

নেওয়াজ আলি বলেছেন: চমৎকার ভাবে ফুটে উঠেছে লেখাটি।

২০ শে মে, ২০২১ রাত ৩:৩৬

শান্তনু চৌধুরী শান্তু বলেছেন: ধন্যবাদ । চেষ্টা ছিল ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.