নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অবলাকান্তের প্রলাপ কথন

শান্তনু শুভ্র

তুমি নিজেকে যা মনে করবে তুমি তাই ।তুমি যদি নিজেকে ভিখারি মনে কর, তাহলে তুমি ভিখারি ।নিজেকে যদি মহাপুরুষ মনে কর তাহলে তুমি মহাপুরুষ ।তবে আমি আকাঠ, মূর্খ। আমি তাই ভীষন বেমানান ।

শান্তনু শুভ্র › বিস্তারিত পোস্টঃ

পারমিতার চিঠি-১

১৯ শে সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:২৫

প্রিয় পারমিতা,



এ যাত্রায় হলো না আর অনেক কিছুই ;

হলো না তোমার আঁচল পেতে ঘাসের উপর, আধশোয়া সেই চাঁদ কে দেখা ।

হলো না বিষবৃক্ষের পাতায় পাতায় তোমার নামের কাব্য লেখা ।

হলো না ৮০গ্রাম শিটে কাগজ পুড়ে ছাই-পাস ঘেটে গল্প বোনা,

হলো না চোখের ভাষায় মন দিয়ে পড়া তোমার হাতের হস্তরেখা ।



এ যাত্রায় হলো না আর,

হলো না ছ্যাক খাওয়া ঠোটে সিগারেট ফুকে বিনা ক্যান্সার

হলো না যে শেষ, মাতালের চোখে প্রেমের অভিমান

হলো না যে শেষ প্রেমিকার জন্য শরীরের যত টান ;



হলো না টায়ার জালিয়ে আগুন পোহানো DOHS এর রাস্তায়

এখনও তাই

বেপরোয়া ঠোটে চুমু খেয়ে লিপস্টিক থ্যাবড়ে যায়।



হলো না যে করা সুইসাইড আকড়ে থেকে ঘুমের বড়ি ,

হলো না যে কেনা তোমার জন্যে ১২ হাত গুনে রঙ্গিন শাড়ি ।

তবু ,

তোমার আঁচল খানি বাধিয়া রাখিয়ো আমার লাগি

এ যাত্রায় হলো না আর

হয়তো অন্য কোনদিন

আমি অন্য কোন আশ্বিনের বাতাস হইয়া উড়ে এসে জুড়ে বসবো তোমার বুকের গন্ধ নেবো

সেদিন তোমার মুখখানি মলিন করে একবারের জন্যে হলেও বলিও আমায়, ভালবাসি।



ইতি,

অবলাকান্ত

মন্তব্য ০ টি রেটিং +২/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.