নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অবলাকান্তের প্রলাপ কথন

শান্তনু শুভ্র

তুমি নিজেকে যা মনে করবে তুমি তাই ।তুমি যদি নিজেকে ভিখারি মনে কর, তাহলে তুমি ভিখারি ।নিজেকে যদি মহাপুরুষ মনে কর তাহলে তুমি মহাপুরুষ ।তবে আমি আকাঠ, মূর্খ। আমি তাই ভীষন বেমানান ।

শান্তনু শুভ্র › বিস্তারিত পোস্টঃ

নবাব সিরাজুদ্দউলা এবং দিবা স্বপন

০১ লা নভেম্বর, ২০১৪ সকাল ৭:০৫

ভোর রাতের স্বপনে বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজুদ্দউলার দেখা পেলুম।

হুজুরকে সকাতরে জিজ্ঞাসিলুম,
"আজ্ঞে কর্তা,
বাংলার এই হাল-জামানার খরায়,
মনে কি সাধ জাগে আবার ফিরিয়া আসিতে এ ধরায়?"


নবাব কাতরে গতরে কাপন তুলিয়া কহিলেন,
"ওরে শোন...
ইস্ট ইন্ডিয়া কোম্পানি গোটা ২০০ বছর শোষণ করিয়া
যে ক্ষতি সাধন করিতে পারে নাই মোদের ধরিয়া ;
এযুগের আলেয়া*রা তাহা প্রতি রাতে লইতেছে শুষিয়া
যুবকের মুঠোফোন হইতে প্রতি পয়সা চুষিয়া চুষিয়া।
তাহার পরেও ফিরিয়া আসিতে কহিতেছিস তুই মোরে?
এ দুঃখ হেথায় রাখিনু কোথায় রাখিনু ধরে?"


আমি করুনা স্বরে কহিনু,
"মাফ করবেন হুজুর,
পাল্টেছে সময় ক্ষণ;
এখন আর ১ টাকায় যায়না পাওয়া মোটা চাল আট মণ।
আর তাহারাও(যুগল) তো নিরুপায় ;
তবে এখন কি উপায়?"


নবাব রাখিলেন জবাব, "হতচ্ছাড়া হয় কিছু একটা কর,
নচেৎ নিজেই প্রেমে ডুবে মর"

*আলেয়াঃ নবাবের একান্ত গুপ্তচর ও বাইজি এবং একই সাথে কিঞ্চিৎ প্রণয়সখী

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০১ লা নভেম্বর, ২০১৪ সকাল ৯:৩০

সরদার হারুন বলেছেন: আপনার লেখা পড়ে মনে হলো আপনি হুজুর,কর্তা,ইত্যাদি শব্ধ কোন ক্ষেত্রে
কার বেলা ব্যবহার হয় তা আপনার জনা নেই

এশব্ধগুলি সাধারণত নবাবদের বেলায় খাটেনা । কর্তা শব্ধ এখনও সিডিউল
কাষ্টের লোকেরা ব্যবহার করে ।

নবাব সায়েস্তা খার আমলে টাকায় ৮ মন চাল পাওয়া যেত।

যাক এরূপ স্বপ্ন কম দেখুন ।

আপনাকে ধন্যবাদ ।

০২ রা নভেম্বর, ২০১৪ রাত ২:২২

শান্তনু শুভ্র বলেছেন: আপনার সদুপদেশের জন্যে ধন্যবাদ :)

তবে লেখাটা পুরোটা স্যাটায়ার ছিলো.. আর স্যাটায়ারে নবাব শায়েস্তা দের "কর্তা" সম্বোধন টার যথার্থতার দায়ভার নিজ কাঁধে না নেয়াই ভালো হয়তো :)

আমার বক্তব্য আপনার কাছে পরিস্কার হলে, এখানে "কর্তা" শব্দের ব্যবহার টাও আপনার বোধগম্য হবে বলে আশা রাখি

আর ক্যাপশন যেখানে "দিবা স্বপন" সেখানে অবাস্তবিক কিছু থাকা তো পাপের নয় :)

২| ০২ রা নভেম্বর, ২০১৪ সকাল ১০:০২

সরদার হারুন বলেছেন: অমার মনে হয় আপনি নবীন ।স্যাটায়ার সম্মন্ধে আপনি যে ব্যাখ্যা দিলেন তা ঠিক নয় ।

আগামীতে যখন আপনি বড় লখক হবেন তখন নিজের ভুল বুঝতে পারবেন।

০৩ রা নভেম্বর, ২০১৪ সকাল ৭:৩৪

শান্তনু শুভ্র বলেছেন: নবীন তো বটেই, তবে লেখক সম্বোধনটা আপেক্ষিক, আর সেটার মূল্যায়ন একেক জনের কাছে একেক রকম। আর সে যোগ্যতাও আমার নেই তাই "বড় লখক"(!!) হবার ইচ্ছেটাও নেই ।

আপনার উপদেশ মাথায় রইলো, স্যাটায়ার সমন্ধে ভবিষ্যতে পড়ার চেষ্টা রাখবো নিজের ভুল বোঝার নিমিত্তেই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.