নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অবলাকান্তের প্রলাপ কথন

শান্তনু শুভ্র

তুমি নিজেকে যা মনে করবে তুমি তাই ।তুমি যদি নিজেকে ভিখারি মনে কর, তাহলে তুমি ভিখারি ।নিজেকে যদি মহাপুরুষ মনে কর তাহলে তুমি মহাপুরুষ ।তবে আমি আকাঠ, মূর্খ। আমি তাই ভীষন বেমানান ।

শান্তনু শুভ্র › বিস্তারিত পোস্টঃ

মৃত্যু আমার (পৃষ্ঠা ১)

২৫ শে মার্চ, ২০১৫ রাত ৩:৫৫

এখন মৃত্যু আমার পাশের বাড়িতে থাকে
দেখা হয় দিনে দু-বেলা
দেখা হলে বলে, "আছেন কেমন?
চলছে কেমন জীবন খেলা?"

এখন মৃত্যু আমার প্রতিবেশী
রোজ বিকেলে ছাদে আসে,
মরবার কত উপায় আছে
শেখায় বসে আমার পাশে।


এখন মৃত্যু আমায় শোনায় সুকান্তের কবিতা
বলে, এখানে নাকি মৃত্যুরা হানা দের বারবার;
আমি বলি মিথ্যে ওসব,
লোকচক্ষু র আড়ালে কেবল জমেছে অন্ধকার |

এখন মৃত্যু আমায় চিঠি পাঠায় রোজ সকালে,
রোজ রাতেই সাথে কথা হয়;
জানতে চায় মিনিট বাদেই,
পাচ্ছি নাকি মরার আগেই মিথ্যে মৃত্যুর ভয়?


এখন মৃত্যু আমার জানলায় বসে
পা ঝুলিয়ে যাচ্ছে হেলায়,
আজ সকালে মরলো কজন?
কষছে হিসেব অবলীলায়।

মৃত্যুও এখন বিরক্ত ভীষণ আমার ওপর
আট প্রহরে জিজ্ঞাসে বারেক দুই তিন,
"২৩ বসন্ত সে তো অনেক লম্বা সময়,
বাঁচতে চাও আর কদ্দিন?"

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৫ শে মার্চ, ২০১৫ সকাল ৮:২৫

জাফরুল মবীন বলেছেন: চমৎকার লিখেছেন।

ধন্যবাদ কবি।

২৫ শে মার্চ, ২০১৫ দুপুর ১২:৩৫

শান্তনু শুভ্র বলেছেন: কৃতজ্ঞতায় :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.