নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অবলাকান্তের প্রলাপ কথন

শান্তনু শুভ্র

তুমি নিজেকে যা মনে করবে তুমি তাই ।তুমি যদি নিজেকে ভিখারি মনে কর, তাহলে তুমি ভিখারি ।নিজেকে যদি মহাপুরুষ মনে কর তাহলে তুমি মহাপুরুষ ।তবে আমি আকাঠ, মূর্খ। আমি তাই ভীষন বেমানান ।

শান্তনু শুভ্র › বিস্তারিত পোস্টঃ

চেতনায় যখন বিষবাষ্প

০৩ রা এপ্রিল, ২০১৫ রাত ১০:৩৩

আমার চেতনায়,

এক চিমটী আম্লীগ আর এক চিমটী বিম্পি করে বাস,

পাশের বুক পকেটেই এক চিমটী বামপন্থীর বাতাস।



চেতনায় আমার,

দুই আনা আস্তিকতা, দুই আনা নাস্তিকতায় বাঁধে যৌথ-মিত্র

আবার উকি দেয় দুই আনা অসাম্প্রদায়িক বাংলাদেশের মানচিত্র !



চেতনায় আমার,

কোন মাসে পূজার পিঠে পায়েস আর রথের মেলা,

আরেক মাসেরই ঈদের সেমাই হাজারখানেক সেলফি তোলা...



চেতনায় আমার,

এক ভাগ শাহাবাগী, কোন ভাগ শাপলা-চত্বরবাগী

আর কেউবা চেতনায় ছাগু কেউ বা আবার ছাগী।



চেতনায় আমার,

এক ভাগ মুক্তিযুদ্ধ আর বাকিটা খেলার সাথে রা*গনীতি মেশাবেন না(পাকিস্তান) প্লিজ;

নিজের চেতনাই অচেতন হয়ে করছে নিজেকে টিজ।



চেতনায় আমার,

ইন্ডিয়ান পেয়াজ আর পাকিস্তানী ফ্যানের বাতাস...

সিজন বুঝে কখনও ৭১ আর কখনো বা ফেলানীর লাশ।



চেতনায় আমার

একই দেহে হিন্দি গানের মজমা আসর

আর সেই দেহেই স্লোগান দেখি "বর্জন করুন ইন্ডিয়ান দোসর" ।



চেতনা আমার,

সারা রাত সানী লিওনের আ...হা... উহু আর চিৎকার

সকাল হলেই চেতনা আমার করে ধম্মের উদ্ধার।



চেতনা তুমি আর

কত দেখাবে রঙ?

সাজিয়ে সুশীল সং, রঙ্গমঞ্চে করাচ্ছ কত ঢং।





পরিশেষঃ



আমার চেতনায় বেশ্যার জুতা সেলাই থেকে চন্ডী পাঠ,

আছে সিজন্যাল প্যাকেজ সবই ...

"আমি ছোট, আমায় মারবেন না"

আমি কেবল চেতনার ফসিল বিক্রেতা কবি।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৩ রা এপ্রিল, ২০১৫ রাত ১১:০২

ফ্রস্ট বাইট বলেছেন: চেতনা!!


চেতনা!!

০৩ রা এপ্রিল, ২০১৫ রাত ১১:৩৫

শান্তনু শুভ্র বলেছেন: :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.