![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তুমি নিজেকে যা মনে করবে তুমি তাই ।তুমি যদি নিজেকে ভিখারি মনে কর, তাহলে তুমি ভিখারি ।নিজেকে যদি মহাপুরুষ মনে কর তাহলে তুমি মহাপুরুষ ।তবে আমি আকাঠ, মূর্খ। আমি তাই ভীষন বেমানান ।
প্রিয় পারমিতা,
আমাদের দুজনার মহাদেশ যে ভিন্ন দুই
আমার বয়েসের ভাড়, সাধ্য নেই তোকে ছুই ।
তোর অভিমান, আমায় আটকানোর কারন
কে বলল তোকে শুনি,
এমন উদাস হলেই, ঘর পালানো বারণ ?
রোজ রাতের আলোর নিচের
তুই আমি আর আমাদের চোখে,
এমন কত ঝড় ধ্বংস হলো,
মেরুর জমাট বরফ শোকে ।
আমি পোড়ামুখো বলে হায়,
বারুদের স্টক জমিয়ে যাচ্ছি, এক অন্তর্বর্তী শূন্যতায়।
কেন ! অসুস্থ হলে তুই,
কান্না আমারও পায়,
বুঝি তখন কি ভয়ানক তুই !
বুঝেছি কতটা ফেঁসে গেছি, এই বীভৎস ভালবাসায় ।
তবু
আমাদের দুজনার মহাদেশ যে ভিন্ন
অজস্র শরতের সাক্ষী থাকুক,
আমি তুই এক নই, আমরা দুই ছেড়া ছিন্ন ।
ইতি,
অবলাকান্ত
©somewhere in net ltd.