নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অবলাকান্তের প্রলাপ কথন

শান্তনু শুভ্র

তুমি নিজেকে যা মনে করবে তুমি তাই ।তুমি যদি নিজেকে ভিখারি মনে কর, তাহলে তুমি ভিখারি ।নিজেকে যদি মহাপুরুষ মনে কর তাহলে তুমি মহাপুরুষ ।তবে আমি আকাঠ, মূর্খ। আমি তাই ভীষন বেমানান ।

শান্তনু শুভ্র › বিস্তারিত পোস্টঃ

পারমিতার চিঠি - ৪

০৮ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:২০

প্রিয় পারমিতা,

ধরো মরেই গেলাম এক সকালে,
পারলে সময় করে কফিনে ঠুকে দেওয়া শেষ পেরেক টা ছুয়ে দেখো,
দেখবে কতখানি জীবন্ত আমি.....

যদি মরেই গেলাম ভোর না হতেই,
বেলা বাড়লে সাদা শাড়ির সফেদ বোঝা চাপিয়ে দিলো সমাজ তোমায়,
তবু হাতে সময় রেখো, তোমার শাঁখা সিদুরে ঠাকুর দেবতায় জল টুকু দিও আলতা পায়ে...

না হয় ছেড়েই গেলাম তোমার ছায়াপথ,
তবু সময় করে উঠানে এলে পাখ শালিকের খাবার দিও,
পৌষের বাতাস এলে জানলার কপাট খুলে বসে থেকো,
বনে বাঁশপাতালী ফুল ফুটলে খোঁপার বাধন আলগা রেখো...
উজানের জল গড়ালে সাধের শরীর ভাসান দিও বিসর্জনে।

ধরো মরেই গেছি, তবু মায়া রেখো না.....
মায়া বড্ড খারাপ জিনিস, যতখানি না খারাপ তারথেকেও বেশি লণ্ডভণ্ড করে দেয় রুহুর ভেতর ।

ইতি,
অবলাকান্ত

মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৮ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৫২

কান্ডারি অথর্ব বলেছেন:


মুগ্ধ হয়ে পড়লাম।
ভালোবাসার দায়বদ্ধতার এক অনন্য উপস্থাপনা ।

০৮ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:১৯

শান্তনু শুভ্র বলেছেন: কষ্ট করে পড়লেন কৃতজ্ঞতা সে জন্যে :)

২| ০৮ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:৩৫

কথাকথিকেথিকথন বলেছেন: চিঠিরূপ কাব্যে ভাল লেগেছে ।

০৮ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:১৯

শান্তনু শুভ্র বলেছেন: কষ্ট করে পড়লেন কৃতজ্ঞতা সে জন্যে :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.