নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অবলাকান্তের প্রলাপ কথন

শান্তনু শুভ্র

তুমি নিজেকে যা মনে করবে তুমি তাই ।তুমি যদি নিজেকে ভিখারি মনে কর, তাহলে তুমি ভিখারি ।নিজেকে যদি মহাপুরুষ মনে কর তাহলে তুমি মহাপুরুষ ।তবে আমি আকাঠ, মূর্খ। আমি তাই ভীষন বেমানান ।

শান্তনু শুভ্র › বিস্তারিত পোস্টঃ

মা দিবস উদযাপন, আদৌ বাহুল্যতা নাকি আবশ্যক?

১২ ই মে, ২০১৬ রাত ১০:৪৯

বিগত ৮ই মে এর পর থেকে অনেকেই দেখলাম "মা দিবস" উদযাপন করাটা পশ্চিমা সংস্কৃতি, শো অফ মেনিয়া, হালের ফ্যাশন বলে নানাভাবে ত্যাজ্য করতে। আমার তো মনে হয়, হালের ফ্যাশন হলেও বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে "মা দিবস" পালন অত্যন্ত আবশ্যক।

স্বাভাবিকভাবেই মানলাম, মা কে নিয়ে আপনি ভাবেন, মা কে আপনি ভালোবাসেন। আপনার জন্যে বছরের ৩৫৬ দিনই মায়ের জন্যে থাকে বরাদ্ধ । কিন্তু যেই মা বছরের পর বছর ভালোবাসা না পেয়ে পেয়ে থিতু হয়ে গেছেন একটা বয়সে এসে, কিংবা মাকে ভালো না বাসতে বাসতেই যারা আধুনিকতায় অভ্যস্ত হয়ে গেছেন আধুনিক হতে গিয়ে, তাদের জন্যে দরকার বছরের একটা দিবসের।

রাস্তায় বেরুলেই ইদানীং কোথাও কোথাও অত্যাধুনিক নানান সেবা সমৃদ্ধ বৃদ্ধাশ্রমের বিজ্ঞাপন দেখি, যেন ধর্মীয় উপাসনালয়ের মতন একটা বয়সে বৃদ্ধাশ্রমে চলে যাওয়াই কোন সহী পন্থা। এসব বিজ্ঞাপনের পেছনে জ্বল জ্বল করে জ্বলতে থাকা মুখগুলোর জন্যে হলেও দরকার বছরের একটা দিন।

হাসপাতালের বেডে শুয়ে যেই হবু মা পেটের ভেতর নড়েচড়ে ওঠা রক্তমাংসের আরেকটা মানুষের উপর হাত বুলাচ্ছে অনিশ্চয়তায়, তার জন্যে থাকলো না হয় বছরের একটা দিন।

যে সন্তান রোজ রাতে বাপের হাতে মার খেতে দেখে মা কে, গলার রগ ফুলিয়ে প্রতিবাদ করার ভাষা খুজতে হলেও বছরে একটা দিক থাকুক তার।

ঘরে ফিরে পাওয়া ফাঁকা খাবার টেবিল, আলমারিতে তুলে রাখার মায়ের শাড়ির ঘ্রান নেওয়া সুখ আর আকাশের ঠিকানায় মা কে চিঠি লেখে যে সন্তানেরা, তাদের জন্যে বছরে একটা দিন থাকুক।

ম্যালা বছরের অনেক অভিমানে ঘরবিমুখ কোন ভ্যাগাবন্ডের জন্যে হলেও বছরে এই একটা দিন সুযোগ থাকুক, মায়ের গায়ের গন্ধ নিতে হলেও ঘরের দুয়ারে ফেরার।

তিন দফা আগের প্রাক্তন হওয়া প্রেমিক / প্রেমিকার বার্থডে, ফার্স্ট কিস ডে, ফার্স্ট আই লাভু বলার দিন ক্ষণ মুখস্ত থাকে। তবে রাতে ঘরে ফেরার পথে মায়ের অসুখের ঔষধের নাম মনে আসে না..... আমার-আপনার মতন এমন কুসন্তানদের জন্যে হলেও বছরে একটা দিন "মা দিবস" থাকা উচিত।

জনসংখ্যার সাথে পাল্লা দিয়ে বেড়ে যাওয়া বৃদ্ধাশ্রমের বারান্দায় কুজো হয়ে আসা গর্ভধারিণীদের জন্যে বছরের একটা দিন থাকা উচিত আলাদা করে চোখের জল মুছতে।

হিসেব নিকেষ অনেক লম্বা, বলে শেষ হবে না। তবু পেটের ভেতর থেকে জরায়ু পর্যন্ত একটা আস্ত মাংস পিন্ড ধারন করে তারে জন্ম দেওয়ার কষ্ট না বোঝার অক্ষমতার জন্যে হলেও আমাদের জন্যে বছরে একটা দিন থাকুক ;
থাকুক......এসব তর্ক নাই বা থাকুক।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.