![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পরের জনমে মাঠে ঘাটে বন বাদাড়ে ফুটে থাকা
উল্টো কানের দুল সাদা ফুল হবো।
ভোরের আলো তাই খেলা করুক রাত্রির জমানো শিশিরের সাথে।
কেউ মুগ্ধ চোখে নাইবা তাকালো; আমি স্বচ্ছ শিশিরের ছুরি দিয়ে
এক আলোকে সাত-ছিন্ন করবো। এই আটপৌঢ়ে জীবনের থেকে
সেই বুঝি ঢের ভালো হবে।
যে জীবনটার মানে খুঁজতে হবে না, কাউকে ধরে ধরে ব্যাখ্যা দিতে হবে না।
দিন শেষে রাতে অধীর অস্থিরতায় নিজেকে বলতে হবে না আবার সকাল হলে
অনেক অনেক কাজ করা যাবে। আর আমাদের টুকরো টুকরো কাজের সমষ্টিতে
এগিয়ে যাবে মানব সভ্যতা।
অথবা ঢেকি শাক হবো। কেমন অযত্নে অবহেলায়, অথচ কী আশ্চর্য অসীমের সংজ্ঞা হয়ে বসে থাকে।
এই জনমেই যদি পারি তবে এক কুড়ে ঘরই না হয় হলাম।
ধুলোয় মিশে যাক জীবনের মানে আর অন্যান্য ব্যস্ততা,
আমি ঠাঁয় বসে রইব যতদিন পারি ভালোবেসে সব কাল-বোশাখী
দমকা হাওয়া অথবা উঠোনে লাগানো বকুল কিংবা কাঁঠাল চাপা।
©somewhere in net ltd.