নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মৃত্যুরা করে আয়্জন...

সান্ত্রী

ভাবছি বসে আকাশ পাতাল। কুল কিনারা পাচ্ছি না।

সান্ত্রী › বিস্তারিত পোস্টঃ

শ্রাবন এর জন্যে

০৬ ই মার্চ, ২০২০ রাত ১১:২৫

কাল তোমাকে দেখতে এসেছিলো ছিপছিপে বৃষ্টি
তুমি নেই জেনে কেমন অঝরে ঝরতে লাগলো।
আজ সারাদিন সূর্যটা হন্যে হয়ে খুঁজলো তোমায়
হপ্তা হয়ে গেলো, তোমায় নাকি দেখে না।
ঘাপটি মেরে থাকা সন্ধ্যেটা চুপচাপ এসে জানিয়ে গেলো সময় তবে হলো এবার
আকাশটা তখন রূপকথার মতো গাঢ় নীল,
বাতাস তখন তপ্ততা কাটিয়ে আসর জমানোর মাতোয়া সংগ্রহে ব্যস্ত
তুমি গড়িমসি করে এক কাপ চা হাতে বাগানটায় এলে
ছোট্ট পাথরকুচি গাছটা ছুঁয়ে দিয়ে বললে "ভালো আছিস?"
কৃষ্ণচূড়ার ঝিরঝিরি পাতাগুলো যেন নেমে এলো বেশ খানিকটা
উঠে গিয়ে সযতন স্পর্শে বললে এইতো আছি
যে পাখিটা রোজ আসে, সে আজো এলো
বাড়ি ফেরার পথে তোমায় দেখবে বলে ঢু দেয় প্রতিদিন।
তুমি তোমার নিজের বাগানটা ঘুরে ঘুরে দেখলে
আর আপন মনে বলতে লাগলে -
শোন, আমার না ভীষণ অসুখ
কী সব ছাতার ওষুধ খাই আর দিন পার হয়ে রাত
রাত পার হয়ে দিন
পরে পরে ঘুমাই
তোদের আমি ভুলি নি কিন্তু
সত্যি বলছি মনে পরে অনেক।
তোমার অসুখের কথা আমি জানি
ঐ ছাতার ওষুধগুলো তুমি ছাড়বে কবে?
সেই কবে সাগরের পার থেকে কুড়িয়ে এনে রাখলে আমায়
পাথর হৃদয়ে বসে থাকি; সাধ্যি কৈ? তবু তোমায় আবার যদি সাগর পারে নিতে পারি !

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.