নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অরন্য রোদন

রুদ্র১

রুদ্র১ › বিস্তারিত পোস্টঃ

হবিগঞ্জে কিরণমালা দেখা নিয়ে সংঘর্ষে আহত শতাধিক

১৮ ই আগস্ট, ২০১৬ রাত ৯:০৫


হবিগঞ্জে স্টার জলসা চ্যানেলে কিরণমালা সিরিয়াল দেখা নিয়ে দুই দল গ্রামবাসীর সংঘর্ষে শতাধিক আহত হয়েছে।

বৃহস্পতিবার সদর উপজেলার ধল গ্রামে দুই পক্ষের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে বলে জানান হবিগঞ্জ সদর থানার ওসি ইয়াসিনুল হক।

আহতদের মধ্যে ১০ জনকে সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে এবং অন্যদের হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

ওসি জানান, বুধবার রাতে ধল বাজারে শাকির রেস্টুরেন্টে স্টার জলসায় কিরণমালা সিরিয়াল দেখা নিয়ে ধল গ্রামের সানু মিয়ার মেয়ে রেবা ও হাফসার সঙ্গে একই গ্রামের আকবর মিয়ার ছেলের বাকবিতণ্ডা হয়। খবর পেয়ে তাদের পরিবারের লোকজন সেখানে গিয়ে ঝগড়ায় জড়িয়ে পড়ে। এ সময় রেস্তোরাঁ মালিক কামরুলসহ পাঁচ জন আহত হয়। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বিষয়টি সমাধান করে দেন। এর জেরে বৃহস্পতিবার সকালে উভয় পক্ষের লোকজন বাজারের পাশের একটি মাঠে দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান ও যানবাহন ভাংচুর করে তারা। এ সময় হবিগঞ্জ-লাখাই সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

খবর পেয়ে পুলিশ গিয়ে রাবার বুলেট ও কাঁদানে গ্যাস ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ফের সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান ওসি।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৮ ই আগস্ট, ২০১৬ রাত ৯:১৬

প্রামানিক বলেছেন: এর পরেও কিরণমালা চলে।

১৮ ই আগস্ট, ২০১৬ রাত ৯:২৮

রুদ্র১ বলেছেন: আমরা দেখি তাই চলে।

২| ১৮ ই আগস্ট, ২০১৬ রাত ৯:৩৮

ডঃ এম এ আলী বলেছেন: কিরনমালার ছোট্ট মেয়ে হিং টিং এখন ভিন গ্রহে রাক্ষুসীরানী কটকটির কব্জায় , রাক্ষুসীর কথা মত চলে , এখনই লাগবে লড়াই মা কিরনমালা ও অশৌরিক ক্ষমতার অধিকারী মেয়ে হিং টিং এর সাথে । যে কাহিনীতে মা মেয়ে প্রাণঘাতী লড়াই করতে পারে তা দেখে গ্রামবাসীতো লড়াই করতেই পারে । যত সব বিশ্রী আজগুবী কাহিণী , গাজাখোরেরো একটা মাত্রা থাকে!!!
ধন্যবাদ পোস্টটির মাধ্যমে এ সংবাদ পরিবেশনের জন্য ।

১৮ ই আগস্ট, ২০১৬ রাত ৯:৪৪

রুদ্র১ বলেছেন: আপনাকে ও ধন্যবাদ

৩| ১৮ ই আগস্ট, ২০১৬ রাত ৯:৫৬

মেহেদী রবিন বলেছেন: কি যে পায় !

৪| ১৮ ই আগস্ট, ২০১৬ রাত ১১:২১

মঈনউদ্দিন বলেছেন: :D :) :D X(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.