![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একটা সময় ছিল যখন আমি সবকিছু ভুলে শুধু ক্রিকেট নিয়ে পড়ে থাকতাম! বাংলাদেশ, ইন্ডিয়া, নিউজিল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজের টেস্ট খেলাগুলো পর্যন্ত মিস করতাম না । খেলা না থাকলে টিভিতে পুরাতন খেলা দেখতাম ।
কিছু কিছু কারনে এরপর থেকে আস্তে আস্তে ক্রিকেট খেলা দেখা কমিয়ে দিয়েছিলাম একমাত্র বাংলাদেশের খেলা হলে টুকটাক দেখতাম । এর কিছুদিন পর থেকে শুধু দুইজনের খেলা দেখার জন্য টিভির সামনে যেতাম !!
মাশরাফি আর আশরাফুল
ক্রিকেট খেলা এখন আর খেলা নাই বাণিজ্য হয়ে গেছে -_-
আজ থেকে ভদ্র লোকের খেলা ক্রিকেট দেখা ছেড়ে দিলাম । আমার ফুটবল খেলা দেখাই ভালো ! -_-
৯০ মিনিটের নির্মল আনন্দ B)
©somewhere in net ltd.
১|
০৪ ঠা জুন, ২০১৩ বিকাল ৩:৫২
আশাবাদী ডলার বলেছেন: খেলা দেখবেন কি দেখবেন না ওটা আপনার ব্যপার। আশরাফুলকে নিষিদ্ধ করা হয়েছে, বাংলাদেশকে তো আর নিষিদ্ধ করা হয়নি। এখনও বাংলাদেশ লড়াই করে যাবে মাঠে। আর রোদ-বৃষ্টি-ঠাণ্ডার মধ্যে সেই পাগলা সাপোর্টারটা উদাম গায়ে বাঘের রঙ মেখে পতাকা জড়িয়ে "বাংলাদেশ বাংলাদেশ বলে" চিৎকার করে যাবে, অবুঝ ছোট্ট শিশু গালে পতাকা এঁকে বাবা-মার হাত ধরে এখনও মাঠে যাবে শুধু বাংলাদেশের খেলা দেখার জন্য। মনে রাখবেন, ব্যক্তির চেয়ে দেশ বড়...