![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ছোটবেলা থেকেই আমার ইচ্ছা ছিল নিজ থেকে কিছু হলেও একটা করবো, মানুষের অধীনে কোন চাকরী করবোনা না
কিন্তু সেই আমিই এখন পারিপার্শ্বিক অবস্থা বিবেচনা করে এবং
কিছুটা বাধ্য হয়েই একটা জব করতেছি প্রায় বছর দেড়েক হলো। আমাদের দেশের যেন একটা অলিখিত নিয়ম আছে যেটা হচ্ছে তুমি পড়াশোনা শেষ করেছ এখন তোমাকে চাকরিই
করতে হবে :/
জব করলেও আমি কিন্তু আমার ইচ্ছা থেকে সরে দাড়াইনি, আমি আমার গ্রামে একটা ফার্ম হাউজ দিতে চাই যেখানে অনেক কিছুই থাকবে । গ্রামের বেকার ছেলেদের জন্য কিছু একটা করতে চাই যদিও আমি এখনও ছোট মানুষ ।
প্রাথমিক পর্যায়ে আমি কোয়েল পাখি দিয়ে পরীক্ষামূলক ভাবে শুরু করতে চাই! আস্তে আস্তে অন্য দিকে নজর দিব। যদি আমি আল্লাহর রহমতে আর আপনাদের দোয়ায় সফল হতে পারি তাহলে চাকরী বাকরি ছেড়ে দিয়ে একেবারে গ্রামে চলে আসব ।
# এখন মুল কথায় আসি কোয়েল পাখি পালন সম্পর্কে বিশদভাবে জানার জন্য আমি কয়েকটা ফার্ম ভিজিট করতে চাই। আপনারা যদি কেও এর সাথে সরাসরি সংশ্লিষ্ট থাকেন তাহলেতো খুবই ভাল হয়, না হলে অন্তত আপনাদের পরিচিত কয়েকটা খামারের ঠিকানা যোগার করে দিতেন তাহলে খুবই উপকৃত হতাম ।
আমি বেশ কয়েকদিন যাবত বিভিন্ন ব্লগ আর ওয়েবসাইট ঘাটাঘাটি করে কিছু তথ্য সংগ্রহ করেছি কিন্তু সেটা আমার জন্য খুব একটা উপকারে আসতেছে না যতক্ষণ না আমি সরাসরি কোন ফার্ম ভিজিট করতেছি
সামু ব্লগে প্রায় ১ বছর পর অনলাইনে আসলাম এখন থেকে রেগুলার থাকার ট্রাই করবো , ধন্যবাদ সবাইকে।
২| ২৮ শে এপ্রিল, ২০১৪ রাত ১০:২৬
shaontex বলেছেন: একশোর বেশি মানুষ পড়লো বাট কেও একটা পরামর্শও দিলোনা
©somewhere in net ltd.
১|
২৬ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৫:৫২
shaontex বলেছেন: চরম নেট স্পীড
৪০ মিনিট ট্রাই করার পর এই পোস্টটা করতে পারলাম