![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তখনো রোদ ছিল বৃষ্টির অপেক্ষায়
তুমি আমি বিপরীত পাশাপাশি।
একদা হেঁটে চলে গেল পড়ন্ত বিকেল
ছুঁয়ে দিলেই লাজে ঘোমটা টেনে দিত লজ্জাবতী।।
তুমি আমি সেদিনও শিশির ভেজা ভোরে দূরত্ব সমান্তরাল
গ্রীল ধোঁয়া জোছনা, চোখে নিশি কালো রাত...
স্বপ্নের হাতে বন্ধী সময়
অনন্ত অন্ধকারে তুমি আমি কাছাকাছি সবকিছু ভেস্থে যাক ।।
২| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৩:২৯
স্নিগ্ধ শোভন বলেছেন:
সুন্দর!!!
+++
৩| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:৩৫
শাপলা নেফারতিথী বলেছেন: খুসি হলাম...
৪| ০১ লা অক্টোবর, ২০১৩ বিকাল ৫:৩৫
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: সুন্দর।
৫| ০২ রা অক্টোবর, ২০১৩ রাত ১২:৪১
শাপলা নেফারতিথী বলেছেন: ধন্ন্যবাদ..
৬| ০২ রা অক্টোবর, ২০১৩ রাত ১:৪৫
খেয়া ঘাট বলেছেন: ছবির সাথে শেষের লাইনটি দারুন মিলেছে।
৭| ০২ রা অক্টোবর, ২০১৩ সকাল ১১:১০
শাপলা নেফারতিথী বলেছেন: হা হা হা..
৮| ০৯ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:৪২
বশর সিদ্দিকী বলেছেন: অনন্ত অন্ধকারে তুমি আমি কাছাকাছি সবকিছু ভেস্থে যাক ।।
ছবি আর শেষের লাইনটা খুব দারুন ভাবে মিলে গেছে।
ভাল লেগেছে। আপনার কবিতা।
৯| ১৪ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:৫৩
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
সংক্ষিপ্ত কিন্তু ছুঁয়ে যাওয়া।
১০| ১৪ ই অক্টোবর, ২০১৩ রাত ২:২৩
সুমন কর বলেছেন: ভালো লাগল।
©somewhere in net ltd.
১|
৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:২৬
নিহন বলেছেন: valo laglo....