![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
••••••
(এটুক অন্ধকারে যদি আলো ছুঁতে না পারো
তবে কেনো শুধু শুধু এক রাত্রির
বায়না ধরো
সব রাতে জ্যোত্স্না হয় না বালিকা....)
বৃষ্টি আর জ্যোত্স্নার মধ্যে বৃষ্টি টা আমি বেশি পছন্দ করি..
বৃষ্টির সম্পর্ক যেনো আমার আত্মার সাথে. আজ পর্যন্ত এমন কোনো দিন আসেনাই যখন হুট করে বৃষ্টি আসাতে আমি বিরক্ত হয়েছি..
জ্যোত্স্না ভালো লাগে তবে খুব কম. খালি চাঁদ টাকেই আমার বেশি ভালো লাগে...
কৃষ্ণপক্ষের রাত আমায় আনন্দ দেয়, আমাকে চিন্তা করার শক্তি দেয়,
আমার ভেতরটাকে বোঝে..
অসম্ভব সুন্দর জিনিস দেখার বা ভালোবাসার মতো এতো বড় সাহস
আমি কখনোই করতে পারিনা.....
১১ ই আগস্ট, ২০১৪ সকাল ৯:৫০
শাপলা নেফারতিথী বলেছেন: ভালো লাগাটা অন্যরকম ছিলো তাই না?
শুভেচ্ছা রইলো
ভালো থাকবেন..
২| ১১ ই আগস্ট, ২০১৪ সকাল ৯:১৭
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
আমি জ্যোৎস্নাহত হতে ভালোবাসি।
গত রাতের পূর্ণ চাঁদ দেখলাম ট্রেনের জানলায় বসে বসে, সারা রাত্রি।
দারুন অভিজ্ঞতা।
১১ ই আগস্ট, ২০১৪ সকাল ১০:০০
শাপলা নেফারতিথী বলেছেন:
খুব চাঁদের আলোয় নিজেকে কেমন তুচ্ছ মনে হয়.
কি যেনো নেই এমন একটা হাহাকার ভর করে..
আমি বৃষ্টির ফোটা গায়ে মেখেই সুখি..
ভালো থাকবেন অনেক...
৩| ১১ ই আগস্ট, ২০১৪ সকাল ৯:৪৫
কান্ডারি অথর্ব বলেছেন:
সুন্দর +++
১১ ই আগস্ট, ২০১৪ সকাল ১০:০২
শাপলা নেফারতিথী বলেছেন: প্লাসের জন্য অনেক ধন্যবাদ...
ভালো থাকবেন
৪| ১১ ই আগস্ট, ২০১৪ সকাল ১১:০৩
সুমন কর বলেছেন: মোটামুটি লাগল !
১১ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:০৫
শাপলা নেফারতিথী বলেছেন: ধন্যবাদ
ভালো থাকবেন..
৫| ১১ ই আগস্ট, ২০১৪ বিকাল ৩:৫৯
ইমতিয়াজ ১৩ বলেছেন: অসম্ভব সুন্দর জিনিস দেখার বা
ভালোবাসার মতো এতো বড় সাহস
আমি কখনোই করতে পারিনা.....
১১ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:২০
শাপলা নেফারতিথী বলেছেন: ধন্যবাদ..
৬| ১১ ই আগস্ট, ২০১৪ বিকাল ৫:১৬
হাসান মাহবুব বলেছেন: মনের টুকরো কথা। এটাকে কবিতার ফরম্যাটে লেখা ঠিক হয় নি।
১১ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:১৯
শাপলা নেফারতিথী বলেছেন: দুঃখিত ভাইয়া,,
এখন মনে হয় ঠিক আছে?
মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ
ভালো থাকবেন..
৭| ১২ ই আগস্ট, ২০১৪ রাত ১২:৩৫
স্বপ্নবাজ অভি বলেছেন: বৃষ্টি আর জোছনার দ্বিপাক্ষিক লড়াই !
১২ ই আগস্ট, ২০১৪ দুপুর ২:৪৩
শাপলা নেফারতিথী বলেছেন: হা হা হা.. লড়াই না ভাবলেই হয়.
মন্তব্যের জন্য ধন্যবাদ ভাইয়া....
৮| ১৫ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:৩১
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
আমার তো দুইটাই ভালো লাগে। বৃষ্টি এলে ব্যাঙজীবন আর জ্যোৎস্নায় হই চন্দ্রাহত।
ভালো লাগলো আপনার মনের জার্নাল
১৬ ই আগস্ট, ২০১৪ রাত ১২:৫৯
শাপলা নেফারতিথী বলেছেন: কবি মানুষ চন্দ্রাহত না হলে চলে?
ধন্যবাদ রইলো..
৯| ১৬ ই আগস্ট, ২০১৪ রাত ১:০৪
সেলিম আনোয়ার বলেছেন: ভাল লাগা মানে ।জোছনা আর বৃষ্টির যৌথ প্রযোজনায় দারুন কেটেছে সময় ।
১৭ ই আগস্ট, ২০১৪ রাত ১১:৩৪
শাপলা নেফারতিথী বলেছেন: ভালো লাগা আপনার সাথে থাকুক সবসময়...
১০| ১৬ ই আগস্ট, ২০১৪ দুপুর ২:১০
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
আমি অকবি। এইসব ভালো লাগে আর কী।
১৭ ই আগস্ট, ২০১৪ রাত ১১:৪৪
শাপলা নেফারতিথী বলেছেন: হা হা হা
ভালোই তো..
১১| ২০ শে আগস্ট, ২০১৪ রাত ১০:২০
আবু শাকিল বলেছেন: কবিতায় ভাল লাগা জানিয়ে গেলাম আপু ।
২৮ শে আগস্ট, ২০১৪ রাত ১:০৩
শাপলা নেফারতিথী বলেছেন: এইগুলা তো টুকিটাকি..
ধন্যবাদ আপনাকে
©somewhere in net ltd.
১|
১১ ই আগস্ট, ২০১৪ রাত ২:২৭
সেলিম আনোয়ার বলেছেন: আজ আমার এখানে চাদের আলো বৃষ্টিস্নাত হয়েছে।