![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একজন মানুষ
প্যানেলে দেখাচ্ছে নোটি দুইটা আসছে কিন্তু ক্লিক করলে দেখি ০ টা ।
মডুরা কই?
২৬ শে এপ্রিল, ২০১৬ রাত ৮:৫১
শরাফত বলেছেন: আসলেই খুব বিরক্তিকর একটা ব্যাপার এটা ।
আমি আপনার কমেন্টও নোটিফিকেশনে পেলাম না ।
প্রথম পাতা রিলোড দেয়ায় এটা দেখলাম ।
এই সমস্যা অনেকদিন ধরেই বেশ কয়েকজন ব্লগারও এটা নিয়ে পোস্ট দিছিলেন, কিন্তু মডুর কোনো নারা চারা নেই ।
২| ২৬ শে এপ্রিল, ২০১৬ রাত ৮:৫৬
জুন বলেছেন: একই সমস্যা চলছে
২৭ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৩০
শরাফত বলেছেন: আমাদের মডুদের ঘুম কি ভাংবে না?
৩| ২৬ শে এপ্রিল, ২০১৬ রাত ৯:০০
চিত্রনাট্য বলেছেন: একটা গান আছে না, তুমি কই, তুমি কই? এই রকম করে জোরে জোরে গান ধরেন, ও মডু, তুমি কই?
আমার তেরোটা দেখাচ্ছে, কিন্তু একটাও বের করতে পারতেছি না।
২৭ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৩১
শরাফত বলেছেন: ভাইরে যদি গান গাইলে দেখতাম সমস্যার সমাধান হইবে তাইলে নাহয় গাইতাম ।
কিন্তু লাভ কি?
৪| ২৬ শে এপ্রিল, ২০১৬ রাত ৯:১২
রূপক বিধৌত সাধু বলেছেন: এইটা তো জাতীয় সমস্যা!
২৭ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৩২
শরাফত বলেছেন: হুম, ব্লগারদের জাতীয় সমস্যা ।
৫| ২৬ শে এপ্রিল, ২০১৬ রাত ৯:২০
গেম চেঞ্জার বলেছেন:
২৭ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৩৩
শরাফত বলেছেন: ক্যারে ভাই জিব্রা বাইর করেন ক্যা?
আপনার সমস্যা করে না বুঝি?
৬| ২৬ শে এপ্রিল, ২০১৬ রাত ৯:৩৭
সুমন কর বলেছেন: সমাধান চাই। পেজ লোডও খুব স্লো !!
২৭ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৩৪
শরাফত বলেছেন: আহ যদি সমাধান হইতো.।.।.।।
৭| ২৬ শে এপ্রিল, ২০১৬ রাত ৯:৫৪
শাহ আজিজ বলেছেন: আমারে দেখায় ৮টা আসলে কিন্তু একটাও নাই , সকালে ডজ খাই , মুনটা খারাপ হয়া যায়
২৭ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৩৫
শরাফত বলেছেন: তখন মডুদের নাম ধইরা জিকির করা ছাড়া আর কোনো উপায় থাকে না ।
৮| ২৬ শে এপ্রিল, ২০১৬ রাত ৯:৫৪
সোহানী বলেছেন: ঠিক তাই... সমাধান চাই.....
২৭ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৩৬
শরাফত বলেছেন: হুম, সমাধান চাই ।
৯| ২৬ শে এপ্রিল, ২০১৬ রাত ১০:০৫
অতঃপর হৃদয় বলেছেন: আমিও এমন সমস্যার মুখো মুখি হয়েছি এখনো মাঝে মাঝে হয়।
১০| ২৬ শে এপ্রিল, ২০১৬ রাত ১১:৪৯
রিপি বলেছেন:
আমার থাকে ৪ টা দেখায় ১৪ টা। মহা বিরক্তিকর ব্যপার। সমাধান চাই।
২৭ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৩৭
শরাফত বলেছেন: ও সমাধান... তুমি কোথাআআআয়....
১১| ২৭ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৩৫
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: নোটিফিকেশন নিয়া বড়ই তাফালিং-এর মধ্যে আছি। এখন পিসি খুইলা দেখি ৩১ টা নোটিফিকেশন। ক্লিক কইরা পাইলাম মাত্র ২ টা। কারে কী কমু, এইডাই তো বুঝি না।
২৭ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৩৮
শরাফত বলেছেন: ভাই আপনিতো বিড়াট কপালের মানুষ, ৩১টাআআআআআআআআআ ।
১২| ২৭ শে এপ্রিল, ২০১৬ রাত ৯:৫১
শেয়াল বলেছেন: এই সমস্যা আমার হয় নাইক্কা..
©somewhere in net ltd.
১|
২৬ শে এপ্রিল, ২০১৬ রাত ৮:৪৭
তারেক ভূঁঞা বলেছেন: নোটিফিকেশন সমস্যার সমাধান চাই।