নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যাযাবরের ব্লগ

অথৈ সাগর

www.facebook.com/othoiisagor

অথৈ সাগর › বিস্তারিত পোস্টঃ

সরকারে শেষ সময় রামপালের বিদ্যুৎ কেন্দ্রটি কি বুমেরাং সিদ্ধান্ত নয় ?

২৩ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:১৭

দীর্ঘ চৌত্রিশ বছরের লাল দুর্গের ( বামফ্রন্ট সরকার) পতন ঘটিয়ে নতুন সরকারের আবির্ভাব হয়েছিল পশ্চিম বঙ্গে।মমতার তৃণমূলের আগ্নেয়গিরির সামনে বামফ্রন্ট সরকার ধূলিসাত হয়ে গেছে। আমরা হয়ত ভুলে গেছি বাম সাম্রাজ্যের এই ধ্বংসের পিছনের কারন। যার মধ্যে প্রথম এবং প্রধান গুরুত্বপূর্ণ কারণ হলো ‘সিঙ্গুর-নন্দীগ্রামে ঘটনা।সিঙ্গুর-নন্দীগ্রামের ঘটনা বিশ্ববাসীর কাছে আজ অজানা নয়।গাড়ি তৈরির কারখানার জন্য কৃষকদের কাছ থেকে জোর করে উর্বর দো ফসলী জমি কেড়ে নিয়ে টাটা গ্রুপ ওরফে রতন টাটার হাতে তুলে দিয়েছিল বাম সরকার। এই নিয়ে শুরু হয় আন্দোলন। মারামারি। রক্তারক্তি। সেখান থেকে মমতা হাল ধরে জনগণের নেতা হিসাবে আবির্ভূত হয়। পতন হয় এক কঠিন সাম্রাজ্যের।

দেশের বাইরে কেন ? আমরা ভুলে গেছি আরিয়াল বিলে বিমান বন্দরের ঘটনা। ১৮৩০ একর ধানী জমি অধিগ্রহণের ফলে ৮ হাজার পরিবার উচ্ছেদ হবে। রামপাল বিদ্যুৎ কেন্দ্রে কর্মসংস্থান হতে পারে সর্বোচ্চ ৬০০ জনের, ফলে উদ্বাস্তু এবং কর্মহীন হয়ে যাবে প্রায় ৭ হাজার ৫০০ পরিবার। শুধু তাই নয়, আমরা প্রতি বছর হারাব কয়েক কোটি টাকার কৃষিজ উৎপাদন।ইআইএ রিপোর্ট অনুসারে প্রস্তাবিত বিদ্যুৎ প্রকল্পটি সুন্দরবন থেকে মাত্র ১৪ কিলোমিটার দূরে! আবার সুন্দরবন থেকে দূরত্ব আসলেই ১৪ কিলোমিটার কি না সেটা নিয়েও বিতর্ক আছে। খোদ ইআইএ রিপোর্টের এক জায়গায় বলা হয়েছে প্রকল্পের স্থানটি একসময় সুন্দরবনেরই অংশ ছিল। এই প্রকল্প সুন্দরবনের পশুপাখির জীবনচক্রের উপর মারাত্মক ক্ষতিকর প্রভাব ফেলবে এবং মারাত্নক পরিবেশ বিপর্যয়ের সৃষ্টি করবে।

প্রকল্পে ১৫% বিনিয়োগে ভারতীয় মালিকানা ৫০%। বিদ্যুতের দাম পড়ছে দ্বিগুণেরও বেশি। উচ্ছেদ হচ্ছে ৭৫০০ পরিবার। কৃষিজ সম্পদ হারাচ্ছে দেশ। পরিবেশ বিপর্যয় হচ্ছে বাংলাদেশের। কিন্তু ৫০% শতাংশ মালিকানা ভারতীয় কোম্পানির? এমন কেউ কি আছেন আমাকে বোঝাতে পারবেন এর যৌক্তিকতা ?





তথ্য সৌজন্যঃ পিনাকী ভট্টাচার্য





সুন্দরবন এতদিন আমাদের বাচিয়েছে কিন্তু এখন সুন্দরবনকে কে বাচাবে?







মন্তব্য ২০ টি রেটিং +৫/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ২৩ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:২১

আত্মকেন্দ্রিক বলেছেন: সরকারের জন্য বুমেরাং কিনা জানিনা বাট আমাদের জন্য ডেফিনিটলি ইয়েস।

২৯ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:০২

অথৈ সাগর বলেছেন: আমি জানি না সরকার কার বুদ্ধিতে এসব করে । তাদের মুখ এক , কাজে আরেক।

২| ২৩ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:৫৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: রামপাল প্রকল্প বাতিল কর করতে হবে।

ভারত তোষক, মেরুদন্ডহীন চুক্তি বাতিল কর করতে হবে।

দেশ-জনতার স্বার্থ বিরোধী চুক্তি বাতিল কর করতে হবে।

২৯ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:০৩

অথৈ সাগর বলেছেন:


দেশ-জনতার স্বার্থ বিরোধী চুক্তি বাতিল কর করতে হবে। কোন মতেই এটা বাস্তবায়ন করা যাবে না।

৩| ২৩ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:০১

সাজাপ্রাপ্ত পলাতক আসামি বলেছেন:

২৯ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:০৪

অথৈ সাগর বলেছেন:
অনেক ধন্যবাদ । চমৎকার কাজ ।

৪| ২৩ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:০৭

কসমিক- ট্রাভেলার বলেছেন:




সম্প্রতি দেখতে গিয়েছিলাম প্রায় ১৪ কিলোমিটার পায়ে হেটে।


উদ্দ্যেশ্য ভালো হলে ও ভবিষ্যতের কথা চিন্তা করে মনটা খারাপ হয়ে গেল ।

সেখানে যে বিস্তৃত কর্মকান্ড শুরু হয়ে গেছে তাতে এটি বন্ধ করা যাবে বলে মনে হয়না ।



ভাবছিলাম এটি নিয়ে আমি একটি বিস্তারিত লেখা দিব , আপনাদের লেখা দেখে প্রেরণা পাচ্ছি ।

২৯ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:০৬

অথৈ সাগর বলেছেন:
সবাই লিখুন । জনমত তৈরি করুন ।

৫| ২৩ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:২১

শিপু ভাই বলেছেন:
এ বিষয়টা আরেকটু খতিয়ে দেখতে হবে!!!

২৯ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:১২

অথৈ সাগর বলেছেন:
খতিয়ে খতিয়ে তো ক্ষতবিক্ষত করে ফেললাম দেশটাকে । আর কত খতাবো।

৬| ২৩ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:৩৮

মোঃমোজাম হক বলেছেন: কুন দিক দিয়া কি হয়ে গেল কিছুই টের পাইলামনা।জানবইবা কতো,আইটেমেরতো শেষ নেইরে ভাই

২৯ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:১৩

অথৈ সাগর বলেছেন:
সরকার তার শেষ সময়ে এত গুলো ফন্ট খুলছে , কিভাবে সামলাবে কে জানে ?

৭| ২৪ শে এপ্রিল, ২০১৩ রাত ১:৪৯

আমি তুমি আমরা বলেছেন: রামপাল প্রকল্প বাতিল কর করতে হবে।

২৯ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:১৪

অথৈ সাগর বলেছেন:
আমরা সবাই তাই চাই ।

৮| ২৪ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:৪৪

রেজোওয়ানা বলেছেন: সরকারের জন্য কি সেইটা জানি না, তবে আমাদের জন্য, ভবিষ্যত বাংলাদেশের পরিবেশ এবং প্রতিবৈশিক অবস্থায় জন্য চরম হুমকি।

২৯ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:১৫

অথৈ সাগর বলেছেন:
ভারতীয় কোম্পানি নিজ দেশে অনুমতি পায় নি এরকম কাজ করার জন্য । কিন্তু আমাদের দেশে সব সম্ভব । ট্রানজিটের নামে আমরা আমাদের নিজ দেশের একটা নদী খুন করেছি ।

৯| ২৪ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:৫০

আিম এক যাযাবর বলেছেন: সরকারের জন্য বুমেরাং হবেনা, হয়ত ভারতের সাহায্যে আবার ক্ষমতায় আসবে, এই আশায় দিয়েছে X( X(

০৯ ই মে, ২০১৩ রাত ১২:৩৪

অথৈ সাগর বলেছেন:
সরকার কি জন্য দিয়েছে তা সবাই বুঝে । কিন্তু আমরা চাই না দেশের জন্য কোন ক্ষতিকর সিদ্ধান্ত নিক।

১০| ০৯ ই মে, ২০১৩ রাত ১২:৪৫

বাংলার হাসান বলেছেন: সুন্দরবন রক্ষায় দেশ বিরোধী রামপাল বিদুৎ কেন্দ্র চুক্তি বাতিলে লক্ষে আমরা একটি আন্দোলনের ডাক দিয়েছি, এই মুহুত্তে আমরা সাভারে মানবিক কাজে লিপ্ত আছি। আপনারাও এই আন্দোলনে যোগ দিয়ে সুন্দরবন রক্ষায় সহযাত্রী হবেন। এই কামনা, ইভেন্টের লিংক। Click This Link

০৯ ই মে, ২০১৩ সকাল ৯:১২

অথৈ সাগর বলেছেন:
ইভেন্টের সাথে আছি আরো আগে থেকেই । দরকারে পাশে থাকব । ধন্যবাদ ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.