নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

“ নতুন দিনই নতুন চাহিদা ও নতুন দৃষ্টিভঙ্গির জন্ম দেয়॥ ”

শাহরিয়ার বাপন

“ নতুন দিনই নতুন চাহিদা ও নতুন দৃষ্টিভঙ্গির জন্ম দেয়॥ ”

শাহরিয়ার বাপন › বিস্তারিত পোস্টঃ

আমি শ্যালা রাজাকারই হবো

২৫ শে এপ্রিল, ২০১৫ দুপুর ১২:২৯

এই তুমার ভিতরতো বিন্দু মাত্র দেশপ্রেম নাই । তুমাদের মত লোকদের দেশ থেকে বের করে দিয়া দরকার। ঠিক তখনই তর্ক নামের প্রাতিষ্ঠানিক শিক্ষাকে অপ্রাতিষ্ঠানিক ভাবে কাজে লাগানোর চিন্তা মাথায় আসলো। আচ্ছা এই সব চিন্তা পরে করা যাবে। আমার দেশে অনেক অলস চিন্তাবিদ আছে কাজটা না হয় তাঁদেরই দিলাম। আমি নাহয় রুদ্রের মতো একটা কুকুর পুষি। কিছু শিক্ষাতো তাকে দিতেই হয়, না হলে প্রভুভক্ত হবে কি ভাবে । বিদ্যাসাগরের বর্ণ পরিচয় দিয়ে শুরু করি। কুকুর তুমার জানতে হবে, ৪১,৪৭,৫২,৬৯,৭১ সংখ্যা গুলার গাণিতিক পরিচয় দিয়া সম্ভব অনেক ভাবে। কিন্তু বাঙালির বাংলা থেকে শুরু করে বাঙ্গালিয়ানায় জড়িত প্রত্যক্ষ ভাবে এই সংখ্যা গুলা।আজ আর নতুন করে ৪১,৪৭,৫২,৬৯,৭১ এর বর্ণ পরিচয় বলবো না। কনো সুস্ত জাতি কখনও অন্যর অধীনে থাকতে পারেনা। আমরাও তাই ৭১কে জয় করলাম আর এই সংখ্যাটাকে নিজেদের করে রাখলাম ইতিহাসে। স্বাধীন বাংলাই মুজিব পা রাখার পর তাইতো বলেছিল “ কনো দেশ স্বাধীন হলে সেই দেশ পাই কিছু খাঁটি লোক, আর আমি পেলাম কিছু চোর, আক্ষেপের স্বরে বলেছিল আমার কম্বল কই ?”। একটা দেশ পৃথিবীতে মাথা উঁচু করে দাড়াতে চাইলে তাঁকে ঐ দেশের প্রতিটা মানুষের জন্য খাদ্য,বস্ত্র,বাসস্তান, চিকিৎসা, শিক্ষা এবং কর্মের ব্যাবস্তা করেতে হবে। আচ্ছা কথা গুলা কেন বললাম সেটাতো বলা হল না। গতকাল এক বড় ভাই বলল বাপন তুমার Facebook এর প্রোফাইল পিকচার change করেছ। এই ১৬ই December এ আমারা বাংলাদেশের পতাকাকে প্রোফাইল পিকচার করে বিশ্ব Record করবো এবং আমাদের দেশপ্রেম সবাইকে দেখাবো। আমি বললাম ভাই এটার মাধ্যমে কিভাবে দেশপ্রেম দেখানো যায় আর এটার কি খুব দরকার আছে। উনি বললেন হ্যাঁ অবশ্যই ভারত, পাকিস্তান,আমেরিকা, চীন লন্ডন ইত্যাদি অনেক দেশই এই Record গড়তে পারে নাই। আচ্ছা দেশপ্রেম সম্পর্কে শিব খেরা একবার বলছিলেন “ দেশপ্রেম আজ একটা লোগো” এই কথার আদলে কিছু কথা বলি আমার দেশে প্রায় ৬ লক্ষ পথ শিশু আছে, প্রায় ২১ লক্ষ পতিবন্ধি আছে, ২ কোটি ৩০ লক্ষ মানুষের তিন বেলা আহার জটেনা, প্রযুক্তির এই সেবা থেকে বিচ্ছিন্ন প্রায় ৬ কোটি ৭৫ লক্ষ মানুষ, যৎসামান্য বাক্তিই আছে যারা পূর্ণ নাগরিক সুবিধা ভোগ করে। রাজনীতি আর দেশপ্রেম শব্দটা উতপ্রতভাবে জড়িত, কিন্তু আমরা শুধু একটা নাম পরিবর্তনের জন্য কয়েক হাজার কোটি টাকা জলে ফেলি , প্রতিদিন আমার দেশে গড়ে ১৮৫০ কোটি টাকার অপচয় / ক্ষতি হয়। আমার দেশের ৮৫ হাজার কোটি টাকা সুইস ব্যাংকে পড়ে আছে শুধু শুধু। এ টাকা আমাদের দেশে থাকলে ২৮ বছর কাউকে কোনো ট্যাক্স দিতে হত না, ২.২ কোটি মানুষের চাকরি হতে পারতো। এ টাকা যদি আমাদের দেশে থাকত, তাহলে ২৬৮ টি সামাজিক প্রকল্পে বিদ্যুৎ সরবরাহ হতে পারত, আগামী ২১ বছর প্রতি নাগরিক ৩হাজার ৫শত করে টাকা মাসিক ভাতা পেতে পারত। এ টাকা যদি আমাদের দেশে থাকত, তাহলে আমাদের দেশের যেকোনো প্রত্যন্ত গ্রাম থেকে রাজধানী ঢাকা পর্যন্ত ফোর লেন হাইওয়ে তৈরী হতে পারতো, বিদেশী ঋণের, কোন প্রয়োজনই হত না। এই জন্য আইনস্টাইন বলেছিলেন “ How long we tolerate the politician’s hungry for power” আজ আমাদের ঢাকা বসবাসের অযোগ্য হিসাবে গণ্য হয়েছে । জর্জ ওয়াশিংটন বলেছিলেন “Clean your city, it’s the symbol of your patriotism” আচ্ছা আমারা কি পারতাম না আমাদের এই ঢাকা শহরটাকে একদিন পরিষ্কার করে Record গড়তে, পারতাম না পথ শিশুদের পাশে দাঁড়াতে, পতিবন্ধিদের জন্য সহযোগিতার হাতটা বাড়াতে, পারতাম না আমাদের রাষ্ট্রীয় সম্পদ অপচয় বন্ধ করতে। ৭৫-১৪ পর্যন্ত আমারা হরতালের সময় যতো গাড়ি ভেঙ্গেছি, জাপানও এক বছরে এত গাড়ি তৈরি করে না। যদি কনো বাঙালি দুঃখে জীর্ণ হয় , চিন্তাই ক্ষীণ হয় ,সমস্যাই লীণ হয় তাদেরকে বলি দেশপ্রেম আপনার আত্মিক ভালোবাসার উপস্তাপন মাত্র।

বিনয়ের সাথে বলছি ফেসবুক এর উত্তম ব্যাবহারকারীদের কটাক্ষ করে আমার এই অবান্তর লেখা নয়, নিছক শখের বসত। প্রয়াত নেলসন ম্যান্ডেলা বাংলাদেশে এসে বলেছিলেন “স্বদেশপ্রেম আবেগ এবং স্বতোৎসারিত। কৃতিম বন্দনা কিংবা অশ্রু বিসর্জন নয়, নিভের্জাল হৃদয়াকুতিই বাণী স্বদেশ চেতনার আবেগকে ধারন করে”

বিঃদ্রঃ আত্ম-সমালোচনাই ছিল আমার মূল উদ্দেশ্য।

বাপন

2.35am 5-12-14

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.